বাংলাদেশি তাস্কিন আহমেদের ব্রেক ডান্স, বেজায় চটে বোলার তেড়ে গেলেন,ভাইরাল ভিডিও

#হারারে: ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া আর কাকে বলে? জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলছে বাংলাদেশ (Zimbabwe vs Bangladesh ) ৷ হারারেতে দ্বিতীয় দিনের খেলা চলাকালীন  জিম্বাবোয়ে বোলার ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) আর বাংলাদেশের ১০ নম্বর ব্যাটসম্যান তাস্কিন আহমেদ (Bangladesh cricketer Taskin Ahmed ) মাঠের মধ্যেই মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েন৷ মুজারাবানি বোলিং এন্ড থেকে পুরো পিচ চলে উইকেটের অন্য এন্ডে ব্যাটসম্যানের হেলমেটে মাথা ঠুকিয়ে দেন৷ ব্যাটসম্যানও নিজের হেলমেটের মধ্যে থেকেই বিপক্ষকে একেবারে ভস্মীভূত করে দেন৷

শুরুটা অবশ্য একটু আগে হয়েছিল৷ ১৩৪ বলে ৭৫ রান করেন আহমেদ৷ তাতেই বেজায় চটছিলেন মুজারাবানি৷ একটা সময়ে ৬ উইকেটে ১৩২ রান ছিল৷ কিন্তু এরপর ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচটা অনেকটা ঘুরিয়ে দেন৷ ১০ নম্বর ব্যাটসম্যান মাহমুদুল্লা (Mahmudullah) র সঙ্গে ১৯১ রানের পার্টনারশিপ হয়৷ এরইমধ্যে ৮৫ তম ওভারের চতুর্থ বলে আহমেদ মুজারাবানির বলকে শর্ট ডেলিভারি সফলভাবে হ্যান্ডেল করেন৷ এরপরেই পিচের মধ্যেই হালকা একটা ব্রেক ডান্স করে নেন৷ এতেও একেবারে মেজাজের ওপর নিয়ন্ত্রণ হারান মুজারাবানি৷ একেবারে নিজের বোলিং এন্ড থেকে বড় বড় পা ফেলে এগিয়ে যান৷ ভাবটা ছিল পুরো তেড়ে যাওয়া৷

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

বাংলাদেশের (Bangladesh) প্রথম ইনিংস বাঁচান মহমদুল্লা (Mahmudullah) ৷  আট নম্বরে নেমে অপরাজিত ১৫০ রান করেন৷ লিটন দাসের (Liton Das)  সঙ্গে সপ্তম উইকেটে ১৩৮ রান করেন৷ লিটন দাস ৯৫ রান করেন৷ শেষ চার উইকেটে ৩৩৬ রান ওঠে৷

মুজারাবানি (Muzarabani) ৯৪ রান দিয়ে ৪ উইকেট নেন৷  বাংলাদেশের বিরুদ্ধে হারারাতে বল হাতে যিনি ভালো পারফর্ম করেছিলেন৷  অধিনায়ত ব্রেন্ডান টেলর ৩৭ রানে অপরাজিত ছিলেন যখন জিম্বাবোয়ের ইনিংস শেষ হয়েছিল৷ তার উল্টোদিকে  রয়েছেন  Takudzwanashe Kaitano৷ নিজেদের প্রথম উইকেট হারিয়েছে৷ মিলটন শুম্বা ৪১ করেছিলেন৷ তখনও জিম্বাবোয়ে ৩৫৪ রান পিছিয়ে ছিল৷