Dubai Port explosion: দেখুন দুবাই বন্দরে প্রচণ্ড বিস্ফোরণের ভিডিও ! কী কারণে এই ঘটনা জেবেল আলিতে?

দুবাই: ঠিক যেন বেইরুটের ভয়াবহ স্মৃতিই ফিরে এসেছিল বৃহস্পতিবার ৷ আচমকাই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছিল দুবাইয়ের জেবেল আলি বন্দর ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে বন্দরের পাশাপাশি আশপাশের অনেকটা দূর পর্যন্ত এলাকাও কেঁপে ওঠে ৷ নোঙর করা একটি পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ড থেকেই এই বিস্ফোরণ ঘটে। ‘ওশান ট্রেডার’ নামের ওই জাহাজটি গত তিন মাস ধরেই দুবাই উপকূলে ছিল। পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য সবরকম ব্যবস্থাই নেওয়া হয়েছে ৷ কারণ জেবেল আলি বিশ্বের গুরুত্বপূর্ণ বন্দরগুলির মধ্যে অন্যতম ৷ তাই বন্দরের কাজকর্ম দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ ৷

বিস্ফোরণের ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ দুবাইয়ের রাতের আকাশে বিস্ফোরণের সেই ছবি ভয় ধরিয়ে দিয়েছে প্রত্যেককেই। জাহজটিতে দাহ্য বস্তু মজুত ছিল ৷ তাই দ্রুত আগুন ছড়ায় ৷ তবে সঠিক সময় জাহাজের কর্মীরা বেরিয়ে আসতে পেরেছিলেন বলেই প্রত্যেকে প্রাণে রক্ষা পান ৷ মহাকাশ থেকেও এই বিস্ফোরণ দেখা গিয়েছে বলে জানানো হয়েছে ৷ জেবেল আলিতে বিস্ফোরণের ভিডিও দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷