Ind vs Eng: ব্রিটেনে উঠল ভারতের জাতীয় পতাকা, বিরাট কোহলি গাইলেন ‘জন গণ মন’- দেখুন ভিডিও

#কলকাতা: ৭৫ তম স্বাধীনতা দিবস সারা দেশে উদযাপিত হচ্ছে৷ ভারতের স্বাধীনতা দিবসে (75th Independence Day)  বিভিন্ন জায়গায় মানুষজন মেতেছেন সেলিব্রেশনে৷ হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন৷ ব্রিটিশ যুক্তরাষ্ট্রের ১৯০ বছরের শাসন শেষে ১৯৪৭ সালে ১৫ অগাস্ট স্বাধীন হয়েছিল দেশ৷  যখন সারা দেশে গর্বের সঙ্গে নিজেদের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছে তখন ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে ব্রিটেনে৷ ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ লর্ডসে খেলা হচ্ছে৷ ম্যাচ হওয়ার আগে টিম হোটেলে ছিল স্বাধীনতা দিবস উদযাপনের ব্যবস্থা৷

জাতীয় পতাকা উত্তোলন করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ গোটা দল ও পরিবারের সদস্যরা সকলেই হাজির ছিলেন পতাকা উত্তোলন অনুষ্ঠানে৷

বিসিসিআই অধিনায়ক বিরাট কোহলির পতাকা উত্তোলনের ভিডিওটি শেয়ার করেছে নিজেদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে৷ বিরাটের সঙ্গে পতাকা উত্তোলনে সামনে আসেন রবি শাস্ত্রী৷ তবে পতাকা তোলেন শুধুমাত্র কোহলিই৷ জাতীয় সঙ্গীত গান সকলেই৷

দেখে নিন সেই ভিডিও৷

ভারতীয় ক্রিকেট দল বিভিন্ন সময়ে  দেশের বাইরে থাকলেও বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেট করে৷

পৃথ্বী শ (Prithvi Shaw) ও সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন৷ শ্রীলঙ্কা সফর থেকে তাঁর যোগ দিয়েছেন দলের সঙ্গে৷ এদিনের স্বাধীনতা দিবস সেলিব্রেশনের ভিডিওতে দলের সঙ্গে দেখা গিয়েছে এই ক্রিকেটার দুজনকেও৷ এই দুই ক্রিকেটার নিজেদের আইসোলেশন পর্বও শেষ করে ফেলেছেন৷ ফলে তৃতীয় টেস্ট ম্যাচে এঁদের দুজনকে নির্বাচন করার অপশন থাকবে টিম ম্যানেজমেন্টের কাছে৷ তৃতীয় এই টেস্ট ম্যাচ শুরু হবে ২৫ অগাস্ট৷

স্বাধীনতা দিবস উদযাপনের পর ক্রিকেটাররা সকলেই মাঠে পৌঁছে যান৷ সেখানেই লর্ডসে চতুর্থ দিনের খেলা হচ্ছে৷ প্রথম টেস্ট ম্যাচে খেলায় দু দলই সমানভাবে দাপট দেখিয়েছে৷ তবে পঞ্চমদিনে বৃষ্টির কারণে সেই খেলা হয়নি, যেখানে অবশ্য ভারতীয় ক্রিকেট দলের জয়ের সম্ভবনা ছিল৷ তবে ম্যাচ ড্র হয়৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৬৪ -র জবাবে ইংল্যান্ড ৩৯১ রান করে৷ লিড ছিল ২৭ রানের৷ ভারত দ্বিতীয় ইনিংসে অন্তত ২৫০ রান করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে৷