ICC T20 World Cup 2021: পাকিস্তান ভারতকে হারানোর পরের দিন, স্বামী Shoiab Malik-কে নিয়ে ভিডিও পোস্ট Sania-র, Viral Video

#কলকাতা: ভারত বনাম পাকিস্তান  (Ind vs Pak)  দ্বৈরথে ১০ উইকেটে হারতে হয়েছে ভারতকে৷ ২৮ মাস পরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হল টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)৷ দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির জেরে এখন শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপেই এই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই হয়৷ বিশ্বকাপ শুরুর একটু আগেই স্বামী শোয়েব মালিকের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তানের বায়োবাবলে প্রবেশ করেন সানিয়া মির্জা  (Sania Mirza)৷ পাকিস্তান ভারত ম্যাচ চলাকালীন শোয়েব মালিককে নিয়ে এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেন৷ সেই ভিডিও দেখে গদগদ সানিয়া মির্জা সেখানে নিজের রিঅ্যাকশন দেন৷ এখন সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল ভিডিও (Viral Video)৷

হাই ভোল্টেজ এই ম্যাচ একেবারে ঠাসাঠাসি দর্শকে ভরা গ্যালারিতে হয়৷ এই সময় যখন শোয়েব মালিক বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিলেন তখন তাঁর ভিডিও তুলে এক নেটিজেন ভালোবাসার চিহ্ন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ শোয়েব মালিককে উদ্দেশ্য করে ক্রিকেটফ্যানরা জিজাজি বলে ডাকছিলেন৷ অর্থাৎ জামাইবাবু, শোয়েব এক ঝলক ফিরেও তাকান৷

আরও পড়ুন – Aliporeduar News: PUBG ও Free Fire গেমের জন্য নেটকার্ড ভরাতে পারেনি মা, তাই ১৫ বছরের কিশোর যা করল…

সানিয়া (Sania Mirza) এই ভাইরাল ভিডিওটি (Viral Video) ইমোজি দিয়ে নিজের টাইমলাইনে পোস্ট করেছেন৷ দেখে নিন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ চলাকালীন হওয়া ভাইরাল ভিডিও (Viral Video) ৷

সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিক বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০৮ সালের এপ্রিল মাসে৷ তাই শোয়েব ভারতের জামাই, তাই তাঁকে জিজাজি নামে ডাকা হচ্ছিল৷ সানিয়া এই ভাইরাল ভিডিও (Viral Video) দেখে হাসি-কান্না মেশানো ইমোজি এবং ভালোবাসার ইমোজি শেয়ার করেন৷

আরও পড়ুন – Job Vacancy: Public Service Commissionএ ১৯০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ

ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ১৫১ রান করে , পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান যথাক্রমে ৬৮* এবং ৭৯* রান করেন৷ এর আগে ভারতের ইনিংসের সময় পাকিস্তানের শাহিন আফ্রিদির আগুনে বোলিংয়ে লন্ডভন্ড হয়ে যায় টিম ইন্ডিয়ার টপ অর্ডার৷ রোহিত শর্মা ০ ও কেএল রাহুল মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান৷ তিনিই ৫৭ রানে বিরাট কোহলিকেও আউট করেছিলেন৷

সানিয়া মির্জার (Sania Mirza) বর শোয়েব মালিক এদিন অবশ্য বিশেষ কিছুই করেননি৷ কারণ তাঁকে বল করতে দেওয়া হয়নি আর তাঁর ব্যাট করার সুযোগ আসেনি৷ পাকিস্তান মঙ্গলবার খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷