Viral video : বিমানবন্দরে সিআইএসএফ বাহিনীর জওয়ানদের স্যালুট শিশুর, ভাইরাল ভিডিওতে আবেগতাড়িত নেটিজেনরা

বেঙ্গালুরু : সিআইএসএফ বাহিনীর (CISF) জওয়ানদের স্যালুট করছে এক খুদে ৷ কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরু (Bengaluru) বিমানবন্দরে এই ভিডিও মন জয় করেছে নেটিজেনদের৷ একরত্তির নাম বীর অর্জুন৷ চার বছর বয়সি এই শিশু বিমানবন্দর চত্বরে বাবার সঙ্গে হেঁটে যাচ্ছিল৷ সে সময়েই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্সের জওয়ানদের কর্তব্যরত অবস্থায় দেখে সে৷ হঠাৎ চলতে চলতে থেমে যায় শিশু৷ জওয়ানদের দিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে জানায় অভিবাদন৷ উত্তরে তাকেও হাসিমুখে পাল্টা অভিবাদন জানান জওয়ান৷ সামাজিক মাধ্যমে এই ভিডিও এখন ভাইরাল৷

আরও পড়ুন : ডায়েটে রাখুন মরসুমি ফল আতা, দূরে থাকুন একাধিক জটিল সমস্যা থেকে

বীরের বাবা অর্জুন ভিডিওটি পোস্ট করেন ট্যুইটারে৷ তার পর এটি ভাইরাল হতে সময় লাগেনি৷ সংবাদমাধ্যমে অর্জুন জানিয়েছেন, গত ১৮ অক্টোবর বিমানবন্দরে ভিডিওটি তুলেছেন বীরের মা ৷

আরও পড়ুন : চায়ের পাতা থেকে পেয়ালায় পড়ে থাকা না খাওয়া চা ফেলে না দিয়ে লাগান ঘরসংসারের হরেক কাজে

রবিবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ভিডিওটি রিপোস্ট করেন৷ লেখেন, ‘‘শ্রদ্ধা এবং দেশাত্মবোধ শেখা যায় অল্প বয়সেই’’৷ শেয়ার করার পর থেকে ভিডিওর ভিউজ ছাপিয়েছে ৪.৩ লক্ষ৷ এসেছে শতাধিক মন্তব্য৷ এক শ্যেনদৃষ্টির নেটিজেন লিখেছেন, যিনি চালকের আসনে ছিলেন তিনিও খুদেকে পাল্টা অভিবাদন করেন৷ ভিডিওটিকে এক কথায় ‘বিস্ময়কর’ বলতে দ্বিধা করেনি ট্যুইটারেত্তিরা৷