Viral Video: শিশুদের স্কুলে পাঠানোর আগে ‘ব্যান্ড বাজা’-র ব্যবস্থা ! দিল্লির এই ভিডিও এখন তুমুল ভাইরাল

কলকাতা: করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে স্কুল খুলেছে রাজধানী দিল্লি-সহ আরও বেশ কয়েকটি রাজ্যেই ৷ রোজ স্কুলে যেতে হয়তো অনেকেরই ভালো লাগে না ৷ কিন্তু অনেকদিন না গেলেও ভালো লাগে না ৷ বহুদিন বাড়িতে অনলাইনে ক্লাস করার পর স্কুলে যাওয়ার আনন্দই যে আলাদা ৷ শিশুরা হাসিমুখেই বাবা-মা-র হাত ধরে চলেছে স্কুল ৷ তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি মজার দৃশ্য (Delhi family celebrates reopening of schools with band baaja) ৷

আরও পড়ুন-ঝুলন্ত চেয়ার ভেঙে হুড়মুড়িয়ে নিচে পড়লেন বর ও বউ ! তুমুল ভাইরাল বিয়ের এই ভিডিও

ভিডিওটি দেখার পর নেটিজেনরা অনেকেই কমেন্ট করেছেন, দিল্লিতে সেলিব্রেশন করার জন্য কিছু একটা পেলেই হল…! আসলে ভিডিওতে দেখা গিয়েছে বাচ্চারা স্কুলে যাবে বলে বাড়ির থেকে ‘ব্যান্ড-বাজা’-র ব্যবস্থা করা হয়েছে ৷ যা দেখে অবাক প্রত্যেকেই ৷ স্কুলের গেটের সামনেই বেশ কিছুক্ষণ ধরে ব্যান্ড বাজানোর পর শিশুদের ঢোকানো হয় স্কুলে ৷ এমন ঘটনা দেখে নেটিজেনরা তাজ্জব ৷

আরও পড়ুন– রাশিফল ১৫ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

স্কুলে যাওয়ার আগে ব্যান্ড-বাজার ব্যবস্থা ৷ ভাগ্যিস শিশুরা ঘোড়ায় চড়ে আসেনি ! নাহলে যে কী দৃশ্য হত, ভেবেই হাসি পাচ্ছে নেটিজেনদের ৷ তবে বিষয়টিতে যে বেশ নতুনত্ব আছে, তাতে কোনও সন্দেহ নেই ৷ সাধারণত সকালের দিকে চুপচাপই প্রতিদিন স্কুলে যেতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের ৷ কিন্তু এতদিন পরে স্কুল খোলার সেলিব্রেশন একটু আলাদা রকম তো হবেই ৷ তবে এমনটা যে হবে, তা কেউই ভাবতে পারেননি ৷ সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল এই ভিডিও ৷