Green Park lucky for Shreyas Iyer : কানপুরের গ্রিন পার্ক খালি হাতে ফেরায় না, কেন বলছেন শ্রেয়স আইয়ার?

#কানপুর: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে গিয়ে যখন কাঁধে চোট পান, ভাবেননি অস্ত্রোপচারের পর এত তাড়াতাড়ি ফিরতে পারবেন। কিন্তু মনের জোর এবং পরিশ্রম তাকে আবার ফিরিয়ে দিয়েছে বাইশ গজে। গ্রিনপার্কে ( Green park lucky ground for Shreyas Iyer) শতরান করার পর দ্বিতীয় দিনের শেষে সূর্য কুমার যাদবকে (Surya Kumar Yadav) একটি ইন্টারভিউ দিলেন শ্রেয়স আইয়ার( Shreyas Iyer)। সেখানে তিনি জানান গ্রিনপার্ক তার অত্যন্ত পয়া মাঠ ( lucky ground)। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji trophy) এই মাঠেই তার অভিষেক হয়।

আরও পড়ুন – IND vs NZ 1st Test, Day 2: লাথাম এবং ইয়ংয়ের ব্যাটে দ্বিতীয় দিনের শেষে পাল্টা লড়াই নিউজিল্যান্ডের

আইপিএলে এই মাঠে তার একটা ৯৩ রানের ইনিংস ছিল। এবার পেলেন টেস্ট শতরান ( Test hundred)। এই মাঠ তাকে খালি হাতে ফেরায় না। কিংবদন্তি সুনীল গাভাসকারের ( Sunil Gavaskar) হাত থেকে টেস্টের টুপি পাওয়া তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলেন শ্রেয়স। তিনি আশাবাদী তৃতীয় দিন থেকে বল ঘুরবে। পিচ ফাটছে। স্পিনাররা সুবিধা পাবে। শতরান করে খুশি শ্রেয়স। তবে ভারত টেস্ট ম্যাচ জিতলে মনে করবেন তার শতরান কাজে লেগেছে।

কানপুরে টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই শতরান করতে সফল শ্রেয়স আইয়ার ৷ গতকাল, বৃহস্পতিবার ১৩৬ বল খেলে ৭৫ রানে নট আউট থাকেন শ্রেয়স ৷ আজ যে সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন তিনি, তা বোঝা গিয়েছিল টেস্টের প্রথম দিনেই ৷ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করেননি মুম্বইয়ের ব্যাটসম্যান ৷ ১৭১ বলে ১০৫ রান করার পর সাউদির বলে আউট হন শ্রেয়স ৷ শতরান করতে শ্রেয়স মেরেছেন ১৩টি চার এবং ২টি বিশাল ছক্কা ৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অভিষেক টেস্টে সেঞ্চুরির (debut test century)  রেকর্ড এর আগে রয়েছে ১৫ জনের৷

আরও পড়ুন – Bangladesh vs Pakistan: বাংলাদেশের মাটিতে পাকিস্তান দলের National Flag উত্তোলন, বাবর আজম সহ ২১জনের বিরুদ্ধে মামলা দায়ের

তাঁরা হলেন, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বি শ, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিং, বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag), প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিং-এর। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন লালা অমরনাথ ৷

২৬ বছরের শ্রেয়স মনে করেন টেস্ট শতরান অভিষেকে পাওয়া স্বপ্নের মত। দলের কোচ এবং অধিনায়ককে ধন্যবাদ দিতে চান। পাশাপাশি টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ( IND vs NZ Test) হারানো প্রধান লক্ষ্য জানিয়ে রাখলেন। ভবিষ্যতে ভারতীয় টেস্ট দলে নিয়মিত জায়গা পাওয়া আসল পরীক্ষা মনে করেন মুম্বইয়ের ব্যাটসম্যান।