Tag Archives: Shreyas Iyer

শ্রেয়স আইয়ার: জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে

পুরো নাম: শ্রেয়স সন্তোষ আইয়ার

জন্ম: ৬ ডিসেম্বর ১৯৯৪

উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: ডান-হাতি ব্যাটার, ডান-হাতি লেগ ব্রেক বোলার

পরিবার

পিতা: সন্তোষ আইয়ার

মাতা: রোহিণী আইয়ার

শ্রেয়স আইয়ার জন্মগ্রহণ করেছেন মুম্বইয়ে। সেখানকারই ডন বস্কো হাই স্কুল, মাতুঙ্গা এবং রামনিরঞ্জন আনন্দীলাল পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে পড়াশোনা করেছেন তিনি।

কেরিয়ারের সূচনা:

শ্রেয়স আইয়ার এক জন ভারতীয় ক্রিকেটার। কিংবদন্তী শিবাজি পার্ক কোচ প্রবীণ আমরের নজরে পড়েন তিনি। তখন শ্রেয়সের বয়স মাত্র ১২ বছর। ক্রিকেটের প্রথম দিকের দিনগুলিতে কোচ প্রবীণের থেকেই প্রশিক্ষণ নিয়েছেন মুম্বইয়ে বেড়ে ওঠা এই তরুণ ক্রিকেটার। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে প্রিমিয়ার যুব টুর্নামেন্টে তাঁর পারফরমেন্স ছিল অত্যন্ত দুর্বল। সংশোধন করার জন্য ইংল্যান্ডে ট্রেন্ট ব্রিজ ক্রিকেট দলের হয়ে খেলতে যান আইয়ার। সুইঙ্গিং, বাউন্সিং ইংলিশ কন্ডিশন – আইয়ার তাঁর সব ধরন দেখিয়েছেন এই খেলায়। বিজয় হাজারে ট্রফির জন্য ২০১৪ সালে মুম্বই স্কোয়াডে লিস্ট- এ-তে অভিষেক হয় তাঁর। ২০১৪-১৫ রঞ্জি ট্রফি চলাকালীন প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন তিনি। এই ম্যাচে সপ্তম সর্বোচ্চ স্কোরার ছিলেন শ্রেয়স।

আন্তর্জাতিক মঞ্চে উত্থান:

২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে ওডিআই স্কোয়াডে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও ৯ রানে আউট হয়ে যান আইয়ার। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে, এক ওভারে ৩১ রান করেন তিনি। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন শ্রেয়াস আইয়ার। 

আইয়ার ভারতের হয়ে প্রথম টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৭ সালে। এই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে খেলেন তিনি। এই ক্ষেত্রেও অভিষেক ম্যাচে তিনি ভালো খেলতে পারেননি। এর পরের মাসেই ওয়ান ডে অভিষেকে ফের আন্তর্জাতিক মঞ্চে ব্যাটিং করার সুযোগ পান কিন্তু সেক্ষেত্রেও মাত্র ৯ রান করে আউট হয়ে যান। 

ক্লাব ক্রিকেট:

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের পর ২০১৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেন তিনি। দিল্লির হয়ে দুর্দান্ত খেলেন তিনি। ২০১৮ সালের আইপিএলে দিল্লির অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। তার পারফরমেন্স খারাপ হওয়ার কারণে মরসুমের মাঝেই অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। ২০১৮ সালে দিল্লির নেতৃত্বের ভার নিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হন শ্রেয়স। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই মাত্র ৪০ বলে ৯৩ রান করেন তিনি।  

২০১৯ সালে আইপিএলে শ্রেয়স অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে খুব ভালো পারফরমেন্স দেখান। নিজে দায়িত্ব নিয়ে দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচে জয়ীও হন। ওই মরসুমে মোট ৪৬৩ রান করেছিলেন তিনি। 

২০২২ সালের মেগা অকশনে দিল্লি তাঁকে ছেড়ে দেয়। এর পর কলকাতা নাইট রাইডার্স অনেক দাম দিয়েই শ্রেয়সকে দলে নিয়ে অধিনায়কত্বের ভার দেয়। এই মরসুমে অধিনায়ক হিসেবে তাঁর শুরুটা ভালো হলেও শেষ অবধি দল প্লে-অফ পর্যন্ত যেতে পারেনি।

রেকর্ড:

২০১৫-১৬ রঞ্জি-তে সর্বোচ্চ রান কেছিলেন শ্রেয়স আইয়ার।

ভারতের হয়ে ওডিআই-এ এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে তাঁর।

দিল্লি ক্যাপিটালসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন তিনি।

পুরস্কার:

২০১৫ আইপিএল-এ উদীয়মান খেলোয়াড় পুরস্কারে ভূষিত হয়েছে শ্রেয়স আইয়ার। 

Shreyas Talpade: ‘শরীরে কী ঢুকিয়ে দিয়েছে জানি না…!’, হার্ট অ্যাটাকের সঙ্গে করোনা ভ্যাকসিনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন শ্রেয়স তলপড়ে

কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিনেতা শ্রেয়স তলপড়ে। গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রেয়স। যমে-মানুষে টানাটানি চলে। একটি সাক্ষাৎকারে তিনি বলেওছিলেন, ‘ক্লিনিকালি ডেড ছিলাম’। যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিনেতা শ্রেয়স তলপড়ে। গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রেয়স। যমে-মানুষে টানাটানি চলে। একটি সাক্ষাৎকারে তিনি বলেওছিলেন, ‘ক্লিনিকালি ডেড ছিলাম’। যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
সম্প্রতি কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে। শ্রেয়সের অনুমান, তাঁর হার্ট অ্যাটাকের সঙ্গেও করোনা ভ্যাকসিনের সম্পর্ক থাকতে পারে।
সম্প্রতি কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে। শ্রেয়সের অনুমান, তাঁর হার্ট অ্যাটাকের সঙ্গেও করোনা ভ্যাকসিনের সম্পর্ক থাকতে পারে।
লেহরে রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স তলপাড়ে বলেন, তাঁর হার্ট অ্যাটাকের সঙ্গে করোনা ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই, এ কথা বুক ঠুকে বলতে পারবেন না তিনি। অভিনেতার কথায়, “আমি মাসে একবার কী বড়জোর দু’বার মদ্যপান করি। গুটখা বা সিগারেট খাই না। অন্য কোনও নেশাও নেই। হ্যাঁ কোলেস্টেরল একটু বেশি ছিল। তবে আমাকে বলা হয়েছিল, আজকের দিনে এটা খুবই স্বাভাবিক”।
লেহরে রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স তলপাড়ে বলেন, তাঁর হার্ট অ্যাটাকের সঙ্গে করোনা ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই, এ কথা বুক ঠুকে বলতে পারবেন না তিনি। অভিনেতার কথায়, “আমি মাসে একবার কী বড়জোর দু’বার মদ্যপান করি। গুটখা বা সিগারেট খাই না। অন্য কোনও নেশাও নেই। হ্যাঁ কোলেস্টেরল একটু বেশি ছিল। তবে আমাকে বলা হয়েছিল, আজকের দিনে এটা খুবই স্বাভাবিক”।
এরপর ‘গোলমাল’ খ্যাত শ্রেয়স প্রশ্ন তোলেন, “আমার বিপি বা সুগার নেই। তাহলে হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার কারণ কী’? অভিনেতার কথায়, “শরীরের এত যত্ন নেওয়ার পরেও যখন হার্ট অ্যাটাক হল, তখন বুঝতে হবে, এর পিছনে অন্য কোনও কারণ আছে। তাই এই তত্ত্বকে আমি উড়িয়ে দিতে পারছি না”।
এরপর ‘গোলমাল’ খ্যাত শ্রেয়স প্রশ্ন তোলেন, “আমার বিপি বা সুগার নেই। তাহলে হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার কারণ কী’? অভিনেতার কথায়, “শরীরের এত যত্ন নেওয়ার পরেও যখন হার্ট অ্যাটাক হল, তখন বুঝতে হবে, এর পিছনে অন্য কোনও কারণ আছে। তাই এই তত্ত্বকে আমি উড়িয়ে দিতে পারছি না”।
করোনা ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা করতে হবে: অভিনেতা বলেন, যেহেতু করোনা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে, তাই তাঁর সন্দেহ হচ্ছে যে ভ্যাকসিনের কারণেই হার্ট অ্যাটাক হয়েছে। এই কারণে ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।
করোনা ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা করতে হবে: অভিনেতা বলেন, যেহেতু করোনা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে, তাই তাঁর সন্দেহ হচ্ছে যে ভ্যাকসিনের কারণেই হার্ট অ্যাটাক হয়েছে। এই কারণে ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।
অকাট্য প্রমাণ খুঁজে বের করতে চান শ্রেয়স: করোনা ভ্যাকসিন নিয়ে সন্দেহ রয়েছে অভিনেতা শ্রেয়স তলপড়ের। সে কথা গোপনও করেননি তিনি। অভিনেতার স্পষ্ট কথা, “ভ্যাকসিনের নামে আমাদের শরীরে কী ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেউ জানে না। ভ্যাকসিন কোম্পানির উপর আমাদের সবার বিশ্বাস রয়েছে। কিন্তু ভ্যাকসিন শরীরে কীভাবে প্রতিক্রিয়া করছে সে সম্পর্কে আমার কাছে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাই এখনই কিছু বলা উচিত হবে না। তবে করোনার ভ্যাকসিন আমার শরীরে কী প্রভাব ফেলেছিল, সেই সম্পর্কে আমি বিশদে জানতে চাই”।
অকাট্য প্রমাণ খুঁজে বের করতে চান শ্রেয়স: করোনা ভ্যাকসিন নিয়ে সন্দেহ রয়েছে অভিনেতা শ্রেয়স তলপড়ের। সে কথা গোপনও করেননি তিনি। অভিনেতার স্পষ্ট কথা, “ভ্যাকসিনের নামে আমাদের শরীরে কী ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেউ জানে না। ভ্যাকসিন কোম্পানির উপর আমাদের সবার বিশ্বাস রয়েছে। কিন্তু ভ্যাকসিন শরীরে কীভাবে প্রতিক্রিয়া করছে সে সম্পর্কে আমার কাছে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাই এখনই কিছু বলা উচিত হবে না। তবে করোনার ভ্যাকসিন আমার শরীরে কী প্রভাব ফেলেছিল, সেই সম্পর্কে আমি বিশদে জানতে চাই”।

KKR News: স্টার্কের উপর রেগে লাল শ্রেয়স! হয়ে গেল চূড়ান্ত সিদ্ধান্ত? জেনে নিন বিস্তারিত

আরসিবির বিরুদ্ধে শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কেকেআর। ১ রান ম্যাচ জিতে রাজস্থান ম্যাচ হারে জ্বালা কিছুটা হলেও ভুলেছে নাইটরা। কিন্তু কেকেআরের জয়ের মাঝেও কাঁটা হল মিচেল স্টার্কের হতাশাজনক পারফরম্যান্স।
আরসিবির বিরুদ্ধে শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কেকেআর। ১ রান ম্যাচ জিতে রাজস্থান ম্যাচ হারে জ্বালা কিছুটা হলেও ভুলেছে নাইটরা। কিন্তু কেকেআরের জয়ের মাঝেও কাঁটা হল মিচেল স্টার্কের হতাশাজনক পারফরম্যান্স।
আরসিবির বিরুদ্ধে ৩ ওভারে ৫৫ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন স্টার্ক। ওভার পিছু ১৮-র বেশি গড়ে রান দিয়েছেন ২৫ কোটির পেসার। শেষ ওভারে জেতা ম্যাচ যেভাবে হারাতে বসেছিলেন স্টার্ক তাতে অজি পেসারের উপর চটেছেন কেকেআর অধিনায়ক।
আরসিবির বিরুদ্ধে ৩ ওভারে ৫৫ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন স্টার্ক। ওভার পিছু ১৮-র বেশি গড়ে রান দিয়েছেন ২৫ কোটির পেসার। শেষ ওভারে জেতা ম্যাচ যেভাবে হারাতে বসেছিলেন স্টার্ক তাতে অজি পেসারের উপর চটেছেন কেকেআর অধিনায়ক।
শেষ ওভারে আরসিবির জয়ের জন্য দরকার ছিল ২১ রান। বেঙ্গালুরির ৯ নম্বর ব্যাটার করণ শর্মা স্টার্ককে ৩টি ছয় মেরে ম্যাচ ঘুড়িয়ে দিয়েছিলেন। যদিও পঞ্চম বলে করণ শর্মাকে কট অ্যান্ড বোল্ড করেন স্টার্ক। শেষ বলে ১ রানে ম্যাচ জেতে কেকেআর।
শেষ ওভারে আরসিবির জয়ের জন্য দরকার ছিল ২১ রান। বেঙ্গালুরির ৯ নম্বর ব্যাটার করণ শর্মা স্টার্ককে ৩টি ছয় মেরে ম্যাচ ঘুড়িয়ে দিয়েছিলেন। যদিও পঞ্চম বলে করণ শর্মাকে কট অ্যান্ড বোল্ড করেন স্টার্ক। শেষ বলে ১ রানে ম্যাচ জেতে কেকেআর।
কিন্তু স্টার্কের নাম করে না বললেও শ্রেয়স আইয়ার যে তারকা পেসারের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ সে কথা বলাই যায়। কারণ ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার বলেন,'৬ বলে ১৮ রান বাকি থাকলে চাপ বোলারের উপর থাকে। একটি ছয় গেলে সেই চাপ আরও বেড়ে যায়। তখন ঠান্ডা মাথায় আগের কথা না ভেবে পরের বল নিয়ে পরিকল্পনা করতে হয়। যাতে ব্যাটসম্যান আমি যেদিকে চাইছি সেই দিকেই মারে।'
কিন্তু স্টার্কের নাম করে না বললেও শ্রেয়স আইয়ার যে তারকা পেসারের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ সে কথা বলাই যায়। কারণ ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার বলেন,’৬ বলে ১৮ রান বাকি থাকলে চাপ বোলারের উপর থাকে। একটি ছয় গেলে সেই চাপ আরও বেড়ে যায়। তখন ঠান্ডা মাথায় আগের কথা না ভেবে পরের বল নিয়ে পরিকল্পনা করতে হয়। যাতে ব্যাটসম্যান আমি যেদিকে চাইছি সেই দিকেই মারে।’
এরপরই রাসেলের প্রশংসা করে করেন শ্রেয়স আইয়ার। তিনি বলেন,'আন্দ্রে রাসেল পরিকল্পনা করে বোলিং করে যেভাবে ম্যাচটা ঘুড়িয়ে দিয়েছিল, সেইভাবেই বোলিং করা উচিত।' এই প্রশংসা আদতে ঘুড়িয়ে স্টার্কের সমালোচনা হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এরপরই রাসেলের প্রশংসা করে করেন শ্রেয়স আইয়ার। তিনি বলেন,’আন্দ্রে রাসেল পরিকল্পনা করে বোলিং করে যেভাবে ম্যাচটা ঘুড়িয়ে দিয়েছিল, সেইভাবেই বোলিং করা উচিত।’ এই প্রশংসা আদতে ঘুড়িয়ে স্টার্কের সমালোচনা হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
তবে স্টার্কের মত অভিজ্ঞ ও বিশ্বসেরা বোলার যে ঘুড়ে দাঁড়াতে জানে সেই কথাও জানিয়েছেন শ্রেয়স আইয়ার। একইসঙ্গে খারাপ সময়ে মিচেল স্টার্কের পাশেও দাঁড়িয়েছেন কেকেআর অধিনায়ক।
তবে স্টার্কের মত অভিজ্ঞ ও বিশ্বসেরা বোলার যে ঘুড়ে দাঁড়াতে জানে সেই কথাও জানিয়েছেন শ্রেয়স আইয়ার। একইসঙ্গে খারাপ সময়ে মিচেল স্টার্কের পাশেও দাঁড়িয়েছেন কেকেআর অধিনায়ক।

KKR News: কেকেআরের সাফল্যের মাঝেও কাঁটা? যা নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা! জানুন বিস্তারিত

জয়ের হ্যাটট্রিক দিয়ে মরশুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। মাঝে সিএসকের বিরুদ্ধে খানিক ছন্দপতন। তারপর ঘরের মাঠে ফের দাপট দেখিয়ে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে কেকেআর।
জয়ের হ্যাটট্রিক দিয়ে মরশুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। মাঝে সিএসকের বিরুদ্ধে খানিক ছন্দপতন। তারপর ঘরের মাঠে ফের দাপট দেখিয়ে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে কেকেআর।
বর্তমানে ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নাইটরা। দলের পারফরম্যান্সে খুশি সকলেই। আত্মবিশ্বাসী গোটা দল। মঙ্গলবার কঠিন ম্যাচেচ কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
বর্তমানে ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নাইটরা। দলের পারফরম্যান্সে খুশি সকলেই। আত্মবিশ্বাসী গোটা দল। মঙ্গলবার কঠিন ম্যাচেচ কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
এত সব পজেটিভ বিষয়ের মধ্যে কেকেআরের কাঁটা হিসেবে উঠে আসছে একটি বিষয়। আর সেই চিন্তার কারণ হল নাইট অধনায়ক শ্রেয়স আইয়ারের অতিরিক্ত স্লো ব্যাটিং। প্রায় প্রতি ম্যাচেই বল পিছু রান করছেন শ্রেয়স।
এত সব পজেটিভ বিষয়ের মধ্যে কেকেআরের কাঁটা হিসেবে উঠে আসছে একটি বিষয়। আর সেই চিন্তার কারণ হল নাইট অধনায়ক শ্রেয়স আইয়ারের অতিরিক্ত স্লো ব্যাটিং। প্রায় প্রতি ম্যাচেই বল পিছু রান করছেন শ্রেয়স।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬১ রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় কেকেআর। সেখানে একদিক ধরে রাখলেও ৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন কেকেআর অধিনায়ক।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬১ রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় কেকেআর। সেখানে একদিক ধরে রাখলেও ৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন কেকেআর অধিনায়ক।
মরশুমের শুরু থেকে এখনও শ্রেয়সকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। সিএসকের বিরুদ্ধে ৩৪ বলে ৩২, দিল্লির বিরুদ্ধে ১১ বলে ১৮, সানরাইজারেসের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি শ্রেয়স আইয়ার।
মরশুমের শুরু থেকে এখনও শ্রেয়সকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। সিএসকের বিরুদ্ধে ৩৪ বলে ৩২, দিল্লির বিরুদ্ধে ১১ বলে ১৮, সানরাইজারেসের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি শ্রেয়স আইয়ার।
শ্রেয়স আইয়ারের বল পিছু রানের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ শ্রেয়স স্লো খেলায় ব্যাটিংয়ের  ঠিকঠাক সুযোগই পাচ্ছেন না আন্দ্রে রাসে, রিঙ্কু সিং। তবে একদিক থেকে ধরে থাকা দলেরই রণনীতি কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।
শ্রেয়স আইয়ারের বল পিছু রানের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ শ্রেয়স স্লো খেলায় ব্যাটিংয়ের ঠিকঠাক সুযোগই পাচ্ছেন না আন্দ্রে রাসে, রিঙ্কু সিং। তবে একদিক থেকে ধরে থাকা দলেরই রণনীতি কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।
দল ভাল পারফর্ম করছে, একটি ম্যাচ বাদে সব ম্যাচই জিতেছে। তাই এখনও সেভাবে শ্রেয়সেই স্লো ব্যাটিং নিয়ে কাটাচেরা হচ্ছে না। আপাতত রাজস্থান রয়্যালসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করাই লক্ষ্য কেকেআরের।
দল ভাল পারফর্ম করছে, একটি ম্যাচ বাদে সব ম্যাচই জিতেছে। তাই এখনও সেভাবে শ্রেয়সেই স্লো ব্যাটিং নিয়ে কাটাচেরা হচ্ছে না। আপাতত রাজস্থান রয়্যালসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করাই লক্ষ্য কেকেআরের।

KKR News: দিল্লি ম্যাচের আগে শ্রেয়স আইয়ারকে নিয়ে চিন্তা! কীভাবে ‘ফিরবেন’ কেকেআর অধিনায়ক? জানুন বিস্তারিত

ভারতীয় দলে সুযোগ না পাওয়া, বিসিসিআইয়ের চুক্তিতে জায়গা না পাওয়া, চোট সমস্যা নানা বিতর্ককে সাঙ্গ করে নিয়েই আইপিএল ২০২৪ কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার।
ভারতীয় দলে সুযোগ না পাওয়া, বিসিসিআইয়ের চুক্তিতে জায়গা না পাওয়া, চোট সমস্যা নানা বিতর্ককে সাঙ্গ করে নিয়েই আইপিএল ২০২৪ কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার।
মরশুমের শুরু থেকেই ছন্দে রয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ারের কেকেআর। পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে নাইটদের। ৩ এপ্রিল কেকেআরের পরবর্তী প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
মরশুমের শুরু থেকেই ছন্দে রয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ারের কেকেআর। পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে নাইটদের। ৩ এপ্রিল কেকেআরের পরবর্তী প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
দল ফর্মে থাকলেও অধিনায়কের ফর্ম নিয়ে কিন্তু এখনও পুরোপুরি দুশ্চিন্তার কালো মেঘ কাটেনি টিম ম্যানেজমেন্টের। প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে এখনও নিজের সেরাটা দিতে পারেননি শ্রেয়স আইয়ার।
দল ফর্মে থাকলেও অধিনায়কের ফর্ম নিয়ে কিন্তু এখনও পুরোপুরি দুশ্চিন্তার কালো মেঘ কাটেনি টিম ম্যানেজমেন্টের। প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে এখনও নিজের সেরাটা দিতে পারেননি শ্রেয়স আইয়ার।
প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খাতাই খুলতে পারেনি। দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৩৯ রানের ইনিংস খেললেও শুরুতেই ক্যাচ দিয়েছিলে শ্রেয়স আইয়ার।
প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খাতাই খুলতে পারেনি। দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৩৯ রানের ইনিংস খেললেও শুরুতেই ক্যাচ দিয়েছিলে শ্রেয়স আইয়ার।
শুধু ব্যাটিং নয়, অধিনায়কত্বের ক্ষেত্রেও শ্রেয়স আইয়ারকে এখনও পাস মার্কস দিতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে আরসিবির বিরুদ্ধ ৩৯ রানের ইনিংস শ্রেয়সের আত্মবিশ্বাস কিছুটা বাড়াবে তা বলাই যায়।
শুধু ব্যাটিং নয়, অধিনায়কত্বের ক্ষেত্রেও শ্রেয়স আইয়ারকে এখনও পাস মার্কস দিতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে আরসিবির বিরুদ্ধ ৩৯ রানের ইনিংস শ্রেয়সের আত্মবিশ্বাস কিছুটা বাড়াবে তা বলাই যায়।
তবে অধিনায়কের উপর ভরসা রাখছেন টিম ম্যানেজমেন্ট। দিল্লি ম্যাচে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন কেকেআর অধিনায়ক। অনুশীলনেও নিজেকে বাড়তি সময় দিচ্ছেন শ্রেয়স আইয়ার।
তবে অধিনায়কের উপর ভরসা রাখছেন টিম ম্যানেজমেন্ট। দিল্লি ম্যাচে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন কেকেআর অধিনায়ক। অনুশীলনেও নিজেকে বাড়তি সময় দিচ্ছেন শ্রেয়স আইয়ার।

KKR Mistakes: দুরন্ত ম্যাচে রুদ্ধশ্বাস জয়, কিন্তু শাহরুখের দল যে ভুলগুলি আর করতে চাইবেন না

KKR News: কেকেআরের মেগা জয় দিয়ে অভিযান শুরু। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৪ রানে রুদ্ধশ্বাস জয় খুশির জোয়ার টিম নাইটদের। কেকেআর এদিনের ম্যাচে শেষ বলে জয় পেয়েছে কিন্তু এতটা শক্ত করে ম্যাচ জেতার কী প্রয়োজন ছিল? কী বলছে ক্রিকেট মহল। Photo- AP
KKR News: কেকেআরের মেগা জয় দিয়ে অভিযান শুরু। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৪ রানে রুদ্ধশ্বাস জয় খুশির জোয়ার টিম নাইটদের। কেকেআর এদিনের ম্যাচে শেষ বলে জয় পেয়েছে কিন্তু এতটা শক্ত করে ম্যাচ জেতার কী প্রয়োজন ছিল? কী বলছে ক্রিকেট মহল। Photo- AP
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে কেকেআরের প্রথম ভুল টপ অর্ডারের একের পর এক আউট হয়ে যায়। ২০ ওভারের ম্যাচে সরাসরি চালিয়েই খেলতে হয় এটাই দস্তুর৷ কিন্তু যেভাবে এদিন কেকেআরের ক্রিকেটাররা আউট হচ্ছিলেন তা কিন্তু খুব একটা ভাল লক্ষ্মণ নয়৷
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে কেকেআরের প্রথম ভুল টপ অর্ডারের একের পর এক আউট হয়ে যায়। ২০ ওভারের ম্যাচে সরাসরি চালিয়েই খেলতে হয় এটাই দস্তুর৷ কিন্তু যেভাবে এদিন কেকেআরের ক্রিকেটাররা আউট হচ্ছিলেন তা কিন্তু খুব একটা ভাল লক্ষ্মণ নয়৷
অধিনায়ক হিসেবে শ্রেয়সকে আরও বেশি দায়িত্ববান হতে হবে ক্রিকেটার হিসেবে৷ একে চোট -আঘাতের সমস্যা, তারওপর গত মরশুমে কেকেআরের জার্সিতে খেলতেই পাননি শ্রেয়স আইয়ার৷ এই মুহূ্র্তে নিজের রোয়াবের কারণে বিসিসিআইয়ের কন্ট্র্যাক্ট থেকে জায়গা হারিয়েছেন৷ এই আইপিএল ফের একবার জাতীয় দলে ঢোকার জন্য তাঁর বড় চাবিকাঠি হতে পারে৷ তাই ব্যাটার -স্কিপার হিসেবেে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে৷
অধিনায়ক হিসেবে শ্রেয়সকে আরও বেশি দায়িত্ববান হতে হবে ক্রিকেটার হিসেবে৷ একে চোট -আঘাতের সমস্যা, তারওপর গত মরশুমে কেকেআরের জার্সিতে খেলতেই পাননি শ্রেয়স আইয়ার৷ এই মুহূ্র্তে নিজের রোয়াবের কারণে বিসিসিআইয়ের কন্ট্র্যাক্ট থেকে জায়গা হারিয়েছেন৷ এই আইপিএল ফের একবার জাতীয় দলে ঢোকার জন্য তাঁর বড় চাবিকাঠি হতে পারে৷ তাই ব্যাটার -স্কিপার হিসেবেে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে৷
এরপরের ভুল মিচেল স্টার্কের বোলিং৷ কেকেআরের দামীতম ক্রিকেটার এদিন ৪ ওভারে ১৩.২৫ গড়ে ৫৩ রান দেন৷ তিনি শুধু কেকেআর দ্বিতীয় এক্সপেনসিভ বোলার৷ অজি এই ক্রিকেটারকে এদিন একটিও উইকেটও নিতে পারেননি৷ এবারের আইপিএলে কেকেআরে বোলিং ইউনিটের অন্যতম বড় বাজি তিনি আর সেটাই বুঝতে হবে এই অজি ক্রিকেটারকে৷ Photo- AP
এরপরের ভুল মিচেল স্টার্কের বোলিং৷ কেকেআরের দামীতম ক্রিকেটার এদিন ৪ ওভারে ১৩.২৫ গড়ে ৫৩ রান দেন৷ তিনি শুধু কেকেআর দ্বিতীয় এক্সপেনসিভ বোলার৷ অজি এই ক্রিকেটারকে এদিন একটিও উইকেটও নিতে পারেননি৷ এবারের আইপিএলে কেকেআরে বোলিং ইউনিটের অন্যতম বড় বাজি তিনি আর সেটাই বুঝতে হবে এই অজি ক্রিকেটারকে৷ Photo- AP
কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ নাইট বরুণ চক্রবর্তী৷ তিনি ৪ ওভারে ৫৫ রান দেন৷ ১৭.১ ওভারে ১৫০ রানে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে তিনিই এমন রান দেন আর ক্লাসেন তাঁর ওভারে এমন ব্যাট খুলে চালান যে হারা ম্যাচ প্রায় জিতে পকেটে পুরে নিচ্ছিল এসআরএইচ৷ নাইটদের এত এই বোলারের থেকে এই ধরণের ভুল কাঙ্খিত নয়৷
কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ নাইট বরুণ চক্রবর্তী৷ তিনি ৪ ওভারে ৫৫ রান দেন৷ ১৭.১ ওভারে ১৫০ রানে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে তিনিই এমন রান দেন আর ক্লাসেন তাঁর ওভারে এমন ব্যাট খুলে চালান যে হারা ম্যাচ প্রায় জিতে পকেটে পুরে নিচ্ছিল এসআরএইচ৷ নাইটদের এত এই বোলারের থেকে এই ধরণের ভুল কাঙ্খিত নয়৷
১৭ তম ওভারে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেওয়াটাও ভুল সিদ্ধান্ত হিসেবেই দেখছে ক্রিকেট বোদ্ধারা৷ এই ওভারে এইভাবে শ্রেয়স আইয়ার যদি তাঁকে না বাছতেন তাহলে হয়ত এভাবে জয়ের জন্য মরণপণ লড়াই করতে হত না তাঁকে৷ Photo- AP
১৭ তম ওভারে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেওয়াটাও ভুল সিদ্ধান্ত হিসেবেই দেখছে ক্রিকেট বোদ্ধারা৷ এই ওভারে এইভাবে শ্রেয়স আইয়ার যদি তাঁকে না বাছতেন তাহলে হয়ত এভাবে জয়ের জন্য মরণপণ লড়াই করতে হত না তাঁকে৷ Photo- AP
সব মিলিয়ে এই ফাঁকফোকড়গুলিতে কাজ করতে হবে কেকেআরকে৷ তাহলে গম্ভীরের মেন্টরশিপে ফের একবার বড় কিছু করে দেখাতে গেলে ফের একবার ফিল্ডিংকেও আরও দক্ষ হতে হবে৷ কারণ তা না হলে অর্থাৎ ক্যাচের চান্সে ক্যাচ না ধরলে ম্যাচ কিন্তু হারতে হয় এটাই ক্রিকেটের বেসিক৷ Photo- AP 
সব মিলিয়ে এই ফাঁকফোকড়গুলিতে কাজ করতে হবে কেকেআরকে৷ তাহলে গম্ভীরের মেন্টরশিপে ফের একবার বড় কিছু করে দেখাতে গেলে ফের একবার ফিল্ডিংকেও আরও দক্ষ হতে হবে৷ কারণ তা না হলে অর্থাৎ ক্যাচের চান্সে ক্যাচ না ধরলে ম্যাচ কিন্তু হারতে হয় এটাই ক্রিকেটের বেসিক৷ Photo- AP

KKR vs SRH: ইডেনে নামল শ্রেয়স আইয়ারের কেকেআর, সানরাইজার্সের বিরুদ্ধে টসের লাইভ ভিডিও

KKR vs SRH: দীর্ঘদিনের চোট পর্ব শ্রেয়স আইয়ারের ফেরার ম্যাচ হিসেবে দেখা হচ্ছে৷ কেকেআর ফ্যানরা নতুন মেন্টর ও পুরনো অধিনায়কের সমীকরণ দিয়ে নতুন মরশুম শুরু করতে চলেছে হোম গ্রাউন্ড থেকে৷ কারণ আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী দুটি প্লেয়ার থাকা দল নিজেদের দামীতম অস্ত্র মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স ইডেনে অস্ত্রে শান দিচ্ছেন৷  ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে৷

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স ফলে ইডেনে প্রথমে ব্যাট করবে কেকেআর।

আইয়ার, পিঠের চোটের কারণে গত বছর পুরো মরশুমে খেলতে পারেননি৷ নীতিশ কুমার গত মরশুমে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, এবার ফের শ্রেয়স আইয়ার কেকেআর-র নেতৃত্বে ফিরে এসেছেন৷  এবার কেকেআর দলের নিউক্লিয়াস অক্ষত রেখে কিছু কৌশলগত সংযোজন করেছে থিঙ্ক ট্যাঙ্ক৷

শ্রেয়স সম্প্রতি  রঞ্জি ট্রফি ফাইনালের জয়ে ৯৫ রানের ইনিংস খেলে  জ্বলে উঠেছেন৷ তবে তাঁর ফিটনেস উদ্বেগের কারণে তিনি পুরো টুর্নামেন্টের সমস্ত ম্যাচের জন্য খেলতে পারবেন কিনা তা নিয়ে উষ্মা রয়েছে৷

KKR-এর সবচেয়ে সফল নেতা গৌতম গম্ভীর তার দ্বিতীয় ইনিংসে মেন্টর হিসেবে ফিরেছেন। প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তাঁর জুটি ক্যারিশমা করবে কিনা তা বড় প্রশ্ন৷  ঘরোয়া ক্রিকেটে তিনি একজন বুদ্ধিদীপ্ত  কৌশলী, এই দিয়ে ইডেনে প্রথম ম্যাচে জয়ের স্বপ্নে বুঁদ কেকেআর৷

কামিন্সের সঙ্গে SRH অধিনায়কত্বে আরেকটি পরিবর্তন এসেছে। ২০১৬-র আইপিএল  চ্যাম্পিয়নরা গত মরশুমটি  চরম খারাপ করেছিল৷ সেখানে তাঁরা দশম স্থান অর্জন করেছিল৷ এবার তাদের মনের আশা প্যাট কামিন্সের অধিনায়কের উপর৷ তিনি অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ জিতিয়েছিলেন৷

দেখে নিন প্লেয়িং ইলেভেন

ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), পিল সল্ট  (Phil Salt), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer),  নীতিশ রানা  (Nitish Rana),  রিঙ্কু সিং  (Rinku Singh) ,   আন্দ্রে রাসেল (Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh),  সুনীল নারিন (Sunil Narine),   মিচেল স্টার্ক  (Mitchell Starc), হর্ষিত রানা (Harshit Rana),  বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)

ইডেনের মাঠেও সানরাইজার্স বনাম নাইট লড়াইতে হায়দরাবাদও নিজেদের ব্লু প্রিন্ট অনুসারে দল সাজিয়েছে। দেখে নিন তাদের দল।

KKR News: কেটে গেল সব চিন্তা? বড় সুখবর পেল কেকেআর! জেনে নিন বিস্তারিত

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আইপিএল ২০২৪ অভিযান শুরু করবে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে বড় সুখবরের ইঙ্গিত পেল কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা।
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আইপিএল ২০২৪ অভিযান শুরু করবে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে বড় সুখবরের ইঙ্গিত পেল কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা।
বৃহস্পতি ও শুক্রবার আভাস পাওয়া গিয়েছিল এখনও পুরোপুরি ফিট নয় কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। নীতশ রানা জানিয়েছিলেন প্রয়োজনে কয়েকটি ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন।
বৃহস্পতি ও শুক্রবার আভাস পাওয়া গিয়েছিল এখনও পুরোপুরি ফিট নয় কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। নীতশ রানা জানিয়েছিলেন প্রয়োজনে কয়েকটি ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন।
এমন সব খবর সামনে আসার পরই জল্পনা তৈরি হয়েছিল তাহলে কী মরশুমের শুরু থেকে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে? যা চিন্তা বাড়িয়েছে কেকেআর ফ্যানেদের। যদিও এবার হয়তো কেটে গেল সব আশঙ্কা।
এমন সব খবর সামনে আসার পরই জল্পনা তৈরি হয়েছিল তাহলে কী মরশুমের শুরু থেকে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে? যা চিন্তা বাড়িয়েছে কেকেআর ফ্যানেদের। যদিও এবার হয়তো কেটে গেল সব আশঙ্কা।
ম্যাচের আগে শ্রেয়স আইয়ার জানান,"ডাক্তার কী বলল,চোটের কী পরিস্থিতি এইসকল বিষয় নিয়ে আমি ভাবতে রাজি চাই না। পনি যখন অতিরিক্ত চিন্তা করেন, তখন চোটের দিকে আপনার মনোযোগ বেড়ে যায়। খেলা তেকে ফোকাস সরে যায়। আমি খেলায় মনোযোগ দিতে চাই।"
ম্যাচের আগে শ্রেয়স আইয়ার জানান,”ডাক্তার কী বলল,চোটের কী পরিস্থিতি এইসকল বিষয় নিয়ে আমি ভাবতে রাজি চাই না। পনি যখন অতিরিক্ত চিন্তা করেন, তখন চোটের দিকে আপনার মনোযোগ বেড়ে যায়। খেলা তেকে ফোকাস সরে যায়। আমি খেলায় মনোযোগ দিতে চাই।”
এছাড়াও শ্রেয়স বলেন,"আমি আত্মবিশ্বাসী। এই মুহুর্তে আমি যদি নিজের দিকে তাকাই, আমি অনুভব করছি যে, সম্ভাব্য সেরা ফর্মে রয়েছি। আমি নিয়মিত অনুশীলন করছি। উন্নতি করছি। প্রতিযোগিতা শুরুর আগে নানা বিতর্ক রয়েছে। নিজেকে ব্যাটার এবং অধিনায়ক হিসেবে প্রমাণ করাটাই আমার লক্ষ্য।"
এছাড়াও শ্রেয়স বলেন,”আমি আত্মবিশ্বাসী। এই মুহুর্তে আমি যদি নিজের দিকে তাকাই, আমি অনুভব করছি যে, সম্ভাব্য সেরা ফর্মে রয়েছি। আমি নিয়মিত অনুশীলন করছি। উন্নতি করছি। প্রতিযোগিতা শুরুর আগে নানা বিতর্ক রয়েছে। নিজেকে ব্যাটার এবং অধিনায়ক হিসেবে প্রমাণ করাটাই আমার লক্ষ্য।”
নিজের পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন শ্রেয়স। জানিয়েছেন,"আমার একটাই লক্ষ্য আইপিএল জেতা ও দলের হয়ে নিজের সেরাটা দেওয়া।" একইসঙ্গে মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেছেন শ্রেয়স মেন্টর।
নিজের পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন শ্রেয়স। জানিয়েছেন,”আমার একটাই লক্ষ্য আইপিএল জেতা ও দলের হয়ে নিজের সেরাটা দেওয়া।” একইসঙ্গে মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেছেন শ্রেয়স মেন্টর।

KKR News: প্রথম ম্যাচের আগেই খারাপ খবর! মহাতারকাকে পাবে না কেকেআর? অশনি সংকেত রানার কথায়

শনিবার আইপিএল  ২০২৪-এর প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।  ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ সানরাইডজার্স হায়দরাবাদ। কিন্তু প্রথম ম্যাচে নামার আগে নীতিশ রানার মন্তব্য বাড়াল চিন্তা।
শনিবার আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ সানরাইডজার্স হায়দরাবাদ। কিন্তু প্রথম ম্যাচে নামার আগে নীতিশ রানার মন্তব্য বাড়াল চিন্তা।
চিন্তার কারণ হল শ্রেয়স আইয়ার। গত মরশুমে চোটের কারণে গোটা আইপিএল খেলেননি শ্রেয়স আইয়ার। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বিশ্বকাপে ভারতীয় দলে ফেরেন শ্রেয়স। বিশ্বকাপে ভাল পারফর্মও করেন তিনি।
চিন্তার কারণ হল শ্রেয়স আইয়ার। গত মরশুমে চোটের কারণে গোটা আইপিএল খেলেননি শ্রেয়স আইয়ার। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বিশ্বকাপে ভারতীয় দলে ফেরেন শ্রেয়স। বিশ্বকাপে ভাল পারফর্মও করেন তিনি।
তবে গত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়েই পিঠের পুরনো পিঠের ব্যথায় ফের কাবু হন শ্রেয়স। পিঠে ব্যাথা অনুভব করার জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ৩টি টেস্টে মাঠে নামেননি আইয়ার। তবে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির  ফাইনাল খেলতে গিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় ফের পিঠে ব্যথা অনুভব করেন তিনি।
তবে গত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়েই পিঠের পুরনো পিঠের ব্যথায় ফের কাবু হন শ্রেয়স। পিঠে ব্যাথা অনুভব করার জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ৩টি টেস্টে মাঠে নামেননি আইয়ার। তবে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় ফের পিঠে ব্যথা অনুভব করেন তিনি।
শ্রেয়সের আইপিএল খেলা নিয়ে সংশয় দেখা দেয় সেই থেকেই। যদিও যথা সময়ে তিনি নাইট শিবিরে যোগ দেন। মনে করা হয়ছিল পুরোপুরি ফিট তিনি। কিন্তু কেকেআরের প্রথম ম্যাচের আগে নীতিশ রানার মন্তব্যে শুনে মনে হচ্ছে এখনও পুরোপুরি ফিট নন শ্রেয়স।
শ্রেয়সের আইপিএল খেলা নিয়ে সংশয় দেখা দেয় সেই থেকেই। যদিও যথা সময়ে তিনি নাইট শিবিরে যোগ দেন। মনে করা হয়ছিল পুরোপুরি ফিট তিনি। কিন্তু কেকেআরের প্রথম ম্যাচের আগে নীতিশ রানার মন্তব্যে শুনে মনে হচ্ছে এখনও পুরোপুরি ফিট নন শ্রেয়স।
এসআরএইচ ম্যাচের আগে নীতিশ রানা বলেছেন,"শ্রেয়স দলের সঙ্গে যোগ দিয়েছে এবং ও মোটামুটি ফিট। অবশ্যই অতীতে ওর ফিটনেস ইস্যু ছিল এবং এগুলোকে হাল্কাভাবে নিতে পারি না। আশা করছি পুরো মরশুম ওকে পাওয়া যাবে।"
এসআরএইচ ম্যাচের আগে নীতিশ রানা বলেছেন,”শ্রেয়স দলের সঙ্গে যোগ দিয়েছে এবং ও মোটামুটি ফিট। অবশ্যই অতীতে ওর ফিটনেস ইস্যু ছিল এবং এগুলোকে হাল্কাভাবে নিতে পারি না। আশা করছি পুরো মরশুম ওকে পাওয়া যাবে।”
এছাড়াও রানা বলেন,"শ্রেয়সের চোট নিয়ে পুরোপুরি  নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি তেমন পরিস্থিতি তৈরি হয় এবং আমাকে ফের ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড পরতে হয়, তাহলে আমি পুরোপুরি প্রস্তুত।"
এছাড়াও রানা বলেন,”শ্রেয়সের চোট নিয়ে পুরোপুরি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি তেমন পরিস্থিতি তৈরি হয় এবং আমাকে ফের ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড পরতে হয়, তাহলে আমি পুরোপুরি প্রস্তুত।”
নীতিশ রানার এই মন্তব্যর পরই আশঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কী আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে। উত্তর পেতে অপেক্ষা করতেহবে শনিবারের টিম ঘোষণা পর্যন্ত।
নীতিশ রানার এই মন্তব্যর পরই আশঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কী আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে। উত্তর পেতে অপেক্ষা করতেহবে শনিবারের টিম ঘোষণা পর্যন্ত।

KKR News: সব চিন্তা-আশঙ্কার হল অবসান! অবশেষে স্বস্তির হাওয়া কেকেআর শিবিরে

রঞ্জি ট্রফির ফাইনালে পিঠের পুরনো চোটের জায়গায় শ্রেয়স আইয়রের ব্যথা অনুভব করায় চিন্তা বেড়েছিল কলকাতা নাইট শিবিরে। আশঙ্কা তৈরি হয়েছিল শুরুর দিতে শ্রেয়সকে পাওয়া যাবে কিনা। (ছবি সৌ: কেকেআর এক্স)
রঞ্জি ট্রফির ফাইনালে পিঠের পুরনো চোটের জায়গায় শ্রেয়স আইয়রের ব্যথা অনুভব করায় চিন্তা বেড়েছিল কলকাতা নাইট শিবিরে। আশঙ্কা তৈরি হয়েছিল শুরুর দিতে শ্রেয়সকে পাওয়া যাবে কিনা। (ছবি সৌ: কেকেআর এক্স)
ব্যথার কারণে ফিল্ডিংও করতে পারেননি শ্রেয়স আইয়ার। তবে আশার বাণী শুনিয়েছিলেন মুম্বই দলের ম্যানেজার ভূষণ পাটিল। জানিয়েছিলেন কয়েক দিনের মধ্যেই যোগ দেবেন কেকেআর শিবিরে।  (ছবি সৌ: কেকেআর এক্স)
ব্যথার কারণে ফিল্ডিংও করতে পারেননি শ্রেয়স আইয়ার। তবে আশার বাণী শুনিয়েছিলেন মুম্বই দলের ম্যানেজার ভূষণ পাটিল। জানিয়েছিলেন কয়েক দিনের মধ্যেই যোগ দেবেন কেকেআর শিবিরে। (ছবি সৌ: কেকেআর এক্স)
১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কেকেআরের প্রস্তুতি শিবির। ইতিমধ্যেই যোগ দিয়েছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিংরা। অপেক্ষা ছিল শুধু অধিনায়কের।  (ছবি সৌ: কেকেআর এক্স)
১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কেকেআরের প্রস্তুতি শিবির। ইতিমধ্যেই যোগ দিয়েছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিংরা। অপেক্ষা ছিল শুধু অধিনায়কের। (ছবি সৌ: কেকেআর এক্স)
অবশেষে যাবতীয় আশঙ্কা ও জল্পনাতে উড়িয়ে দিয়ে শনিবার রাত কলকাতায় পা রাখলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়সের শিবিরে যোগ দেওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়েছে নাইটরা।   (ছবি সৌ: কেকেআর এক্স)
অবশেষে যাবতীয় আশঙ্কা ও জল্পনাতে উড়িয়ে দিয়ে শনিবার রাত কলকাতায় পা রাখলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়সের শিবিরে যোগ দেওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়েছে নাইটরা। (ছবি সৌ: কেকেআর এক্স)
শ্রেয়স আইয়র যোগ দেওয়ায় স্বস্তি ফিরেছে কেকেআর শিবিরে। রবিবার থেকেই প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেন কেকেআর অধিনায়ক। আসন্ন মরশুমে ভাল কিছু করার জন্য মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার।  (ছবি সৌ: কেকেআর এক্স)
শ্রেয়স আইয়র যোগ দেওয়ায় স্বস্তি ফিরেছে কেকেআর শিবিরে। রবিবার থেকেই প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেন কেকেআর অধিনায়ক। আসন্ন মরশুমে ভাল কিছু করার জন্য মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। (ছবি সৌ: কেকেআর এক্স)
প্রসঙ্গত, আগামী ২২ মার্চ থেকে ঢাকে কাঠি পড়ছে আইপিএল ২০২৪-এর। ২৩ তারিখ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল  অভিযান শুরু করলে কেকেআর। তার আগে প্রস্তুতি শিবিরে রণনীতি তৈরি করতে ব্যস্ত গৌতম গম্ভীর।  (ছবি সৌ: কেকেআর এক্স)
প্রসঙ্গত, আগামী ২২ মার্চ থেকে ঢাকে কাঠি পড়ছে আইপিএল ২০২৪-এর। ২৩ তারিখ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করলে কেকেআর। তার আগে প্রস্তুতি শিবিরে রণনীতি তৈরি করতে ব্যস্ত গৌতম গম্ভীর। (ছবি সৌ: কেকেআর এক্স)

Shreyas Iyer: সুখবর! আজ শহরে ‌আসছেন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার, রবিবার কলকাতায় পা রাখবেন ‘মহার্ঘ্য’ মিচেল স্টার্ক

ঈরণ রায় বর্মন, কলকাতা: করব লড়ব জিতব রে… কলকাতা ফ্যানদের জন্য সুখবর। শনিবার অর্থাৎ আজ বিকেলে শহরে‌ চলে আসছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের হয়ে রঞ্জি‌ ফাইনাল খেলার সময় পিঠে চোট পান শ্রেয়স। চোট এতটাই গুরুতরে ছিল যে শেষ দিন মাঠে নামতেই পারেননি। হাসপাতালে গিয়ে পরীক্ষাও করাতে হয়েছিল। ফলে নাইট নেতার আইপিএলের শুরুর দিকে খেলা নিয়ে তৈরি হয়েছিল নিশ্চয়তা। তবে সূত্রের খবর, চোট খুব গুরুতর নয়। শনিবারই বিকেলে কলকাতায় আসবেন অধিনায়ক।

আরও পড়ুন– গাড়ির সিটবেল্টে রয়েছে গোপন বোতাম, এর কি কাজ জানেন?

ম্যানেজমেন্ট তাঁকে পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে মনে করা হচ্ছে প্রথম দিন থেকেই মাঠে নামতে পারবেন অধিনায়ক। চোটের কারণে গত বছর আইপিএল খেলতে পারেনি শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের আগে বার্ষিক চুক্তি থেকে করা শ্রেয়সের কাছে আইপিএল গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে একান্ত যদি শুরুতে শ্রেয়স মাঠে নামতে না পারেন সেক্ষেত্রে নেতৃত্ব দেবেন নীতিশ রানা। ‌গতবারের নাইট রাইডার্স অধিনায়কের সঙ্গে প্রথম দিন দীর্ঘক্ষণ আলোচনা করেন মেন্টর গম্ভীর। ‌অন্যদিকে আরও একটি ভাল খবর কেকেআর শিবিরে ‌৷ আইপিএলের এবারের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক, ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার বাঁ হাতি‌ তারকা ক্রিকেটারকে কিনেছে কেকেআর। সেই তারকা রবিবারই শহরে চলে আসছেন।‌ সোমবার থেকে অনুশীলনে থাকবেন স্টার্ক। ‌

আরও পড়ুন– দেশের পাঁচ রাজ্যে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ, জেনে নিন কোন কোন রাজ্য সেই তালিকায় রয়েছে

এ ছাড়াও শনিবার সকালে টিমের সঙ্গে যোগ দিলেন ক্যারিবিয়ান দুই তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। আফগানিস্তানের দুই তারকা মুজিবুর রহমান এবং গুরবাজ সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। সোমবার সন্ধ্যাবেলা টিম হোটেলে কেকেআরের জার্সি লঞ্চ অনুষ্ঠান। গোটা টিম সেখানে উপস্থিত থাকবে বলে খবর। কলকাতার প্রথম দিনের অনুশীলনে একমাত্র বিদেশি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ফিল সল্ট। জেসন রয়ের বদলি হিসেবে দিন কয়েক আগেই সল্টের নাম ঘোষণা করে ম্যানেজমেন্ট। এদিন অনুশীলনে ভারতীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রিঙ্কু সিং, ভেঙ্কাটেশ আইয়ার-সহ প্রায় প্রত্যেকেই। যদিও নাইটদের ছক্কা অনুশীলনে বৃষ্টি বাধা হয়।

ঘণ্টা তিনেকের অনুশীলনের কথা থাকলেও দেড় ঘণ্টাতেই গুটিয়ে ফেলতে হয় প্রথম দিনের অনুশীলন। তবে চলতি আইপিএলে আরও আগ্রাসী ক্রিকেট খেলতে চান গম্ভীর, তা প্রথম দিনের অনুশীলনেই স্পষ্ট। তাই কেকেআরের অনুশীলনে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব। প্র্যাকটিস নেটে স্টেপ আউট করে ছয় মারার অনুশীলন করলেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়াররা। স্পিনারদের সঙ্গে জোরে বোলারদের বিরুদ্ধেও চলল একই ধরনের অনুশীলন। প্রত্যেক ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলন নেটের সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলেন প্রাক্তন আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর।

আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা