১৫.২৫ কোটি টাকা দর উঠল Ishan Kisan-র, তারপর যা বললেন তরুণ উইকেটরক্ষক

#বেঙ্গালুরু:  আশা ছিলই ভারতীয় উইকেটরক্ষক ইশান কিষাণকে (Ishan Kishan) নিয়ে নিলামের টেবল (IPL Auction 2022) উত্তাল হবেই, আর কোনও ভুল নয়, ঠিক তাই হল৷ আইপিএলের (IPL 2022) ধণীতম ক্রিকেটারদের (Expensive player) তালিকায় একদম সামনের সারিতে চলে এলেন তরুণ এই ভারতীয় উইকেটরক্ষক৷ ব্যাট হাতে তিনি এক কথায় জবরদস্ত৷ পাশাপাশি উইকেটের পিছনেও তাঁর স্কিল এখন সর্বজনবিদিত৷ নিজের ঘরের ঘরের ছেলেকে ঘরে ফেরাতে অলআউট ঝাঁপাল মুম্বই ইন্ডিয়ান্স৷ রোহিত শর্মার জন্য এখনও অবধি মুম্বই ইন্ডিয়ান্স (MI) সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে কিনেছিল, কিন্তু আইপিএল ২০২২ অধিনায়কের চেয়ে কয়েক গুণ বেশি দাম দিয়ে উইকেটকিপার  (Ishan Kishan) কিনল মুম্বই ইন্ডিয়ান্স (MI)৷

ইশান কিষাণ  (Ishan Kishan) এদিন প্যাট কামিন্স , যুবরাজ সিংয়ের দলে একদম দামীতম ক্রিকেটারদের (Expensive player) তালিকায় নাম নিয়ে গেল ইশান কিষাণ৷ তাঁর দর এবারের আইপিএলে একেবারে ওপরের দিকেই থাকবে তা নিঃসন্দেহে বলা যায়৷ এদিকে এত দাম তারওপর আবার নিজের দলেই ফেরা ফলে দারুণ উচ্ছ্বসিত তরুণ তুর্কি ৷ শুনে নিন মুম্বই ইন্ডিয়ান্সের  (MI) নীল -সোনালি জার্সিতে ফিরে এসে কি বললেন ইশান কিষাণ  (Ishan Kishan)৷ দেখুন ভিডিও৷

এদিকে মুম্বই ইন্ডিয়ান্সও এদিন নিজের চেনা ট্রেন্ড একেবারে বদলে ফেলল ইশান কিষাণকে তুলে নিতে৷ তাঁরা কোনও দিনই ১০ কোটির বেড়া টপকায়নি৷ কিন্ত তারাই অলআউট খেলে একেবারে সকলকে চমকে দিল৷