Ind vs WI: KKR অধিনায়ক হওয়ার পর শ্রেয়সের ইডেনে প্রথম ম্যাচ, ভারতীয় দলে ৪ টি বদল, দেখুন প্লেয়িং ১১

#কলকাতা: ভারতীয় ক্রিকেট দল তৃতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচে ৪টি পরিবর্তন করল৷ বিরাট কোহলি ও ঋষভ পন্থ না খেলায় দুটি বদল হওয়ার ছিলই, কিন্তু এদিন একেবারে ৪ টি বদল করলেন অধিনায়ক রোহিত শর্মা৷ এদিন ওপেনিংয়ের চমক তরুণ রতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে নামবেন ইশান কিষাণ (Playing 11)৷

কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার খেলবেন প্রথমবার ইডেনে কেকেআর অধিনায়ক নির্বাচিত হওয়ার পর৷ এদিকে কেকেআরের ভেঙ্কটেশ আইয়ারও খেলবেন৷

এদিকে টসে জিতে কাইরন পোলার্ড সিরিজের শেষ ম্যাচ জিতে কিছুটা সম্মান রক্ষার চেষ্টা করবে অন্যদিকে যদি ভারত হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে রোহিত শর্মাই হবেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি দুটি ফর্মাটে সফরকারী দলের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের বিরল কৃতিত্ব অর্জন করবেন৷

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় টি টোয়েন্টিতে (3rd T20) ইডেন গার্ডেন্সে হল মহা গুরুত্বপূর্ণ টস (Toss Update)৷ ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই দুটি টি টোয়েন্টি (T20) জিতে সিরিজ ২-০ জিতে নিয়েছে৷ সেই অবস্থায় বৃষ্টির ভ্রূকূটি থাকা ম্যাচেও টস (Toss Update) গুরুত্বপূর্ণ৷ এদিন টসে জিতে  ওয়েস্টইন্ডিজ অধিনায়ক  প্রথমে ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিল  ৷

আকাশ আংশিক মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Thunderstorm) (Rain)৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় টি টোয়েন্টিতে (T20) ভিলেন হতেই পারে বৃষ্টি (Rain) ৷ ম্যাচ চলাকালীন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens ) বৃষ্টির সম্ভবনা প্রায় ৫০ শতাংশ৷ আর বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনাও থাকছে৷  যার জেরে প্রভাব পড়তে পারে ম্যাচে৷ ওয়েদার আপডেট (Weather Update) অনুযায়ি ম্যাচ শুরুর আগেও থাকছে বৃষ্টির সম্ভবনা তাছাড়া ম্যাচ চলাকালীনও হতেই পারে বৃষ্টি৷

দিনের বেলায় আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৯ শতাংশ , আর রাতে সেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ৷