Ind vs WI: সূর্যকুমার ও ভেঙ্কটেশ জবরদস্ত, ইডেনে তৃতীয় টি টোয়েন্টিতে ভারতের স্কোর ১৮৪/৫

#কলকাতা: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ইডেনে গার্ডেন্সে তৃতীয় টি টোয়েন্টিতে (T20 ) কার্যত নতুন মুখদের নিয়ে লড়াই করল রোহিত শর্মার ভারতীয় দল৷ এদিন টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় ওয়েস্টইন্ডিজ৷ এদিন ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করেন৷ ঝকঝকে সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) ব্যাট থেকে আসে ৩১ বলে ৬৫৷

সুযোগ পেয়ে বিশেষ কাজে লাগাতে পারলেন না অনেক আশা জাগানো রতুরাজ গায়কোয়াড় ৷ এদিন ইশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে ওপেন করতে নেমে তিনি মাত্র ৪ রানে হোল্ডারের শিকার৷ ইশান কিষাণ দ্বিতীয় টি টোয়েন্টির ফ্লপ শো-র পর এদিন খানিকটা ভাল৷ তিনি ৩১ বলে ৩৪ রান করেন৷

কেকেআর (KKR) অধিনায়ক নির্বাচিত হওয়ার পর এদিনই প্রথমবার ইডেন গার্ডেন্সে প্রথমবার খেলতে নামলেন শ্রেয়স আইয়ার (Shreyash Iyer)৷ শুরুটা ভাল করলেও রানকে বড় স্কোরে কনভার্ট করতে পারলেন নাইটদের নতুন অধিনায়ক তাঁর অবদান এদিন ১৬ বলে ২৫ রান৷

এদিকে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এদিন পরে ব্যাট করতে নামেন৷ পয়া ইডেনে অবশ্য ১৫ বলে ৭ রান করেই প্যাভিলিয়নের রাস্তা ধরতে হয় তাঁকে৷

আরও পড়ুন – Viral Video: ২ বছরের অপেক্ষার পর ছেলের সঙ্গে দেখা, ভাইরাল শিখর ধাওয়ানের ভিডিও

এরপর সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav) ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer ) জুটিতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভদ্রস্থ রানের টার্গেট দেয় ভারতীয় দল৷ ভারতীয় দলের হয়ে মাত্র ২৮ বলেই অর্ধশতরান সেরে নেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)৷ এদিন নিজের টি টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ রান করে নেন সূর্যকুমার যাদব৷ এটি তাঁর চতুর্থ অর্ধশতরান৷

ভারতীয় ক্রিকেট দল তৃতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচে ৪টি পরিবর্তন করল৷ বিরাট কোহলি ও ঋষভ পন্থ না খেলায় দুটি বদল হওয়ার ছিলই, কিন্তু এদিন একেবারে ৪ টি বদল করলেন অধিনায়ক রোহিত শর্মা৷ এদিন ওপেনিংয়ের চমক তরুণ রতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে নামবেন ইশান কিষাণ (Playing 11)৷

আরও পড়ুন – Viral News: নতুন বউকে ওজনদারি কয়েনে ওজন করলেন নতুন শাশুড়ি, ঝড়ের গতিতে ভাইরাল

কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার খেলবেন প্রথমবার ইডেনে কেকেআর অধিনায়ক নির্বাচিত হওয়ার পর৷ এদিকে কেকেআরের ভেঙ্কটেশ আইয়ারও খেলবেন৷

এদিকে টসে জিতে কাইরন পোলার্ড সিরিজের শেষ ম্যাচ জিতে কিছুটা সম্মান রক্ষার চেষ্টা করবে অন্যদিকে যদি ভারত হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে রোহিত শর্মাই হবেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি দুটি ফর্মাটে সফরকারী দলের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের বিরল কৃতিত্ব অর্জন করবেন৷

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় টি টোয়েন্টিতে (3rd T20) ইডেন গার্ডেন্সে হল মহা গুরুত্বপূর্ণ টস (Toss Update)৷ ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই দুটি টি টোয়েন্টি (T20) জিতে সিরিজ ২-০ জিতে নিয়েছে৷ সেই অবস্থায় বৃষ্টির ভ্রূকূটি থাকা ম্যাচেও টস (Toss Update) গুরুত্বপূর্ণ৷ এদিন টসে জিতে  ওয়েস্টইন্ডিজ অধিনায়ক  প্রথমে ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিল  ৷

আকাশ আংশিক মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Thunderstorm) (Rain)৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় টি টোয়েন্টিতে (T20) ভিলেন হতেই পারে বৃষ্টি (Rain) ৷ ম্যাচ চলাকালীন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens ) বৃষ্টির সম্ভবনা প্রায় ৫০ শতাংশ৷ আর বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনাও থাকছে৷  যার জেরে প্রভাব পড়তে পারে ম্যাচে৷ ওয়েদার আপডেট (Weather Update) অনুযায়ি ম্যাচ শুরুর আগেও থাকছে বৃষ্টির সম্ভবনা তাছাড়া ম্যাচ চলাকালীনও হতেই পারে বৃষ্টি৷

দিনের বেলায় আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৯ শতাংশ , আর রাতে সেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ৷