Virat Kohli GOAT: ট্যুইটারে বিরাটের নামের পাশে ‘GOAT’ আইকন, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ট্রেন্ড

#কলকাতা: বুধবার সকালে ঝড়ের গতিতে ভাইরাল ট্যুইটার৷ বিরাট কোহলির নামের সঙ্গে ট্রেন্ড শুরু হয় ‘GOAT’ দেখা যেতে শুরু করে বিরাট কোহলির নামের পাশে৷ আগুন যেমন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তেমনিই বিরাট কোহলি ‘গোট’ ছড়িয়ে পড়ে৷ যাঁরা জানেন তাঁরা সকলেই জানেন এই গোট- ‘GOAT’- হল গ্রেটেস্ট অফ অল টাইম- অর্থাৎ সর্বকালীন সেরা৷  ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সব ফর্ম্যাটেই অসাধারণ এক ক্রিকেটার৷ টেস্টে ক্রিকেটে বড় ইনিংস খেলার পাশাপাশি টি টোয়েন্টিতে আগুনে ইনিংস সবকিছুতেই তাঁর জুড়ি মেলা ভার৷ তাঁর রাস্তায় যত বিপত্তি এসেছে সবই তিনি টপকেছেন সাফল্যের সঙ্গে৷

তাঁর সেরা -র সেরা পারফরম্যান্স ২২ গজে তাঁর দাপটের কথা ভেবে ফ্যানরা তাঁকে ট্যুইটারে সর্বকালীন সেরা অর্থাৎ ‘GOAT’ আইকনে ভূষিত করেন৷ ৩৩ বছরের ভারতীয় তারকাকে দেওয়া হয়ে এই পরিচিত চিহ্ন #ViratKohli? ৷ 

আরও পড়ুন – Earn Money: ডিজিটাল গোল্ডে কেন বিনিয়োগ করবেন? দেদার টাকা ছাড়াও রয়েছে কারণ

ভারতের নেট দুনিয়ার এটা টপ ট্রেন্ডিং হ্যাশট্যাগ হয়ে যায়৷ দেখে নিন এই হ্যাশট্যাগের কয়েকটি ট্যুইট দেখে নিন৷

২২ গজে বিরাট কার্যত রাজার মতোই আধিপত্য দেখিয়েছেন৷ দিল্লির ছেলে শুধু ক্রিকেটার হয়েই নয় একেবারে অধিনায়ক হয়েও তিনি সাফল্য পেয়েছেন আকাশ ছোঁয়া৷

বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দিল্লি -র ছেলে বিরাট কোহলি ২০০৮ -র অগাস্টে অনুর্ধ্ব ১৯  বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে খেতাব জিতিয়েছিলেন৷ ধোনি-যুবি-গম্ভীরদের সাফল্যের সময় যখনই সুযোগ পেয়েছেন তখনই জাত চিনিয়েছেন৷ ভারতীয় ক্রিকেটের প্রথম একাদশে সুযোগ নয় নিজেকে  অত্যন্ত প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছেন৷