IND vs SL, 2nd T20: নিসানকা এবং অধিনায়ক শানাকার ব্যাটে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের রান শ্রীলংকার

শ্রীলঙ্কা – ১৮৩/৫

#ধরমশালা: শ্রীলংকার বিরুদ্ধে ধরমশালায় টস জিতে রোহিত শর্মার ফিল্ডিং করার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা বোঝা যাচ্ছিল প্রথম থেকে। প্রচণ্ড ঠান্ডায় ভারতীয় বোলাররা প্রথম থেকেই চেপে ধরল লঙ্কান ব্যাটসম্যানদের। দুই ওপেনার নিসংকা এবং গুনাথিলাকা ধীর গতিতে এগোচ্ছিলেন। পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৩২ রান তুলেছিল শ্রীলংকা। ভুবনেশ্বর, বুমরাহ, হর্ষল প্যাটেল যথেষ্ট আঁটোসাঁটো বোলিং করছিলেন।

আরও পড়ুন – Shane Warne England coach: ইংল্যান্ডের প্রধান কোচ হতে চান শেন ওয়ার্ন! অজিদের কাছে খেলেন ব্যাপক গালাগাল

গুনাথিলাকা (৩৮) রবীন্দ্র জাদেজার ওভারে দুটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি মারলেও, ওই ওভারেই লং অফ ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর চাহালের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন আসালঙ্কা (২)। রিভিউ নিলেও লাভ হয়নি। ১০ ওভারে শ্রীলংকার রান ছিল ৭১/২। এরপর হর্ষল প্যাটেল ফিরিয়ে দিলেন কামিল মিশারাকে। কভারে দুরন্ত ক্যাচ ধরলেন শ্রেয়স আইয়ার।

অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল (৯) বুমরাহর বলে স্টেট ড্রাইভ বাউন্ডারি মারলেন। কিন্তু পরের স্লোয়ার বলে বোকা হয়ে কভারে রোহিত শর্মার হাতে ধরা পড়লেন। টি টোয়েন্টিতে ৫০ তম ক্যাচ হল রোহিতের। ব্যাট করতে এলেন অধিনায়ক শানাকা। অর্ধশতরান পূর্ণ করলেন নিসানকা। অধিনায়ক শানাকা চেষ্টা করলেন কয়েকটা বড় শট খেলে রান বাড়াতে।

তবে শেষ ওভারে হর্ষল প্যাটেল বুদ্ধি করে বল করার চেষ্টা করছিলেন। স্লোয়ার এবং লেগ কাটার বুদ্ধি করে মেশালেন। কিন্তু শানাকা বিগ হিট করে ১৮৩ রানে পৌঁছে দিলেন শ্রীলঙ্কাকে। ২৩ রান দিলেন  হর্ষল। ১৯ বলে ৪৭ করলেন শ্রীলঙ্কার অধিনায়ক। মারলেন পাঁচটি বিশাল ওভার বাউন্ডারি এবং দুটি বাউন্ডারি।