Tag Archives: 2nd T20

ভারতের সামনে আজ টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই, কিছু পরিবর্তন হতে পারে দলে

#লখনউ: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে গিয়ে হতাশা গোপন করেননি ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কদিন আগেও টিম ইন্ডিয়াকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। ওডিআই সিরিজে শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করেছেন রোহিত শর্মারা। তবে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার সেই ঝাঁঝ হঠাৎ উধাও। শুক্রবার কিউয়িদের কাছে প্রথম ম্যাচে হেরে বেশ চাপে নেতা হার্দিক পান্ডিয়া।

রবিবার লখনউয়ে মরণ-বাঁচন লড়াইয়ে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ভারতের। টি-২০ সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তারকাদের অনুপস্থিতিতে কিউয়ি স্পিনারদের সামনে রীতিমতো খাবি খেয়েছে ভারতীয় তরুণ ব্রিগেড। ওডিআই সিরিজের ফর্ম টি-২০’তে বজায় রাখতে ব্যর্থ শুভমান গিলও।

তবে বড় চিন্তার কারণ ঈশান কিষান ও দীপক হুদার ব্যর্থতা। বাংলাদেশে দ্বিশতরানের পর আর বড় রান পাননি ঈশান। ওডিআই ও টি-২০ মিলিয়ে শেষ সাত ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ৩৭, ২, ১, ৫, ৮, ১৭ ও ৪। এমনটা চলতে থাকলে ঋষভ পন্থের বিকল্প হিসেবে জাতীয় দলে জায়গা পাকা করার সুযোগ হারাবেন তিনি। আর দীপক হুদা তো না হোমে, না যজ্ঞে! লোয়ার মিডল অর্ডারে দলকে ভরসা জোগাতে ব্যর্থ তিনি।

বল হাতেও তথৈবচ। কার্যত একই অবস্থা রাহুল ত্রিপাঠিরও। শুক্রবার খাতাই খুলতে পারেননি তিনি। ছন্দে নেই ক্যাপ্টেন হার্দিকও। তবে টি-২০’তে স্বপ্নের ফর্ম ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। রাঁচিতে ৩৪ বলে ৪৭ রানের ইনিংস উপহার দেন মিস্টার ৩৬০ ডিগ্রি। আর গত ম্যাচে ভারতের বড় প্রাপ্তি অবশ্যই ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি।

রবিবার সিরিজে সমতা ফেরাতে এই দু’জনের দিকেই তাকিয়ে থাকবে দল। পাশাপাশি শুভমান-ঈশান ওপেনিং জুটির রানে ফেরার আশায় থাকবেন ক্যাপ্টেন হার্দিক। লখনউয়ের পিচে ব্যাটসম্যানদের জন্য বাড়তি সুবিধা থাকে। তাই রবিবার প্রথম একাদশে আসতে পারেন পৃথ্বী সাউ। সেক্ষেত্রে বসানো হবে ত্রিপাঠি বা হুদাকে। যে করেই হোক আজ নিউজিল্যান্ডকে হারিয়ে নবাবের শহরে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

IND vs SL, 2nd T20: নিসানকা এবং অধিনায়ক শানাকার ব্যাটে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের রান শ্রীলংকার

শ্রীলঙ্কা – ১৮৩/৫

#ধরমশালা: শ্রীলংকার বিরুদ্ধে ধরমশালায় টস জিতে রোহিত শর্মার ফিল্ডিং করার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা বোঝা যাচ্ছিল প্রথম থেকে। প্রচণ্ড ঠান্ডায় ভারতীয় বোলাররা প্রথম থেকেই চেপে ধরল লঙ্কান ব্যাটসম্যানদের। দুই ওপেনার নিসংকা এবং গুনাথিলাকা ধীর গতিতে এগোচ্ছিলেন। পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৩২ রান তুলেছিল শ্রীলংকা। ভুবনেশ্বর, বুমরাহ, হর্ষল প্যাটেল যথেষ্ট আঁটোসাঁটো বোলিং করছিলেন।

আরও পড়ুন – Shane Warne England coach: ইংল্যান্ডের প্রধান কোচ হতে চান শেন ওয়ার্ন! অজিদের কাছে খেলেন ব্যাপক গালাগাল

গুনাথিলাকা (৩৮) রবীন্দ্র জাদেজার ওভারে দুটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি মারলেও, ওই ওভারেই লং অফ ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর চাহালের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন আসালঙ্কা (২)। রিভিউ নিলেও লাভ হয়নি। ১০ ওভারে শ্রীলংকার রান ছিল ৭১/২। এরপর হর্ষল প্যাটেল ফিরিয়ে দিলেন কামিল মিশারাকে। কভারে দুরন্ত ক্যাচ ধরলেন শ্রেয়স আইয়ার।

অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল (৯) বুমরাহর বলে স্টেট ড্রাইভ বাউন্ডারি মারলেন। কিন্তু পরের স্লোয়ার বলে বোকা হয়ে কভারে রোহিত শর্মার হাতে ধরা পড়লেন। টি টোয়েন্টিতে ৫০ তম ক্যাচ হল রোহিতের। ব্যাট করতে এলেন অধিনায়ক শানাকা। অর্ধশতরান পূর্ণ করলেন নিসানকা। অধিনায়ক শানাকা চেষ্টা করলেন কয়েকটা বড় শট খেলে রান বাড়াতে।

তবে শেষ ওভারে হর্ষল প্যাটেল বুদ্ধি করে বল করার চেষ্টা করছিলেন। স্লোয়ার এবং লেগ কাটার বুদ্ধি করে মেশালেন। কিন্তু শানাকা বিগ হিট করে ১৮৩ রানে পৌঁছে দিলেন শ্রীলঙ্কাকে। ২৩ রান দিলেন  হর্ষল। ১৯ বলে ৪৭ করলেন শ্রীলঙ্কার অধিনায়ক। মারলেন পাঁচটি বিশাল ওভার বাউন্ডারি এবং দুটি বাউন্ডারি।