Ind vs SL: দারুণ রবীন্দ্র জাদেজা ১৭৪ এ প্যাক আপ শ্রীলঙ্কা, ফলো অন করে নেমেও অস্বতিতেই লঙ্কাবাহিনী

# মোহালি: মোহালিতে ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) টেস্ট শেষ হতে কতদিন সময় লাগবে? তিনদিন? সাড়ে তিন দিন? নাকি চার দিন? কারণ ম্যাচের গতি প্রকৃতি দেখে এই খেলা পাঁচদিন পর্যন্ত গড়াবে না এখনই বলে দেওয়া যায়। মোহালিতে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) রবিবার সকালে দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কার টেল এন্ড সাফ করে দিলেন৷ মাত্র ১৭৪ রানে প্যাক আপ হয়ে গেল শ্রীলঙ্কা৷ আর ভারত অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তে ফলো অন (Follow On) করানো হল শ্রীলঙ্কাকে ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) প্রথম টেস্টে৷

পাথুম নিশঙ্কা ৬১ রানে এক এন্ডে অপরাজিত থাকলেও অন্য এন্ডে শুধুই আয়ারাম গয়ারামের চক্কর৷ দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ১০৮৷ সেখান থেকে রবিবার সকালে প্রথম সেশনটাও পুরো খেলতে পারল না শ্রীলঙ্কা৷ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিষাক্ত স্পিনের কোনও জবাব ছিল না শ্রীলঙ্কার৷ ১৬১ থেকে ১৭৪ রানের মধ্যে ৬ টি উইকেট হারায় শ্রীলঙ্কা৷ রবীন্দ্র জাদেজা একাই নেন ৫ উইকেট৷ উইকেট পান মহম্মদ শামিও৷

এদিকে ১৭৪ প্যাকআপ হয়ে যাওয়া নড়বড়ে শ্রীলঙ্কা ফলো অন করান ভারত অধিনায়ক রোহিত শর্মা৷ এদিকে লাঞ্চের আগে চার ওভারের খেলাতেও দ্বিতীয় ইনিংসের একটি উইকেট হারায় শ্রীলঙ্কা৷ রবিচন্দ্রন অশ্বিন তুলে নেন লাহিরু থিরুমানের উইকেট৷

ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের স্কোর ১ উইকেট খুইয়ে ১০ রান৷

আরও পড়ুন – Ind W vs Pak W: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ তরুণ পূজা-স্নেহা জুটি, চমৎকার স্মৃতি,পাকিস্তানের টার্গেট ২৪৫

এদিকে এর আগে শনিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই চারটি উইকেট হারিয়েছে শ্রীলংকা। ৮ উইকেটে ৫৭৪ রানের মাথায় ভারতের প্রথম ইনিংস ডিক্লেয়ার দিলেন রোহিত শর্মা। ১৭৫ রানে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাডেজা। এই পাহাড়প্রমাণ রান তাড়া করা শ্রীলঙ্কার পক্ষে কঠিন ব্যাপার সেটা বোঝার জন্য ক্রিকেট পন্ডিত হওয়ার দরকার ছিল না।

কারণ উইকেট যত সময় যাবে, তত শ্লথ হবে। স্পিন বোলারদের ক্ষেত্রে সুবিধা হবে। ১৭ রান করে অশ্বিনের বলে আউট হলেন থিরিমানে। শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৫০। বল করতে এসে প্রথম ওভারেই দিমুথ করুণারত্নেকে ২৮ রানে ফেরালেন জাডেজা। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ল। ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের এখনো পর্যন্ত সেরা ইনিংস খেলার পর বল হাতেও জাদেজা নিজেকে প্রমান করলেন।

আরও পড়ুন – Shane Warne Passes Away: প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন

বল এতটা স্পিন করল, কিছু করার ছিল না ব্যাটসম্যানের। অভিজ্ঞ ম্যাথুজকে ফেরালেন যশপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়ল। তাদের রান ৩ উইকেটে ১০৩। অফ স্টাম্পের লাইনে পড়ে বলটা লেট সুইং করল। শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটসম্যান বোকা বনে গেলেন। এর আগে অবশ্য নিঃশঙ্ককে বোল্ড করেছিলেন বুমরাহ। কিন্তু নো বল হওয়ার কারণে বেঁচে যান লঙ্কান ব্যাটসম্যান।

এরপর রবীন্দ্র জাদেজার বলে আসালঙ্কাকে আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান শ্রীলংকান ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধে লঙ্কান ব্যাটসম্যানদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা চোখে পড়ল না। পিচ তৃতীয় দিন আরও ভাঙবে। সেক্ষেত্রে ভারতীয় স্পিনারদের সামলানো লঙ্কান ব্যাটসম্যানদের মাথাব্যথা আরো বাড়িয়ে দেবে। অশ্বিন, জাদেজা ছাড়াও জয়ন্ত যাদব স্পিন বল করে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন।

তাছাড়া বল পুরনো হলে মহম্মদ শামি এবং বুমরাহ রিভার্স সুইং আদায় করতে জানেন। সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষে আইসিইউতে লঙ্কান বাহিনী বলা চলে। তবে মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেট কখন কি হবে বলা যায় না। অনেকটা নির্ভর করে আছে নিঃশঙ্ক কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন তার ওপর। রবিবার সকালে প্রথম সেশনে নিঃশঙ্ককে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারলে শ্রীলঙ্কার কপালে দুঃখ আছে বলে দেওয়া যায়।