Tag Archives: Ravindra Jadeja

রবীন্দ্র জাদেজা: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে!

পুরো নাম

রবীন্দ্র সিংহ অনিরুদ্ধ সিংহ জাদেজা

জন্ম

৬ ডিসেম্বর, ১৯৮৮

উচ্চতা

৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)

জাতীয়তা

ভারতীয়

ক্রীড়াবিদ

অল রাউন্ডার, স্লো লেফট আর্ম অর্থোডক্স এবং বামহাতি ব্যাটসম্যান

পরিবার

পিতা: অনিরুদ্ধ সিংহ জাদেজা

মা: লতা জাদেজা

স্ত্রী: রিবা সোলাঙ্কি

কেরিয়ারের সূচনা

রবীন্দ্র সিংহ অনিরুদ্ধ সিংহ জাদেজা হলেন একজন ভারতীয় ক্রিকেটার, যাঁর ক্রীড়া জীবন শুরু হয়েছিল ২০০৫ সালে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সাথে। ৬ ডিসেম্বর, ১৯৮৮ সালে তাঁর জন্ম। জীবনের প্রথম বড় টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে ২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুযোগ দেওয়া হয় এবং সেখান থেকেই তাঁর খ্যাতি শুরু হয়। তাঁকে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সহ-অধিনায়ক নিযুক্ত করা হয় এবং সেখানে ভারতের জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  

খেলার প্রেক্ষাপট

২০০৬-২০০৭ সালে দলীপ ট্রফিতে পশ্চিম অঞ্চল দলের হয়ে এবং রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে জাদেজার অভিষেক হয়। ২০১২ সালে জাদেজা প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এই তালিকায় সার্বিকভাবে তিনি অষ্টম স্থানে রয়েছেন।

অভিষেক

জাদেজা ২০০৮-০৯ রঞ্জি ট্রফিতে অলরাউন্ড হিসেবে ৪২টি উইকেট নিয়েছিলেন এবং ৭৩৯ রান করেছিলেন। তার এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে তিনি নির্বাচকদের নজরে আসেন। এই সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন রবীন্দ্র জাদেজা ওরফে খেলার মাঠের পরিচিত নাম জাড্ডু। এই ম্যাচে তিনি ৬০ রান করেন। ওয়ান ডে ম্যাচে অভিষেকের পর খুব সহজেই তিনি টি২০ ক্রিকেটে সুযোগ পেয়ে যান।   

উত্থান

২০০৯ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে জাদেজার ধীর গতির ব্যাটিং-এর জন্য তাঁকে নিয়ে অনেকেই সমালোচনা করে। এর পর ২০১২-১৩ সালের রঞ্জি ট্রফিতে মাত্র ৪টি ম্যাচে তিনি ২টি ট্রিপল সেঞ্চুরি মারেন। এর পরেই ট্র্যাকে ফিরে আসে জাদেজার ক্যারিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে জাদেজা নাগপুড়ে প্রথম টেস্ট খেলেন। এই ম্যাচে তিনি ৭০ অভার বল করে ১১৭ রান দিয়ে ৩টি উইকেট নিজের খাতায় লিখে নেন। 

চোট-আঘাত

প্রত্যেক খেলোয়াড়ের মতো জাদেজাকেও ছোট-বড় আঘাতের সম্মুখীন হতে হয়। চোটের কারণে ২০২২ সালের বেশ কয়েকটি আইপিএল ম্যাচ খেলতে পারেননি। তবে প্রত্যেকবারই চোট আঘাত কাটিয়ে জাদেজা ব্যাট-বল হাতে মাঠে নেমেছেন। 

ক্লাব ক্রিকেট

আইপিএল-এর ইতিহাসে রবীন্দ্র জাদেজা একটি বড় নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামেন। সেই বছর শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান জয়ী হয় এবং জাদেজাকে ‘সুপারস্টার ইন দ্য মেকিং’ খেতাব দেওয়া হয়। 

চুক্তিগত অনিয়মের কারণে নিষেধাজ্ঞার ২০১০ সালে তাকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়। এর পর ২০১১ সালে কোচি টাস্কার্স কেরালা তাকে ৯.৫ লক্ষ ডলারের বিনিময়ে দলে নেয়। ২০১২ সালের আইপিএল নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে জাদেজাকে ২ মিলিয়ন ডলার দিয়ে নিজের দলে নেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাই দলের ২ বছরের ব্যান চলাকালীন তিনি গুজরাত লায়নসের হয়ে খেলেন এবং ২০১৮ সালে পুনরায় চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামেন।

১০০+ উইকেট, ১০০০+ রান, ১০০ ক্যাচ! আইপিএলের একমাত্র ক্রিকেটার, নামটা বলুন তো

কলকাতা: রবীন্দ্র জাদেজা ৮ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন একটি কৃতিত্ব অর্জন করেছিলেন, যা অন্য কোনও খেলোয়াড় আইপিএলের ১৭ বছরের ইতিহাসে অর্জন করতে পারেননি।

অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হয়েছেন যিনি ১০০০ রান করেছেন, ১০০ টিরও বেশি উইকেট নিয়েছেন এবং ১০০টি ক্যাচ নিয়েছেন। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০০তম ক্যাচ নেন জাদেজা।

আরও পড়ুন- ‘একটা লবি বিরাট কোহলির সঙ্গে রাজনীতি করছে’, ভয়ঙ্কর দাবি, হইচই ভারতীয় ক্রিকেটে

সোমবার চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল 2024 এর 22 তম ম্যাচটি খেলা হয়েছিল। ওই ম্যাচে কেকেআর ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান করে। জবাবে সিএসকে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৪১ রান করে ম্যাচ জিতে নেয়। রবীন্দ্র জাদেজা ম্যাচের সেরা নির্বাচিত হন।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নেন ৩ উইকেট। তিনি তাঁর প্রথম ওভারের প্রথম বলেই রঘুবংশীকে আউট করেন। একই ওভারে সুনীল নারিনের উইকেটও নেন জাদেজা।

পরের ওভারে ভেঙ্কটেশ আইয়ারকে আউট করেন জাদেজা। কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ক্যাচও নেন জাদেজা। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে এটি তার ১০০তম ক্যাচ।

আইপিএলের প্রথম মরসুম থেকেই এই টুর্নামেন্টে খেলছেন রবীন্দ্র জাদেজা। ২০০৮ সাল থেকে তিনি আইপিএলে ২৩১টি ম্যাচ খেলেছেন। ২৭৭৬ রান করার পাশাপাশি জাদেজা ১৫৬টি উইকেট নিয়েছেন।

এমএস ধোনি যখন সিএসকে-র অধিনায়কত্ব ছেড়েছিলেন, তখন জাদেজা দলের নেতৃত্ব পেয়েছিলেন। ধোনি নিজেই জাদেজাকে স্যার জাদেজার ডাকনাম দিয়েছেন।

আরও পড়ুন- ‘মেয়ে যখন বয়ফ্রেন্ড আনবে!’নায়িকার প্রশ্নে ‘বাপি বাড়ি যা’ স্টাইলে উত্তর দাদার

৩৫ বছর বয়সী রবীন্দ্র জাদেজা আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার ক্ষেত্রে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন। সর্বোচ্চ ১১০টি ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি। সুরেশ রায়না (১০৯) দ্বিতীয় এবং কাইরন পোলার্ড (১০৩) তৃতীয় স্থানে রয়েছেন। এই তিনজনের পর রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মা (১০০)।

IND vs ENG: বড় রেকর্ড গড়ার সুযোগ রবীন্দ্র জাদেজার, ধরমশালায় জ্বলে ওঠার অপেক্ষা

ধরমশালা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। ৫ ম্যাচের সিরিজে ১ ম্যাচ বাকি থাকতেই ট্রফি ঘরে তুলেছে রোহিত শর্মার দল। আগামী ৭ তারিখ থেকে ধরমশালায় শুরু হতে চলেছে সিরিজের পঞ্চম টেস্ট। শেষ টেস্টে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় দলের তারকা স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

ধরমশালা টেস্টে ইতিহাসের পাতায় নাম তোলার জন্য রবীন্দ্র জাদেজার দরকার আর ৮টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট পেলেই এলিট ক্লাবে নাম লিখিয়ে ফেলবেন জাড্ডু। বর্তমানে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাদেজার উইকেট সংখ্যা ২৯২। লাল বলের ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলস্টোন ছোঁয়ার দোরগোরায় রয়েছেন তারকা স্পিনার।

এর আগে ৬ জন ভারতীয় ক্রিকেটারের টেস্টে ৩০০ উইকেট নেওয়ার নজির রয়েছে। সেই তালিকায় নাম রয়েছে অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব, হরভজন সিংহ, জাহির খান এবং ইশান্ত শর্মার। এবার ধরমশালা টেস্টে ভারতের এই তালিকায় নাম তোলার সুযোগ রয়েছে রবীন্দ্র জাদেজার। যদিও ধরমশালায় না হলে আগামীতে এই সুযোগ থাকছে জাদেজার কাছে।

আরও পড়ুনঃ KKR Team News: আইপিএল শুরুর আগেই চমক, কেকেআরের ওপেনিং জুটি ঠিক করে ফেলেছেন গম্ভীর! জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্র জাদেজা। টেস্টে অলরাউন্ডারের আইসিসি র‍্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছেন তিনি। এই সিরিজে ৩টি ম্যাচ খেলে জাদেজার ঝুলিতে রয়েছে ১৭টি উইকেট। রয়েছে একটি শতরানও। ধরমশালাতে জাদেজার কাছে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Ravindra Jadeja Love Story: শ্বশুরের ‘মন’ পাননি, স্বামী মাথায় করে রাখেন, ‘এইরকম’ করে রবীন্দ্র জাদেজা ও রিভারার বিয়ে

: দিন কয়েক আগেই তোপ দেগেছিলেন রবীন্দ্র জাদেজার বাবা৷ ছেলে -বউমার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছিলেন কেউই খোঁজ রাখে না তাঁদের৷ বাবাকে মিথ্যেবাদী বলে সব অভিযোগ নস্যাৎ করে দেন জাদেজা৷ কিন্তু  রাজকোটে তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারতের হয়ে নজর কাড়া পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার । এই টেস্টে ১১২ রান করেন তিনি৷
: দিন কয়েক আগেই তোপ দেগেছিলেন রবীন্দ্র জাদেজার বাবা৷ ছেলে -বউমার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছিলেন কেউই খোঁজ রাখে না তাঁদের৷ বাবাকে মিথ্যেবাদী বলে সব অভিযোগ নস্যাৎ করে দেন জাদেজা৷ কিন্তু  রাজকোটে তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারতের হয়ে নজর কাড়া পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার । এই টেস্টে ১১২ রান করেন তিনি৷
প্রথম ইনিংসে ভারতকে বড় স্কোরে পৌঁছে দিতে সাহায্য করার জন্য রোহিত শর্মা এবং সরফরাজ খানের সঙ্গে তাঁর ইনিংস গুরুত্বপূর্ণ হয়। ৫০-র মধ্যে ভারত ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়তে চলেছিল কিন্তু রবীন্দ্র জাদেজা ও রোহিতের ব্যাটে দারুণ করে দল৷ আর স্বামীর পারফরম্যান্সে  রিভাবা সোশ্যাল মিডিয়ায় আবেগের প্রকাশ ঘটান৷  তবে রবীন্দ্র জাদেজা এবং রিভাবার প্রেম এত মাখোমাখো বেশিটাই বিয়ের পড়ে৷
প্রথম ইনিংসে ভারতকে বড় স্কোরে পৌঁছে দিতে সাহায্য করার জন্য রোহিত শর্মা এবং সরফরাজ খানের সঙ্গে তাঁর ইনিংস গুরুত্বপূর্ণ হয়। ৫০-র মধ্যে ভারত ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়তে চলেছিল কিন্তু রবীন্দ্র জাদেজা ও রোহিতের ব্যাটে দারুণ করে দল৷ আর স্বামীর পারফরম্যান্সে  রিভাবা সোশ্যাল মিডিয়ায় আবেগের প্রকাশ ঘটান৷  তবে রবীন্দ্র জাদেজা এবং রিভাবার প্রেম এত মাখোমাখো বেশিটাই বিয়ের পড়ে৷
রিভাবা জাদেজা হলেন একজন রাজনীতিবিদ যিনি বর্তমানে গুজরাতের জামনগর উত্তর কেন্দ্রের  বিধায়ক পদে রয়েছেন। তিনি ৮ ডিসেম্বর, ২০২২-এ গুজরাত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। (Photo: Instagram/royalnavghan)
রিভাবা জাদেজা হলেন একজন রাজনীতিবিদ যিনি বর্তমানে গুজরাতের জামনগর উত্তর কেন্দ্রের  বিধায়ক পদে রয়েছেন। তিনি ৮ ডিসেম্বর, ২০২২-এ গুজরাত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। (Photo: Instagram/royalnavghan)
রিভাবা, রবীন্দ্র জাদেজার সমর্থনে সর্বত্র দাঁড়ান৷ স্ত্রী তাঁর মনোবলের বড় অংশ৷ এটা তাঁর ক্রিকেট কেরিয়ারকে নতুন উচ্চতায় দাঁড় করায়৷  পাশাপাশি নতুন চ্যালেঞ্জের মুখেও তাঁর অটুট উৎসাহ এবং উপস্থিতি তাঁদের দৃঢ় প্রেমের বন্ধনকে প্রমাণ করে৷ তাঁদের এক অপরের পাশে দাঁড়ানো দুজনকেই জীবনযুদ্ধে সাহায্য করে৷  (Photo: Instagram/royalnavghan)
রিভাবা, রবীন্দ্র জাদেজার সমর্থনে সর্বত্র দাঁড়ান৷ স্ত্রী তাঁর মনোবলের বড় অংশ৷ এটা তাঁর ক্রিকেট কেরিয়ারকে নতুন উচ্চতায় দাঁড় করায়৷  পাশাপাশি নতুন চ্যালেঞ্জের মুখেও তাঁর অটুট উৎসাহ এবং উপস্থিতি তাঁদের দৃঢ় প্রেমের বন্ধনকে প্রমাণ করে৷ তাঁদের এক অপরের পাশে দাঁড়ানো দুজনকেই জীবনযুদ্ধে সাহায্য করে৷  (Photo: Instagram/royalnavghan)
ওয়ান ইন্ডিয়া ডটকমের দেওয়া সাক্ষাৎকারে তাঁদের প্রেমের কাহিনী জানা যায়৷  ২০১৬ তে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার সঙ্গে রিভাবার  বিয়ের আগে রিভা সোলাঙ্কি নামে পরিচিত ছিলেন৷ রাজকোটের আতমিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। মার্চ ২০১৯ এ তিনি গুজরাতে বিজেপিতে যোগ দেন৷  রাজ্যের কৃষিমন্ত্রী আর সি ফালদু এবং সাংসদ পুনম ম্যাডামের উপস্থিতিতে এই যোগ দেওয়ার কাজ করেছিলেন৷ (Photo: Instagram/royalnavghan)
ওয়ান ইন্ডিয়া ডটকমের দেওয়া সাক্ষাৎকারে তাঁদের প্রেমের কাহিনী জানা যায়৷  ২০১৬ তে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার সঙ্গে রিভাবার  বিয়ের আগে রিভা সোলাঙ্কি নামে পরিচিত ছিলেন৷ রাজকোটের আতমিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। মার্চ ২০১৯ এ তিনি গুজরাতে বিজেপিতে যোগ দেন৷  রাজ্যের কৃষিমন্ত্রী আর সি ফালদু এবং সাংসদ পুনম ম্যাডামের উপস্থিতিতে এই যোগ দেওয়ার কাজ করেছিলেন৷ (Photo: Instagram/royalnavghan)
রবীন্দ্র জাদেজা একটি অনুষ্ঠানে রিভাবাকে দেখেন৷  আসলে তিনি জাদেজার বোন নয়নার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন৷ এমনটাই  নিউজ 18 জানিয়েছে৷ এই মিটিংই তাঁদের বিয়ের প্রথম পদক্ষেপ৷
রবীন্দ্র জাদেজা একটি অনুষ্ঠানে রিভাবাকে দেখেন৷  আসলে তিনি জাদেজার বোন নয়নার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন৷ এমনটাই  নিউজ 18 জানিয়েছে৷ এই মিটিংই তাঁদের বিয়ের প্রথম পদক্ষেপ৷
শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক এগিয়ে নিয়ে যায়৷  পরে তাঁরা বিয়ে করেন৷ ২০১৬ তাঁদের  বিয়ে হয়। (Photo: Instagram/royalnavghan)
শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক এগিয়ে নিয়ে যায়৷  পরে তাঁরা বিয়ে করেন৷ ২০১৬ তাঁদের  বিয়ে হয়। (Photo: Instagram/royalnavghan)
রাজকোটে ইংল্যান্ড বনাম তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে স্বামীর কৃতিত্বের জন্য রিভাবা খুব গর্বিত। অলরাউন্ডারকে অভিনন্দন জানিয়ে তিনি ট্যুইট করেছেন: "আমার স্বামী, রবীন্দ্র জাদেজাকে আমাদের শহর রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতে দেখে আনন্দিত! তাঁর অসাধারণ পারফরম্যান্স আমাদের হৃদয়কে গর্বিত করে। @imjadeja।" (Photo: Instagram/royalnavghan)
রাজকোটে ইংল্যান্ড বনাম তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে স্বামীর কৃতিত্বের জন্য রিভাবা খুব গর্বিত। অলরাউন্ডারকে অভিনন্দন জানিয়ে তিনি ট্যুইট করেছেন: “আমার স্বামী, রবীন্দ্র জাদেজাকে আমাদের শহর রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতে দেখে আনন্দিত! তাঁর অসাধারণ পারফরম্যান্স আমাদের হৃদয়কে গর্বিত করে। @imjadeja।” (Photo: Instagram/royalnavghan)
রবীন্দ্র জাদেজার বাবা দিব্যা ভাস্করকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্রিকেটারের স্ত্রী-র নিন্দা করেছিলেন, বলেছিলেন যে তিনি তাঁর  ছেলের উপর কিছু 'জাদু' করেছেন এবং পিতা ও পুত্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেছেন।
রবীন্দ্র জাদেজার বাবা দিব্যা ভাস্করকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্রিকেটারের স্ত্রী-র নিন্দা করেছিলেন, বলেছিলেন যে তিনি তাঁর  ছেলের উপর কিছু ‘জাদু’ করেছেন এবং পিতা ও পুত্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেছেন।
তাঁর বাবা বলেছিলেন যে রিভাবা বিয়ের দুই থেকে তিন মাস পরে তার নামে সবকিছু চেয়েছিল এবং পাঁচ বছর ধরে তারা পরিবারের সাথে দেখা করেনি।বাবা ও ছেলে সব যোগাযোগ হারিয়ে ফেলেছে এবং রবীন্দ্রের বাবা পাঁচ বছর ধরে তার নাতনিকে দেখেনি। রবীন্দ্র জাদেজা এক টুইট বার্তায় বলেছেন যে সাক্ষাৎকারে উল্লেখিত বিষয়গুলি অর্থহীন এবং মিথ্যা। (Photo: Instagram/royalnavghan)
তাঁর বাবা বলেছিলেন যে রিভাবা বিয়ের দুই থেকে তিন মাস পরে তার নামে সবকিছু চেয়েছিল এবং পাঁচ বছর ধরে তারা পরিবারের সাথে দেখা করেনি।বাবা ও ছেলে সব যোগাযোগ হারিয়ে ফেলেছে এবং রবীন্দ্রের বাবা পাঁচ বছর ধরে তার নাতনিকে দেখেনি। রবীন্দ্র জাদেজা এক টুইট বার্তায় বলেছেন যে সাক্ষাৎকারে উল্লেখিত বিষয়গুলি অর্থহীন এবং মিথ্যা। (Photo: Instagram/royalnavghan)

বড় মনের পরিচয় দিলেন জাদেজা! তাঁর ভুলে রান আউট হওয়া সরফরাজের কাছে চাইলেন ক্ষমা

রাজকোট: অভিষেক টেস্টে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলে সকলের প্রশংসা পেয়েছেন সরফরাজ খান। কিন্তু ভাগ্য সাথ দিল আর রবীন্দ্র জাদেজা ভুল না করলে হয়তো অভিষেকে শতরানও পেতে পারতেন সরফরাজ। জাদেজার ভুল কলের কারণে সেট হয়েও চোখের জলে মাঠ ছাড়েন তরুণ ব্যাটাক। গ্যালারিতে তখন মাথায় হাত সরফরাজের বাবা-মায়ের। সাজঘরে ক্ষোভ উগড়ে দেন রোহিত শর্মাও। নিজের ভুল বুঝতে পারেন জাদেজাও। দিনের শেষে সরফরাজের কাছে ক্ষমাও চেয়ে নিলেন জাড্ডু।

তাঁর ভুল কলে যখন সরফরাজ খান রান আউট হন তখন মাঠেই নিজের ভুল বুঝতে পারেন জাদেজা। সরফরাজের আউটের পর নিজের শতরান পূরণ করেন জাদেজা। সরফরাজের আউটের আক্ষেপের কারণে শতরানের পর খুব একটা উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা যায়নি জাদেজাকে। রাজকোটে প্রথম দিনের খেলা শেষে ইনস্টা স্টোরিতে জাদেজা পোস্ট করে লেখেন,”সরফরাজ খানের জন্য খুব খারাপ লাগছে। আমি ভুল করেছিলাম। খুব ভাল খেলেছো”। সঙ্গে একটি ক্ষমা চাওয়ার ইমোজিও শেয়ার করেন রবীন্দ্র জাদেজা।

প্রসঙ্গত, দীর্ঘ দিনের লড়াই বঞ্চনার জাতীয় দলের টুপি হাতে পেয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন সরফরাজ খান। চোখে জলও আটকাতে পারেননি। কাঁদতে দেখা যায় তাঁর বাবাকেও। এরপর ম্য়াচে রোহিত শর্মা শতরান করার পর আউট হতেই জাতীয় দলের জার্সি গায়ে প্রথমবার ২২ গজে নামেন সরফরাজ খান। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন সরফরাজ। নিজের স্বভাবজাত ক্রিকেট খেলেন। রবীন্দ্র জাদেজার সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। জুটিতে ৭৭ রান যোগ করেন সরফরাজ ও জাদেজা।

আরও পড়ুনঃ Sarfaraz Khan: অভিষেকে ব্যাটে ‘বিদ্রোহ’ সরফরাজের! নিয়তির ফেরে মাঠ ছাড়লেন চোখের জলে

নিজের অর্ধশতরানও পূরণ করেন সরফরাজ খান। একটা সময় মনে হচ্ছিল বড় স্কোরের দিকে এগোচ্ছেন সরফরাজ। ঠিক তখনই ভাগ্যের বিড়ম্বনায় জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে সাজঘরে ফেরেন সরফরাজ। ৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হন সরফরাজ খান। ৯টি চার ও ১টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। কিন্তু সেট হয়েও সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় চোখের জলে মাঠ ছাড়েন সরফরাজ খান। হতাশ দেখায় তাঁর বাব নওশাদকে।

IND vs ENG: রোহিত-জাদেজার জোড়া শতরান, অভিষেকে নজর কাড়লেন সরফরাজও, প্রথম দিন ভারতের নামে

রাজকোট: প্রথম দিনেই জোড়া শতরান। তিন অঙ্কের রান করলেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। পাাশাপাশি অভিষেকে অর্ধশতরান করে নজর কাড়লেন সরফরাজ খানও। রাজকোটে ভারতে বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভাল জায়গায় টিম ইন্ডিয়া। ভারতের স্কোর ৩২৬ রানে ৫ উইকেট। প্রথম দিনে সর্বোচ্চ ১৩১ রান করেন রোহিত শর্মা। ১১০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। ৬২ করেন সরফরাজ খান।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দিনের শুরুটা ভাল হয়নি ভারতের। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। যশস্বী জয়সওয়াল ১০, শুভমান গিল ০ ও রজত পাতিদার ৫ রান করে আউট হন। এরপর রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা মিলে ইনিংসের রাশ ধরেন। ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটার।

লাঞ্চের আগেই নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ছিল ৯৩ রানে ৩ উইকেট। লাঞ্চের পরও নিজেদের পার্টনারশিপ চালিয়ে যান রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন দুই তারকা ব্যাটার। নিজের হাফ সেঞ্চুরি করেন জা়ড্ডু। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ছিল ১৮৫ রানের ৩ উইকেট। শেষ সেশনের শুরুতেই নিজের শতরান পূরণ করেন রোহিত শর্মা। টেস্টে এটি রোহিতের ১১ তম শতরান।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে? জানিয়ে দিল বিসিসিআই

২০৪ রানের পার্টনারশিপ করার ভাঙে রোহিত-জাদেজা জুটি। ২৩৭ রানে পরে চতুর্থ উইকেট। এরপর জাদেজার সঙ্গ দেন সরফরাজ খান। ওপেনিং টেস্টে ব্যাট হাতে নজর কাড়েন তিনি। আক্রমণাত্মক ব্যাটিং করে নিজের অর্ধশতরান পূরণ করেন। দলের ৩১৪ রানের মাথায় ব্যক্তিগত ৬২ রানে দুর্ভাগ্যবশত রানআউট হন সরফরাজ। তারপরনিজের শতরান পূরণ করেন জাদেজা। দিনের শেষে ভারত ৩২৬ রানে ৫ উইকেট। ১১০ ও ১ রানে অপরাজিত জাদেজা ও কুলদীপ।

Ravindra Jadeja: জাদেজার পরিবারে তুমুল অশান্তি! এবার বাবার বিরুদ্ধে তোপ দেগে স্ত্রীর পাশে দাঁড়ালেন জাড্ডু

বিগত কয়েক দিন ধরেই ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার পারিবারিক বিবাদ সংবাদ শিরোনামে রয়েছে। এবার ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রবীন্দ্র জাদেজার বাবা। সব দোষ চাপিয়েছেন বউমা রিভাবার ঘাড়ে। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিয়ের তিন মাস পর থেকেই আমাদের সঙ্গে কোনও সম্পর্ক রাখেনি। ফোনও করে না। বউমা কোনও জাদু করেছে কি না, কে জানে’! এমনকী জাদেজা বউয়ের কথায় ওঠেন, বসেন বলেও অভিযোগ বাবা অনিরুদ্ধ সিং জাদেজার। এবার বাবার বিরুদ্ধে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বাবা অনিরুদ্ধর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জাদেযা। এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছেন তিনি। তার ক্যাপশনে লিখেছেন, ‘স্ক্রিপ্টেড সাক্ষাৎকার নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই’। আর পোস্টে লিখেছেন, ‘অর্থহীন সাক্ষাৎকার। অসত্য কথা, কোনও মানে হয় না। একতরফা গল্প বলা হয়েছে। আমি সমস্ত অভিযোগ অস্বীকার করছি। আমার স্ত্রীর ভাবমূর্তি নষ্টের যে চেষ্টা হয়েছে তা সত্যিই নিন্দনীয় এবং অশোভন। আমারও অনেক কিছু বলার আছে, তবে সে সব প্রকাশ্যে বলব না’।

গুজরাতি দৈনিক ‘দিব্য ভাস্কর’কে সাক্ষাৎকার দিয়েছিলেন জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা। দুঃখ করে বলেছিলেন, ‘ছেলে আমার ফোন ধরে না’। তাঁর অভিযোগ, ‘আমি রবীন্দ্রকে ফোন করি না। ছেলেও আমায় ফোন করে না। আমাকে আর ওঁর প্রয়োজন নেই। ও আমার বাবা নয়, আমি ওর বাবা। ওর আমাকে ফোন করার কথা। এসব মনে পড়লে দুঃখ হয়’। বর্তমানে তিনি জামনগরে একাই থাকেন বলেও জানিয়েছেন জাদেজার বাবা।

ওই সাক্ষাৎকারে অনিরুদ্ধ সিং জাদেজা বলেন, ‘জামনগরে ২বিএইচকে ফ্ল্যাটে একাই থাকি। একজন রান্নাবান্না করে দেয়। আমি নিজের শর্তে বাঁচি। ২বিএইচকে ফ্ল্যাটে এখনও রবীন্দ্রর জন্য একটা ঘর রেখে দিয়েছি’। বাবা-ছেলের মধ্যে সমস্যার শুরু কবে থেকে? অনিরুদ্ধ বলছেন, ‘বিয়ের পরপরই রেস্তরাঁর মালিকানা নিয়ে ঝামেলা হয়। রবীন্দ্র বলে, ওটা রিভাবার নামে লিখে দিতে হবে। এটা নিয়ে ঝামেলা হয়। ওর বোন ভেবেছিল, এখন থেকে ভাই সবকিছুর দেখভাল করবে। তাই সই করে দিয়েছিল’।

আরও পড়ুনঃ Virat Kohli: এর আগে যা কখনও ঘটেনি, এবার সেটাই ঘটল বিরাট কোহলির জীবনে

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন জাদেজা। ঠিক সেই সময়েই পারিবারিক সমস্যা সামনে আসে। তবে স্ত্রীর পাশেই দাঁড়িয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার।

Ravindra Jadeja family dispute: বিস্ফোরক অভিযোগ করেছিলেন বাবা, পাল্টা স্ত্রীর হয়ে ব্যাট ধরে কী বললেন জাদেজা?

বেঙ্গালুরু: ছেলে শাশুড়ির কথায় ওঠে বসে৷ তাঁদের খোঁজও নেয় না৷ ভারতীয় ক্রিকেট দলের তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিলেন তাঁর বাবা অনিরুদ্ধ জাদেজা৷

এমন কি, নিজের পুত্রবধূ রিভাবা জাদেজার বিরুদ্ধেও একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রবীন্দ্র জাদেজার বাবা৷ তিনি আক্ষেপ করেন, ছেলের মাথা খেয়েছে বৌমা৷ এমন কি, বৌমার নজর শুধুমাত্র তাঁদের সম্পত্তির দিকেই বলেও অভিযোগ করেছিলেন ক্রিকেটারের বাবা৷

এই অভিযোগের পাল্টা অবশ্য নিজের স্ত্রীর হয়েই ব্যাট ধরলেন জাদেজা৷ ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডার এক্স হ্যান্ডেলে পোস্ট করে পাল্টা অভিযোগ করেছেন, তাঁর স্ত্রীর ভাবমূর্তি কলুষিত করতেই এমন অভিযোগ করা হয়েছে৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জাদেজা লিখেছেন, সাজানো সাক্ষাৎকারে যা বলা হয়েছে সেগুলিকে উপেক্ষা করুন৷

আরও পড়ুন: কোহলির বাবা হওয়া নিয়ে এবার উল্টো সুর ডিভিলিয়ার্সের, কী বললেন প্রোটিয়া তারকা

জাদেজার বাবা একটি গুজরাতি সংবাদপত্রে এই সাক্ষাৎকার দিয়েছিলেন৷ জাদেজা পাল্টা সমাজমাধ্যমে লিখেছেন, ‘এই সাক্ষাৎকারে যা যা অভিযোগ করা হয়েছে সবই ভিত্তিহীন এবং মিথ্যে৷ এসবই একপেশে অভিযোগ এবং তার সবই আমি খণ্ডন করছি৷ আমার স্ত্রীর ভাবমূর্তি খারাপ করতে যা যা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়৷ আমারও অনেক কিছু বলার আছে কিন্তু আমি জনসমক্ষে বলি না৷’

অনিরুদ্ধ জাদেজা বাবা অভিযোগ করেছিলেন, ছেলে রবীন্দ্র তাঁকে ফোন করেন না৷ তিনি জামনগরের একটি দু কামরার ফ্ল্যাটে একাই থাকেন৷ অনিরুদ্ধ বলেন, আমি নিজের শর্তে বেঁচে আছি৷ আমার একজন পরিচারক আছে৷ সেই আমার রান্না করে দেয়৷ তাঁর আরও অভিযোগ, বিয়ের পরই জাদেজার রেস্তোরাঁ মালিকানা দাবি করেন তাঁর স্ত্রী রিভাবা৷ তা নিয়ে জাদেজা এবং তাঁর স্ত্রীর মধ্যে বিবাদ চরমে ওঠে বলেও দাবি করেন অনিরুদ্ধ৷

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা৷ এই মুহূর্তে বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করছেন তিনি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে জাদেজা চোটের কারণে ছিটকে যাওয়ার পরই তাঁদের পারিবারিক বিবাদের বিষয়টি প্রকাশ্যে আসে৷

Ravindra Jadeja: ‘‘শাশুড়ির কথায় ওঠে-বসে, বউমা আমার ছেলের মাথাটা খেয়েছে’’, রিবাভাকে নিয়ে তোপ জাদেজার বাবার, ছেলেও কম নয়, করলেন এই কাজ

Ravindra Jadeja: ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও বর্ণময় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বাবা তাঁর  পুত্রবধূ রিভাবা জাদেজার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন।
Ravindra Jadeja: ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও বর্ণময় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বাবা তাঁর  পুত্রবধূ রিভাবা জাদেজার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন।
জাদেজার বাবার মত, তিনি জানেন না যে তাঁর পুত্রবধূ তাঁর ছেলের উপর কী জাদু করেছে। জাদেজা ও তাঁর বাবা আলাদা থাকেন। জাদেজার বাবা আরও  বলছেন যে, ছেলের বিয়ের ৩-৪ মাস পর থেকেই পারিবারিক বিবাদ শুরু হয়। তিনি আক্ষেপ করে এও বলেছেন যে  তাঁর ছেলেকে ক্রিকেটার বানানো উচিত হয়নি।
জাদেজার বাবার মত, তিনি জানেন না যে তাঁর পুত্রবধূ তাঁর ছেলের উপর কী জাদু করেছে। জাদেজা ও তাঁর বাবা আলাদা থাকেন। জাদেজার বাবা আরও  বলছেন যে, ছেলের বিয়ের ৩-৪ মাস পর থেকেই পারিবারিক বিবাদ শুরু হয়। তিনি আক্ষেপ করে এও বলেছেন যে  তাঁর ছেলেকে ক্রিকেটার বানানো উচিত হয়নি।
অনিরুদ্ধ জাদেজার বিস্ফোরক অভিযোগ  তাঁর পুত্রবধূ কেবল অর্থ নিয়েই চিন্তিত। সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে চায়৷
অনিরুদ্ধ জাদেজার বিস্ফোরক অভিযোগ  তাঁর পুত্রবধূ কেবল অর্থ নিয়েই চিন্তিত। সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে চায়৷
দিব্যা ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ জাদেজা বলেছেন, '‘সত্যি বলতে কি, রবি বা তার স্ত্রী রিভাবা জাদেজার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমরা একে অপরকে ডাকি না। ১০ বছর ধরে আমি আমার নাতির মুখও দেখিনি। এর চেয়ে ছেলের বিয়ে না হলে ভাল হত। আজ আমাদের এই অবস্থা হতো না।'’ জাদেজার বাবা অত্যন্ত আক্ষেপ করে বলেছেন পুরনো  দিনগুলির কথা মনে  করে বলেন, কীভাবে তিনি প্রহরী হিসেবে কাজ করে তাঁর ছেলেকে ক্রিকেটার বানিয়েছিলেন৷
দিব্যা ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ জাদেজা বলেছেন, ‘‘সত্যি বলতে কি, রবি বা তার স্ত্রী রিভাবা জাদেজার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমরা একে অপরকে ডাকি না। ১০ বছর ধরে আমি আমার নাতির মুখও দেখিনি। এর চেয়ে ছেলের বিয়ে না হলে ভাল হত। আজ আমাদের এই অবস্থা হতো না।’’ জাদেজার বাবা অত্যন্ত আক্ষেপ করে বলেছেন পুরনো  দিনগুলির কথা মনে  করে বলেন, কীভাবে তিনি প্রহরী হিসেবে কাজ করে তাঁর ছেলেকে ক্রিকেটার বানিয়েছিলেন৷
শাশুড়িকে নিয়ে বড় কথা বললেন রবীন্দ্র জাদেজার বাবারবীন্দ্র জাদেজার বাবা তাঁর ছেলে এবং পুত্রবধূর থেকে আলাদা থাকেন৷  জামনগরে ২ বিএইচকে ফ্ল্যাটে থাকেন তিনি।অনিরুদ্ধ জাদেজা তাঁর পুত্রবধূর মা সম্পর্কে বলেছিলেন যে তিনি এখানেই থাকেন। জাদেজার বাবার অভিযোগ রবীন্দ্রের শাশুড়ি প্রবল প্রতাপশালী মহিলা৷ তিনিই সবেতে মাথা গলান এবং হস্তক্ষেপ করেন৷
শাশুড়িকে নিয়ে বড় কথা বললেন রবীন্দ্র জাদেজার বাবা
রবীন্দ্র জাদেজার বাবা তাঁর ছেলে এবং পুত্রবধূর থেকে আলাদা থাকেন৷  জামনগরে ২ বিএইচকে ফ্ল্যাটে থাকেন তিনি।অনিরুদ্ধ জাদেজা তাঁর পুত্রবধূর মা সম্পর্কে বলেছিলেন যে তিনি এখানেই থাকেন। জাদেজার বাবার অভিযোগ রবীন্দ্রের শাশুড়ি প্রবল প্রতাপশালী মহিলা৷ তিনিই সবেতে মাথা গলান এবং হস্তক্ষেপ করেন৷
তিনি রবীন্দ্র জাদেজার বড় বোন নয়নাবার কথাও বলেন৷অনিরুদ্ধ জাদেজা বলেছিলেন যে রবীন্দ্র জাদেজাকে তাঁর বড় বোন  মায়ের মতো প্রতিপালন করেছিলেন, এখন তাঁর সঙ্গেও কোনও সম্পর্ক রাখে না
তিনি রবীন্দ্র জাদেজার বড় বোন নয়নাবার কথাও বলেন৷
অনিরুদ্ধ জাদেজা বলেছিলেন যে রবীন্দ্র জাদেজাকে তাঁর বড় বোন  মায়ের মতো প্রতিপালন করেছিলেন, এখন তাঁর সঙ্গেও কোনও সম্পর্ক রাখে না
এদিকে বাবার এই সব বোমার পর চুপ করে থাকেননি রবীন্দ্র জাদেজাও৷ তিনি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন চিত্রনাট্য বলে দেওয়া হয়েছে এরকম সাক্ষাৎাকারের কোনও গুরুত্ব নেই৷
এদিকে বাবার এই সব বোমার পর চুপ করে থাকেননি রবীন্দ্র জাদেজাও৷ তিনি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন চিত্রনাট্য বলে দেওয়া হয়েছে এরকম সাক্ষাৎাকারের কোনও গুরুত্ব নেই৷
ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন  জাদেজাচোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে। তৃতীয় টেস্ট ম্যাচের জন্য দলে ফিরতে পারেন জাদেজা।
ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন  জাদেজা
চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে। তৃতীয় টেস্ট ম্যাচের জন্য দলে ফিরতে পারেন জাদেজা।

India vs England: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের মধ্যেই খারাপ খবর রোহিতদের জন্য! জেনে নিন বিস্তারিত

বিশাখাপত্তনমে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট ঘুড়ে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। বিশাখাপত্তনম টেস্টে চোটের কারণে দলে নেই কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। সেই জায়গায় খেলছেন রজত পাতিদার ও কুলদীপ যাদব।

দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে নামলেও মাঠের বাইরের খবর কিন্তু চিন্তা বাড়াবে রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়দের। কারণ রবীন্দ্র জাদেজাকে সম্ভবত তৃতীয় টেস্টেও পাওয়া যাবে না। জাদেজার হ্যামস্ট্রিংয়ের চোট সারতে আরও কিছুটা সময় লাগবে। এমনটাই দাবি করা হয়েছে ‘ক্রিকবাজ’ ওয়েবসাইটে। আপাতত এনসিএ-তে চিকিৎসাধীন রয়েছেন রবীন্দ্র জাদেজা।

অপরদিকে, ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকেও হয়তো গোটা সিরিজে পাওয়া যাবে না। বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে দলের বাইরে রয়েছেন শামি। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসা চলছে তাঁর। ইঞ্জেকশনের মাধ্যমে তাঁকে সুস্থ করার চেষ্টা চলছে। আইপিএলে শামি খেলতে পারবেন কিনা সেবিষয়ে কোনও নিশ্চিয়তা পাওয়া যায়নি এখনও।

আরও পড়ুনঃ Sania Mirza: ফের কি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা? টেনিস সুন্দরীর ভাইরাল পোস্ট ঘিরে জোর জল্পনা

আশার খবর বলতে শুধু কেএল রাহুলকে নিয়ে। রাহুলের কোয়াড্রিসেপ্‌সে ব্যথা হয়েছিল। চোটের কারণে দ্বিতীয় টেস্টে দলের বাইরে রয়েছেন তারকা ব্যাটার। তবে রাহুলের চোটের যা পরিস্থিতি তাতে তৃতীয় টেস্টে দলে ফিরতে পারেন তিনি।

India vs England: একসঙ্গে জোড়া ধাক্কা ভারতীয় দলে, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ২ জন তারকা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে ৫ ম্য়াচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারতীয় দল। হায়দরাবাদ টেস্টে ১৯০ রানের লিড নিয়েও ভারতের হার তুলে দিয়েছে একাধিক প্রশ্ন। শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে জোড়া ধাক্কা খেল টিম ইন্ডিয়া।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার কেএল রাহুল ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে রান আউট হওয়ার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান রবীন্দ্র জাদেজা। অপরদিকে, ডান পায়ের থাইয়ের পেশিতে যন্ত্রণার কথা জানিয়েছিলেন কেএল রাহুল।

ভারতীয় দলের তরফ থেকে জানানো হয়েছে আপাতত দ্বিতীয় টেস্টে এই দুই ক্রিকেটারের সার্ভিস পাওয়া যাবে না। তাদের চোটের বর্তমান পরিস্থিতি না জানালেও রাহুল ও জাদেজাকে পাঠানো হচ্ছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজার চোটেরউপর নজর রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ ওলা-উবারে দেখাচ্ছে এক, পরে নিচ্ছে বেশি ভাড়া? জেনে নিন কীভাবে ফেরত পাবেন টাকা

এমনিতেই প্রথম দুই টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি। এবার দলের আরও দুই সিনিয়র ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেল। দ্বিতীয় টেস্ট এমনিতেই টিম ইন্ডিয়ার কাছে ঘুড়ে দাঁড়ানোর লড়াই। তার আগে কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ায় চাপ বাড়ল ভারতীয় দলের উপর।