Ind W vs Pak W: পাকিস্তান বধ করে বিশ্বকাপে অভিযান শুরু ভারতীয় মহিলাদের, ব্যাট -বল দুই বিভাগেই দুরন্ত মেয়েরা

ভারতীয় মহিলা দল – ২৪৪ /৭

পাকিস্তান মহিলা দল – ১৩৭

#মাউন্ট মাউনগুনাই: রবিবার সাত সকালে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ধুন্ধুমার৷ পুরুষদের ক্রিকেট হক বা মহিলাদের ক্রিকেট (Women’s Cricket World Cup 2022) , আজ অবধি পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে কখনও পাকিস্তানের কাছে হারেনি ভারত আর এদিনও সেই ধারাই অব্যহত রাখত মিতালি রাজ এন্ড কোং৷ ব্যাটিং -বোলিং দু বিভাগেই দাপট ধরে রেখে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল ওমেন ইন ব্লু৷ এদিন ভারত বনাম পাকিস্তান ( (IND W vs PAK W)) বিশ্বকাপের  (Women’s Cricket World Cup 2022)  প্রথম ম্যাচে ভারত জিতল ১০৭ রানে৷ এদিন ৪৩ ওভারে ১০ উইকেট খুইয়ে পাকিস্তান ১৩৭ রান করতে পারে৷

এদিন জয়ের জন্য পাকিস্তানের টার্গেট ছিল ২৪৫ ৷ বল হাতে ম্যাচের একটা সময় দাপট দেখালেও ব্যাট হাতে একটা সময়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেনি পাকিস্তান৷ বল হাতে সফলতম রাজেশ্বরী গায়কোয়াড়৷ তাছাড়া ঝুলন গোস্বামী, স্নেহ রানা ২ টি করে উইকেট নেন৷

এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ওপেনার সিদরা আমিনের৷ তিনি ৩০ রান করে ঝুলন গোস্বামীর শিকার৷ তাছাড়া অনেকেই  দু অঙ্কের রান করলেও ২০ কোটাও পেরোতে পারেননি৷

পাকিস্তান মহিলা ক্রিকেট দলের হয়ে এদিন ব্যর্থ পাকিস্তান অধিনায়ক বিসমা মাহরুফ, তরুণ আলিয়া রাজ, ফতিমা সানারাও৷

ফলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বধ করে এবারে মহিলা ক্রিকেট বিশ্বকাপে অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল৷

আরও পড়ুন – Shane Warne Passes Away: প্রতি রাতের ভাড় ১০০০ ডলার! ‘বন্ধুদের’ সঙ্গে এই রিসর্টে ছুটি কাটাতে গিয়েই মৃত্যু ওয়ার্নের

মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women’s Cricket World Cup 2022)  মুখোমুখি ভারতীয় মহিলা দল ও পাকিস্তান মহিলা দল (IND W vs PAK W)৷ নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইতে শুরুটা মন্দ হয়নি ভারতীয় মহিলা দলের৷  টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মিতালি রাজ৷

ওপেন করতে নেমে চাপের ম্যাচে শুরুটা ভালই করেন স্মৃতি মান্ধনা (Smriti Mandhana) ৷ কিন্তু মারকুটে শেফালি ভর্মা চাপের ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে প্রথমেই ফ্লপ৷ তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান৷ তারপর দীপ্তি শর্মার সঙ্গে জুটিতে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে শুরু করেন স্মৃতি মন্ধানা৷ তাঁদের জুটিতে ওঠে ৯২ রান ৷ স্মৃতি ৫২ রান করেন ও দীপ্তি ৪০ রান করেন৷

কিন্তু এরপর ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মিতালি রাজ ও হরমনপ্রীত কউর৷ দুজনেই ভারতীয় মহিলা দলের নির্ভরযোগ্য ব্যাট ৷ ভারতীয় মহিলা দল বনাম পাকিস্তান মহিলা দলের বিশ্বকাপের ম্যাচে মিতালি ৯ ও হরমনপ্রীত ৫ রান করেন৷ ফ্লপ বাংলার রিচা ঘোষও তিনি ১ রান করেন৷ এই সময় ম্যাচের ওপর চেপে বসেছিল পাকিস্তান মহিলা দল৷

আরও পড়ুন – Shane Warne Passes Away: প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন

কিন্তু সপ্তম উইকেট জুটিতে স্নেহা রানা ও পূজা ভাৎসাকর জুটিতে ১০০ রান তুলে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতকে ম্যাচে ফেরান৷  স্নেহ ও পূজা দুজনেই অর্ধশতরান পূরণ করেন৷ স্নেহ ৪৮ বলে ৫৩ রান করেন৷ অন্যদিকে পূজা ৫৯ বলে ৬৭ রান করেন৷ স্নেহ-র এটা বিশ্বকাপে প্রথম ম্যাচ৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই ধরণের পারফরম্যান্সে সকলেরনজর কাড়লেন তিনি৷

সকলের সহযোগিতায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান করেন তাঁরা৷ এদিন ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তানের হয়ে নিদা দার, নাসরা সান্ধু ২ টি করে উইকেট নেন৷