Tag Archives: ICC Women’s World Cup 2022

Women World Cup: দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড

ইংল্যান্ড – ২৯৩/৮
দক্ষিণ আফ্রিকা -১৫৬ (৩৮ ওভার)

ইংল্যান্ড জয়ী ১৩৭ রানে

#ক্রাইস্টচার্চ: মহিলাদের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে চিরশত্রু ইংল্যান্ড। এবারের টুর্নামেন্ট একেবারেই নিজেদের চেনা ছন্দে শুরু করতে পারেনি ইংল্যান্ড মহিলা দল। প্রথম তিনটে ম্যাচ হারতে হয়েছিল। কিন্তু ভারতকে হারানোর পর থেকে ছন্দ খুঁজে পায় তারা। মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে সহজ জয় পেল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানে হারাল তারা।

আরও পড়ুন – Symonds on Shane Warne : ক্যাসিনোয় জেতা টাকা মোজার মধ্যে লুকিয়ে রাখতেন শেন ওয়ার্ন! জানুন মজার কাহিনী

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রান করে ইংল্যান্ড। শতরান করেন ড্যানিয়েল ওয়াট। তার পরে মাত্র ১৫৬ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দেয় হেদার নাইটের দল। একদিনের ক্রিকেটে মহিলাদের বিশ্বের এক নম্বর বোলার সোফি একলেস্টোন ৬ উইকেট নেন।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লুস। শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের।

বিউমন্ট, নাইট, শিভার রান পাননি। ওপেনার ওয়াট একদিকে ধরে খেলছিলেন। তাঁর সঙ্গে জুটি বাঁধেন অ্যামি জোনস। তিনি আউট হলে ডাঙ্কলির সঙ্গে মিলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওয়াট। দু’জনের মধ্যে ১১৬ রানের জুটি হয়। দুরন্ত খেলেন ওয়াট। সেমিফাইনালে শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ১২৯ রান করে সাজঘরে ফেরেন তিনি।

ডাঙ্কলি ও একলেস্টোন মিলে দলের রানকে ৩০০-র কাছে নিয়ে যান। ৬০ রান করে আউট হন ডাঙ্কলি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৯৩ করে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটার লরা উলভার্টকে আউট করেন শ্রাবসোল। সেই শুরু। তার পর থেকে নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। কোনও বড় জুটি হয়নি। দারুণ বল করলেন স্পিনার একলেস্টোন।

তিনি কেন মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বের সেরা বোলার তা দেখিয়ে দিলেন। শেষ পর্যন্ত ৩৮ ওভারে ১৫৬ রান অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ইংল্যান্ড। হিদার নাইট জানিয়েছেন দলগত পারফরম্যান্স করেই সম্ভব হয়েছে এই জয়।

ফাইনালে অস্ট্রেলিয়াকে ফেভারিট বলছেন তিনি। তবে নিজেদের আন্ডারডগ মনে করলেও রবিবার নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে বার্তা দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।

Mithali Raj : অবসর নেবেন নাকি? মেয়েদের বিশ্বকাপে বিদায়ের পর কী বলছেন মিতালি রাজ ?

#ক্রাইস্টচার্চ: আইসিসি মহিলা বিশ্বকাপে মিতালি রাজ ব্যাটসম্যান হিসেবে ভাল-মন্দ মিশিয়ে খেলেছিলেন। একেবারেই ধারাবাহিক ছিলেন না। বারবার প্রশ্নের মুখে পড়েছে তার অধিনায়কত্ব। সব মিলিয়ে মিতালির থেকে আরো বেশি কিছু আশা করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বলে হেরে ভারতীয় মহিলা দল বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। ভারতের বিদায়ের সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে, তবে কি কেরিয়ারের শেষ বিশ্বকাপটি খেলে ফেললেন অধিনায়ক মিতালি রাজ এবং প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী।

আরও পড়ুন – Rohit Sharma, Mumbai Indians: এবার ঘুম থেকে উঠতে হবে মুম্বইকে, কড়া বার্তা অধিনায়ক রোহিত শর্মার

ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, আমি ভবিষ্যতের জন্য সত্যি বলতে কিছু পরিকল্পনা করিনি। আমাদের মতো খেলোয়াড় বা অ্যাথেলিটদের জন্য এই ধরনের ব্যর্থতা যেমনটা বিশ্বকাপে হল, গ্রহণ করাটা খুব কঠিন হয়। কারণ দীর্ঘদিন যার জন্য নিজেকে তৈরি করা হয়, সেই লক্ষ্যে পৌঁছতে না পারলে এই ছিটকে যাওয়া বা ব্যর্থতা মেনে নিতে এবং ভবিষ্যত যা ঠিক করে রেখেছে প্রতিটা খেলোয়াড়ের জন্য তা গ্রহণ করতে সময় লাগে।

তবে, ভারতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন কি না, তা স্পষ্ট করেননি মিতালি। তিনি বলেছেন, এই বিষয়ে কিছু মন্তব্য করাটা আমার জন্য ঠিক হবে না। বিশেষ করে যেই ধরনের ম্যাচ আমরা খেলেছি, আমি বলেছি আবেগটা এখনও একই রকম রয়ে গিয়েছে। ফলে এই বিষয়ে পরিষ্কার কিছু ছবি আমি তুলে ধরার আগে বিষয়টাকে একটু স্বাভাবিক হতে দিন।

মিতালির মতোই এটাই হয়তো শেষ বিশ্বকাপ ছিল ঝুলন গোস্বামীর। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচেই দলের সঙ্গে মাঠে থাকতে পারলেন না ঝুলন। মহিলা ক্রিকেটের এই কিংবদন্তির অুপস্থিতি ভারতীয় দল প্রতিনিয়ত টের পেয়েছে জানিয়েছেন মিতালি। তিনি বলেছেন, আমি নিশ্চিত ও থাকলে একটা ফারাক গড়ে দিত। দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে, এই রকম চাপের ম্যাচ বিভিন্ন দলের বিরুদ্ধে বিভিন্ন উইকেটে খেলেছে।

ওর মতো একজন অভিজ্ঞ বোলার যদি বোলিং ইউনিটকে নেতৃত্ব দিতে পারত তা হলে স্পষ্টতই ফারাক তৈরি হত। ওর নিজেরও খারাপ লাগছে ভারতের শেষ ম্যাচে মাঠে না থাকতে পারায়। অনুশীলনের সময়ে ওর হালকা টান লাগে। ম্যাচের আগে যা ও কাটিয়ে উঠতে পারেনি।

আমরা শেষ চারের যোগ্যতা অর্জন করতে চেয়েছিলাম ওকে আর একটা ম্যাচ সুযোগ দেওয়ার জন্য সেমিফাইনালে। কিন্তু সেটা আর হল না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মিতালির এবার অবসর নেওয়া উচিত বলে স্লোগান উঠে গিয়েছে অনেক আগেই।

Ind W vs SA W: হাড্ডাহাড্ডি ম্যাচে হার ভারতের, মিতালির নজিরের ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায়

#ক্রাইস্টচার্চ: আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের (ICC Women’s World Cup) সেমিফাইনালে পৌঁছনো হল না ভারতের৷ ভারত বনাম  দক্ষিণ আফ্রিকার (Ind W vs SA W) বিরুদ্ধে লড়াইতে ৩ উইকেটেজয় জিতে যায় দক্ষিণ আফ্রিকা৷ দক্ষিণ আফ্রিকা ২৭৫ রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে জয়ের লক্ষ্যপূরণ করে নেয়৷ এদিন বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচ জিততেই হত৷ কিন্তু মিতালি রাজ (Mithali Raj ) এন্ড কোং তা পারেনি৷ রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জিতে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা৷

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত ৷ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে ভারতীয় মেয়েরা৷ এদিন যস্তিকা ভাটিয়া ছাড়া সফল টপ অর্ডারের বাকি ব্যাটসম্যানরা৷ স্মৃতি মন্ধানা ৭১, শাফালি ভর্মা ৫৩, মিতালি রাজ ৬৮, এবং হরমনপ্রীত কউর ৪৮ রান করেন৷

এদিনের অর্ধশতরানের ফলে মিতালি রাজ এক অভিনব রেকর্ডের মালিক হলেন৷ তিনি সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করা এবং সবচেয়ে বেশি বয়সে অর্ধশতরান করা মহিলা ক্রিকেটার হন৷

আরও পড়ুন- IPL 2022: ‘ছদ্মবেশে ধোনি নাকি’ শেলডন জ্যাকসনকে দেখে মন্তব্য সচিনের, ভাইরাল ভিডিও

এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে মাসবাটা ক্লাস এবং শাবনিম ইসমাইল ২ টি করে উইকেট নেন৷

এদিকে রান তাড়া করতে নেমে ভালই লড়াই করে ৷ শুরুতেই ওপেনার লিজ লি-কে রানআউট করে দেন৷ কিন্তু এরপর লউরা , লারা জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যান৷

ভারতের হয়ে সফল বোলার রাজেশ্বরী গায়কোয়াড়, হরমনপ্রীত কউর ২ টি করে উইকেট নেন৷

কিন্তু দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের পেরেজ -কাপরা সকলেই দলকে লড়াকু ব্যাটিং দিয়ে জয় এনে দেন৷

এদিনের হারের ফলে এবারের মত মহিলা ক্রিকেট বিশ্বকাপে অভিযান শেষ হয়ে গেল ভারতীয় মহিলা দলের৷

বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ড খারাপভাবে হারলে নেট রানরেটে এগিয়ে যেতে পারত ভারত কিন্তু তা না হওয়ায় সেমিফাইনালে আর যাওয়া হল না ভারতের৷

ICC Women’s World Cup 2022: বাউন্ডারির ধারে উড়ে গিয়ে এক হাতে ধরলেন ক্যাচ, ভাইরাল ভিডিও

#ওয়েলিংটন: আইসিসি মহিলা বিশ্বকাপে  (ICC Women’s World Cup 2022) অস্ট্রেলিয়া নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে৷ মেগ ল্যানিংয়ের  (Meg Lanning) অধিনায়কত্বে দল ওয়েলিংটনে খেলা বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে জেতে৷ অস্ট্রেলিয়ার এবারের মহিলা বিশ্বকাপে এটা ছ নম্বর জয়৷ লিগ ম্যাচে একটাও হারেনি আর সেমিফাইনালের টিকিট কেটেছে তারা৷ এই খেলায় অ্যাসাই গার্ডেনর (Ashleigh Gardner) এক হাতে এমন ক্যাচ ধরেন যাকে গোটা ক্রিকেট দুনিয়া সেলাম করছে৷ আর সেই ক্যাচের ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দক্ষিণ আফ্রিকা দারুণ খেলে ৫ উইকেটে ২৭১ রান করে৷ আর অস্ট্রেলিয়া ৪৫.২ ওভারে মাত্র ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ অধিনায়ক মেগ লৈনিগ ১৩৫ রান করে৷ আর তিনি নট আউট ছিলেন৷ দক্ষিণ আফ্রিকার ওপেনার লৌরা ৯০ রান করেন৷  তিনি অল্পের জন্য শতরান হাতছাড়া করেন৷ এরমধ্যেই মিগ্রন ডু প্রিজের ক্যাচ নেন অ্যাশলে গার্ডনর এক হাতে এক অবিশ্বাস্য ক্যাচ ধরেন৷ তাঁর এই ক্যাচের ভিডিও – সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)  হয়েছে৷

 দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৪৬ তম ওভারে এই ঘটনা ঘটে৷ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জোনসেন বল করছিলেন৷ মিগ্রন ডু প্রিজ নিজের বল ডিপ মিড উইকেটে ওপর দিয়ে শট মারার চেষ্টা করেন৷ বাউন্ডারি প্রায় পেরিয়েই যাচ্ছিল এমন অবস্থায় উড়ন্ত এক হাতে ক্যাচ ধরেন অস্ট্রেলিয়ায় অ্যাশলে গার্ডন৷

দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৪৬ তম ওভারে এই ঘটনা ঘটে৷ অবিশ্বাস্য এই ক্যাচের ভিডিও এখন ভাইরাল৷ আর সব ক্রিকেটপ্রেমীই মজেছেন এই ভাইরাল ভিডিও দেখায়৷

ICC Women’s World Cup 2022: কুর্নিশ স্মৃতি মন্ধানা, আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রানের মালকিন ভারতীয় কন্যা

#হ্যামিলটন: ভারতীয় মহিলা ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) আন্তর্জাতিক ক্রিকেটে এক বড় মাইলস্টোন পেরোলেন৷ মহিলা বিশ্বকাপে (ICC Women’s World Cup 2022) ভারত বনাম বাংলাদেশ (Ind vs Ban) ম্যাচে ব্যাট করার সময় আন্তর্জাতিক কেরিয়ারে ৫হাজার রান পূরণ করলেন তিনি৷ স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) নিউজিল্যান্ডের হ্যামিলটনে মহিলা বিশ্বকাপের মঞ্চে এই কৃতিত্ব অর্জন করলেন৷ বাঁহাতি স্মৃতির এবারের বিশ্বকাপে পারফরম্যান্স বেশ ভাল , তিনি ভারতীয় দলের জার্সিতে এখনও অবধি ২৫০ রান করে ফেলেছেন৷

স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup 2022) ২২ তম লিগ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৭ রান পূরণ করার সঙ্গে সঙ্গেই ৫০০০ রান পূরণ করে নেন৷ তিনি তারপরেই মহিলা ক্রিকেটে ৫০০০ রান বানানো এলিট ক্লাবে সামিল হয়ে যান৷ ভারত বনাম বাংলাদেশ (Ind vs Ban) ম্যাচে তিনি মোট ৩০ রান করেন৷ ৫১ বলে ৩ টি চারের সাহায্যে ৩০ রান করেন৷ মন্ধানা এরপর বড় রানের দিকে যখন খেলতে যাচ্ছিলেন তখন তিনি আউট হয়ে যান৷

আরও পড়ুন – How to get Easy Loan: ব্যবসার জন্য লোন? এক নজরে দেখে নিন সেরা সুযোগ দিচ্ছে কোন ব্যাঙ্ক

এদিকে স্মৃতি মন্ধানা এই কৃতিত্ব অর্জন করার পর ট্যুইটে তাঁকে নেটিজেনরা শুভেচ্ছা জানান৷

এই ম্যাচে স্মৃতি মন্ধানা র জন্য নিশ্চিতভাবেই বিশেষ৷ বাঁ হাতি ব্যাটসম্যান স্মৃতি একদিনের ক্রিকেট ২৭১৭ রান করেছেন৷ টেস্টে ক্রিকেটে িনি ৩২৫ রান করেছে, এবং টি টোয়েন্টিতে ১৯৭১ রান করেছেন৷ টি টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ব্যাট থেকে ধামাক হয়৷ এইভাবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজার রানের মালিক হলেন৷ এর আগে ভারতীয় মহিলাদের মধ্যে মিতালি রাজ ও হরমনপ্রীত কউর এই কৃতিত্ব অর্জন করেছেন৷

Mithali Raj, IND vs AUS : বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখন বাঁচা-মরার ম্যাচ মিতালিদের

#অকল্যান্ড: নিজে দীর্ঘদিন রানের মধ্যে ছিলেন না। প্রথম চারটে ম্যাচে চূড়ান্ত ফ্লপ ছিলেন মিতালি রাজ। আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার ছিল ভারতীয় অধিনায়কের। ৬৮ করলেন মিতালি। ভরসা দিলেন। বুঝিয়ে দিলেন এবার তিনি ফর্মে ফিরছেন। মিতালি রাজ যখন ব্যাট হাতে ক্রিজে আসেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত তখন ২৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে। সেখান থেকে যস্তিকা ভাটিয়াকে সঙ্গে নিয়ে ভারতের ক্যাপ্টেন দলের প্রাথমিক ব্যাটিং বিপর্যয় রোধ করেন।

আরও পড়ুন – AUS vs IND, Women World Cup : বড় রান করেও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের মেয়েদের, দুরন্ত মেগ ল্যানিং

তৃতীয় উইকেটের জুটিতে ১৩০ রান যোগ করেন মিতালি ও ভাটিয়া। শেষে দলগত ১৫৮ রানের মাথায় আউট হন যস্তিকা। বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি তৃতীয় উইকেটের জুটিতে সব থেকে বেশি রানের পার্টনারশিপের রেকর্ড। এর আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ ও তৃষার নামে। ২০১৩ বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে তৃতীয় উইকেটের জুটিতে দু’জনে যোগ করেন ১২২ রান।

অস্ট্রেলিয়ার কাছে হারের পর মিতালি বলেন এত কাছে এসেও শেষ ওভারে হেরে যাওয়া হজম করা কঠিন। ব্যাটিং ইউনিট আজকে পারফর্ম করলেও বোলিং ইউনিট নিজেদের মেলে ধরতে পারেনি। জঘন্য ফিল্ডিং করেছে ভারত। মিতালি মনে করেন দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে পরের দুটো ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাস্ট উইন।

না জিতলে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে ভারতের মেয়েদের। মিতালি মেনে নিলেন অস্ট্রেলিয়ার ওপেনারদের এবং ল্যানিংকে আটকাতে যে ধরনের বোলিং দরকার ছিল, তেমনটা আজ করতে ব্যর্থ হয়েছে বোলাররা। ফিল্ডিং ছিল অত্যন্ত সাধারণ। তবে তিনি আশাবাদী বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেয়েরা নিজেদের সবকিছু উজাড় করে দেবে।

প্রত্যেকেই জানে তাদের কাছে মানুষের প্রত্যাশা কি। পাশাপাশি কিংবদন্তি ঝুলন গোস্বামীর ২০০ ম্যাচের জন্য তাকে শুভেচ্ছা জানান মিতালি। দীর্ঘ ক্যারিয়ারে যেভাবে খেলে চলেছেন ঝুলন, সেটা ভারতের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলছেন মিতালি।

IND vs AUS, Smriti Mandhana: সামনে দুরন্ত অস্ট্রেলিয়া! ঝুলনের দুশোতম ম্যাচে নতুন শপথ ভারতের মেয়েদের

#অকল্যান্ড: পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। কিন্তু নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ততটাই খারাপ প্রদর্শন করেন মিতালি, দীপ্তি, হারমানপ্রীতরা। শনিবার ভারতের মেয়েদের সামনে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের সেরা দল। সবচেয়ে ধারাবাহিক। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেন ভারতকে সতর্ক করে বলেছেন অস্ট্রেলিয়াকে হারাতে গেলে শুধু ভাল খেললে হবে না, দুর্ধর্ষ কিছু করতে হবে।

আরও পড়ুন – Rodger Federer helps Ukraine : মানবিক রজার ফেডেরার! যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দিলেন বিশাল আর্থিক সহায়তা

তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারতীয় শিবির ভয় পেতে রাজি নয়। নিউজিল্যান্ডের মাটিতে দোল উৎসবে মেতেছিল ভারতের মেয়েরা। দলের কোচ এবং সাপোর্ট স্টাফরাও মজা করলেন। তবে আনন্দ করলেও মিশন অস্ট্রেলিয়া নিয়ে সতর্ক ভারতের মেয়েরা। স্মৃতি মান্ধনা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অস্ট্রেলিয়া নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা দল। বিশ্বকাপে দুরন্ত খেলছে।

কিন্তু মনে রাখতে হবে ২০২১ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে আমরা দুরন্ত লড়াই করেছিলাম। ১-২ ব্যবধানে হেরে গেলেও প্রচুর ঘাম ঝরাতে হয়েছিল ওদের। তাছাড়া ২০১৭ বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। আমরা জানি এই মুহূর্তে ওদের হারানো প্রচন্ড কঠিন। কিন্তু অসম্ভব নয়। অস্ট্রেলিয়া দলের রয়াচল হেনস্ সবচেয়ে বিপদজনক খেলোয়াড় মনে করেন স্মৃতি।

এছাড়াও অধিনায়ক মেগ ল্যানিং, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার ম্যাচের ভোল পাল্টে দিতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে অনেক পিছিয়ে ভারত। ৪৯ বারের সাক্ষাৎকারে মাত্র ১০ বার জিতেছে ভারত। তবে স্মৃতি মনে করেন ইডেন পার্কে ম্যাচটার গুরুত্ব ভারতীয় দলের সকলেই জানেন। পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, মেঘনা সিং, ঝুলন গোস্বামীদের বোলিং ইউনিটের ওপর অনেকটা নির্ভর করবে অস্ট্রেলিয়াকে কত কম রানে আটকে দিতে পারে ভারত।

পাশাপাশি ভারত যদি প্রথমে ব্যাট করে তাহলে দুজন ওপেনার ভাটিয়া এবং স্মৃতিকে আগ্রাসী অথচ ঝুঁকিহীন ক্রিকেট খেলতে হবে। অধিনায়ক মিতালি চারটি ম্যাচে ডাহা ব্যর্থ। তাকে সামনে থেকে পারফর্ম করতে হবে। এই ম্যাচে তার কাছে অনেক কিছু প্রমাণ করার। অধিনায়ক হিসেবে তার খেলা নিয়ে সংবাদমাধ্যমে কাটাছেড়া চলছে জানেন মিতালি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল রান করতে পারলে সমালোচনা বন্ধ করা সম্ভব মনে করেন তিনি। তবে অস্ট্রেলিয়াকে হারাতে গেলে ভারতকে টিম গেম খেলতে হবে। প্রত্যেককে অবদান রাখতে হবে। ক্রিকেটে অসম্ভব বলে কিছু হয় না। এই ম্যাচটা ভারত আন্ডারডগ হিসেবে শুরু করলেও জিতে গেলে আত্মবিশ্বাসের চূড়োয় উঠে যাবে।

Ind W vs Eng W: ছোট টার্গেট বাঁচানোর ভারতীয় বোলারদের মরিয়া চেষ্টা জলে, জিতে গেল ইংল্যান্ড

#মাউন্ট মাউনগুনাই : মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে (Women’s world cup 2022) ভারত বনাম ইংল্যান্ড (Ind W vs Eng W) ম্যাচে কোনও মিরাকেল হল না৷ জয়ের জন্য প্রয়োজন ১৩৫ রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ম্যাচ জিতে নিলেন ইংল্যান্ডের মেয়েরা৷ ৩১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড৷ অধিনায়ক হেথার নাইট ৫৩ রানে অপরাজিত থাকেন৷

দুর্বল নড়বড়ে ব্যাটিং ভারতীয় মেয়েদের৷ গত ম্যাচেই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর এদিন একেবারে বড় হোঁচট খেল ভারতীয় মেয়েরা৷ এদিন টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ এদিন ভারত বনাম ইংল্যান্ড  (Ind vs Eng) ম্যাচে ভারত অলআউট হয়ে যায় ৩৬.২ ওভারে ১৩৪ রানে৷

এদিন ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড৷ ঝুলন গোস্বামী এবং মেঘনা সিং দুই ওপেনারকেই তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেন৷ মাত্র ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড৷ তখন মনে হচ্ছিল যে হয়ত ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়টা সহজ হবে না৷ কিন্ত এরপর আর কোনও ভুল করেনি ইংলিশ ব্যাটসম্যানরা৷

আরও পড়ুন – Weather Update: বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ, কী হবে পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট

ট্যামি বেমাউন্ট এবং ড্যানি ওয়েটের ১ রান করে দুজনেই আউট হয়ে যান৷ অধিনায়ক হেথার নাইট এবং ন্যাট সিভার জুটি বেঁধে ছোট্ট জয়ের টার্গেটের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন৷  অধিনায়ক হেথার অর্ধশতরান করেন৷ সিভার অবশ্য একটুর জন্য অর্ধশতরান মিস করেন৷ তিনি ৪৫ রানে আউট হয়ে যান৷

অ্যামি জোন্স , সোফিয়া ডাঙ্কলে, ক্যাথরিন ব্রান্ট পরপর আউট হয়ে যান৷ ডাঙ্কলে ও ব্রান্টকে পরপর ফিরিয়ে দেন মেঘনা সিং৷ দুবারই আউট করতে সাহায্য করেন উইকেটরক্ষক রিচা ঘোষ৷

বিশ্বকাপে (Women’s world cup 2022) ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচ  ভারতীয় দলের টপ ও মিডল অর্ডার ইংল্যান্ড বোলিংয়ের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে৷ বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা৷ এদিনও তিনি রান পান৷ তিনি  ৩৫ রান করেন৷

ফের ফ্লপ যস্তিকা ভাটিয়া, অধিনায়ক মিতালি রাজ এবং দীপ্তি শর্মা৷ এঁরা যথাক্রমে ৮,১ এবং ০ করে প্যাভিলিয়নে ফিরে যান৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে শতরান করা হরমনপ্রীত কউর এদিন কিছু বিশেষ করতে পারেননি৷ তিনি আউট হয়ে যান ১৪ রানে৷ ব্যর্থ স্নেহ রানাও৷

আরও পড়ুন – Horoscope 16 March: সব রাশির জাতক জাতিকার দেখে নিন আজকের রাশিফল

এদিকে রিচা ঘোষ ও এবারের মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচের সুপার পারফরমার পূজা বস্ত্রকার হয়ত কিছু মিরাকেল করতে পারেন এমন আশায় যখন বুক বাঁধছিলেন ভারতীয় মহিলা দলের ফ্যানরা তখন পূজাও আউট হয়ে যান৷

আরও পড়ুন – Job Vacancy: ভারতীয় সেনাবাহিনীতে প্রচুর পদে ভ্যাকেন্সি, বেতন হতে পারে ১,৭৭,৫০০ টাকাও

ইংল্যান্ডের হয়ে চার্লি ডিন ৪, আন্যা স্রাবসোল ২ উইকেটের আগুনে বোলিং করেন৷ তাঁদের বোলিং দাপটেই কুঁকড়ে যায় ভারতের টপ ও মিডল অর্ডার৷

এদিন অবশ্য বাংলার রিচা ঘোষ এবং ঝুলন গোস্বামী জুটি বেঁধে ভারতীয় দলকে শতরানের গণ্ডি পেরোয় ভারতীয় দল৷ ৭১ রানে ৬ উইকেট হারানোর পর ৮৬ রানে ৭উইকেট হয়ে গিয়েছিল ভারতের৷ ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচে এরপর তাদের পরের উইকেট হারায় ৷ ভারত অলআউট হয়ে যায় ৩৬.২ ওভারে ১৩৪ রানে৷  এদিন রিচা ঘোষ ৩৩ রান করে রানআউট হন৷ ঝুলন গোস্বামী ২০ রান করে আউট হন৷

Women’s World Cup: পাকিস্তানকে হারিয়ে এবারের বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

#হ্যামিলটন: বাংলাদেশ এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women’s Cricket World Cup ) নিজেদের প্রথম জয় পেল৷ হ্যামিলটনের সেডন পার্কে পাকিস্তান বনাম বাংলাদেশে ম্যাচে বাংলাদেশ মহিলা দল জিতল৷ রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৯ রানে হারায় পাকিস্তানের মেয়েদের৷

এদিন দুজনেই যখন খেলতে নেমেছিল পয়েন্ট টেবলের একদম তলানিতে থাকা দুই দলের মধ্যে লড়াই হয়েছিল৷ কিন্তু  সেই ম্যাচে টানটান৷ এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক৷ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৩৪ রান করে৷  বাংলাদেশের হয়ে ফরগানা হক সর্বোচ্চ ৭১ রান করেন৷ পাকিস্তানের হয়ে নাসরা সান্ধু সবচেয়ে বেশি ৩ উইকেট নেন৷

এদিকে রান তাড়া করতে নেমে সিদ্রা আমেনের শতরানে ভর দিয়ে ভালই লড়াই করে পাকিস্তান৷ তবে অবশ্য সিদ্রা পাশে দাঁড়ানোর মতো বিশেষ কাউকে পাওয়া যায়নি৷ ৯ উইকেটে ২২৫ রান করে ৫০ ওভারে৷ ফলে তারা মাত্র ৯ রানে হেরে যায়৷

আরও পড়ুন – Explained: প্রতিশোধের জ্বলন্ত প্রমাণ, দেশের আকাশ পথ বন্ধ করে ভারতের ক্ষতি করছে রাশিয়া

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা৷ এদিকে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ৩ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা মহিলা দল৷ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে  টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা৷ এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড মহিলা দল ৯ উইকেটে ২৩৫ রান করে৷ এদিকে দক্ষিণ আফ্রিকা ৪৯.২ ওভারে ৭ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷

Mithali Raj, Women World Cup : বুধবার সামনে ইংল্যান্ড! লড়াই অনেক কঠিন হবে মানছেন মিতালি, ঝুলনরা

#হ্যামিলটন: ভারতের মহিলা ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেও, উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ অধিনায়ক মিতালি রাজ। হাতে দুটো দিন সময়। তারপর বুধবার লড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল ভারতের মেয়েদের। এবারের বিশ্বকাপে অবশ্য অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে হেরেছে ইংল্যান্ড।

আরও পড়ুন – Gavaskar on Mohammed Shami : প্যাট কামিন্স, অ্যান্ডারসনদের সঙ্গে শামিকে একই জায়গায় রাখছেন সুনীল গাভাসকার

কিন্তু তামসিন বেমন্ট, ন্যাট শিভার, হিদার নাইটদের মত ক্রিকেটার রয়েছে ইংল্যান্ড দলে। তাই তাদের হালকা করে দেখার জায়গায় নেই ভারত। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল ভারত। পরের ম্যাচে আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬২ রানে হারের জেরে বেশ চাপে পড়ে গিয়েছিলেন মিতালি রাজরা।

তৃতীয় ম্যাচে শনিবার তাঁরা মুখোমুখি হন ওয়েস্ট ইন্ডিজ। যারা তাদের প্রথম দুটি ম্যাচে জয়ের পরে ভারতের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে হার মানে ভারতের জন্য কার্যত বিশ্বকাপের অভিযান শেষ হয়ে যেত। তবে ম্যাচে স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌরের অসাধারণ শতরানে ভর করে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে দল। ম্যাচ শেষে অধিনায়িক মিতালি রাজ জানিয়ে দিলেন এর থেকে আর বেশি তিনি কী বা চাইতে পারেন!

সতীর্থাদের ‘স্পেশাল’ পারফরম্যান্সকে কুর্নিশ জানান তিনি। মিতালি বলেন যে পারফরম্যান্স আমরা করেছি তার থেকে আর ভাল কী আমি চাইতে পারি! ম্যাচে মেয়েদের মধ্যে আমি নার্ভাস এনার্জি কাজ করতে দেখেছি। আজকের ম্যাচ জিততে স্পেশাল এফর্ট দরকার ছিল। দু’টি ম্যাচে জিতে এই ম্যাচে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। আমরা বড় ব্যবধানের আগের ম্যাচ হারের পরে নেমেছিলাম।

মিতালি আরও যোগ করেন আমাদের ধারাবাহিক হতে হবে। কারণ পরের ম্যাচের ভেন্যু এবং বিপক্ষ দুই আলাদা। আমাদের পরিকল্পনা ও ম্যাচ অনুযায়ী বদলাবে। নবীন ক্রিকেটারদের দলে উপস্থিতি সবসময় খুব ভাল। ম্যাচে আমরা যেভাবে বলটা করতে চেয়েছি তা করতে পারিনি। অনেক বেশি শর্ট বল করেছি। হরমন এবং স্মৃতি দুজনেই অসাধারণ ব্যাট করেছে। আমাদের হয়ে যে শুরুটা ওরা করেছিল তা অসাধারণ।

অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই অনেক বেশি কঠিন হবে মনে করেন মিতালি। লম্বা ইনিংস খেলতে না পারলেও ওপেনিংয়ে যস্তিকা ভাটিয়া বেশ আক্রমনাত্মক মনে করেন মিতালি। এছাড়া ঝুলন গোস্বামী দুর্দান্ত রেকর্ড স্পর্শ করায় দলের আত্মবিশ্বাস আরো বেড়েছে।