IPL 2022: কে হবেন এবারের আরসিবি অধিনায়ক, বড় সিদ্ধান্তের একটা আপডেট দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

#বেঙ্গালুরু: আইপিএল ২০২২ এ   (IPL 2022)  নিজের প্রথম খেতাবের লক্ষ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ৷ আইপিএলের ১৫তম মরশুম শুরু হতে আর হাতে গোনা কয়েকদিনই বাকি- এই অবস্থায় দাঁড়িয়ে এখনও অবধি তারকাখচিত এই দল এখনও নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেনি৷ সকলের মধ্যেই প্রশ্ন গত মরশুমেই বিরাট কোহলি (Virat Kohli)  জানিয়ে দিয়েছিলেন তিনি আর অধিনায়ক থাকবেন না তাহলে কেন এখনও আরসিবি নিজেদের নতুন অধিিনায়কের নাম ঘোষণা করল না! তবে ফ্যানদের  উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়ে নিজেদের নতুন মরশুমের অধিনায়কের বিষয়ে আপডেট দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)  ফ্রাঞ্চাইজি৷

আইপিএল ২০২২   (IPL-2022)   শুরু হবে ২৬ মার্চ থেকে৷ আরসিবি দল ১২ মার্চ সন্ধ্যা ৪ টা নিজেদের নতুন মরশুমের অধিনায়কের নাম ঘোষণা করবে৷ ফ্রাঞ্চাইজি এদিনেই চার্চ স্ট্রিট মিউজিয়াম ক্রস রোডে দলের ১৪ বছর পূর্তির সেলিব্রেশনও করবে৷ নতুন অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি এদিন আইপিএল ২০২২ -র জন্য তাঁদের জার্সি লঞ্চও হবে৷ এরইমধ্যে এই খবরও এসেছে দক্ষিণ আফ্রিকা দল প্রাক্তন অধিনায়ক এবি  ডিভিলিয়ার্সকে (AB De Villiers)  নতুন দায়িত্ব দেওয়া হয়েছে , তিনি দলের মেন্টর হতে পারেন৷

ডিভিলিয়ার্স (AB De Villiers) আইপিএলের গত মরশুমের পরে ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন৷ ফলে এটা নিশ্চিত তিনি আইপিএল ২০২২ খেলবেন না৷ তিনি ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমে অভিষেক ঘটিয়েছিলেন৷ আর ২০১০ অবধি দিল্লি ক্যাপিটাল্সে খেলেছিলেন৷

আরও পড়ুন – Panchangam 9 March: পঞ্জিকা ৯ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

২০১০ সাল থেকে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে  (RCB)  যোগ দেন৷ ২০২১ অবধি আরসিবি-র জার্সিতেই খেলেছেন তিনি৷ কোহলি (Virat Kohli)  ও ডিভিলিয়ার্সের জুটিকে ফ্যানরা খুবই পছন্দ করেন৷ এদিকে এবারের আরসিবি অধিনায়ক হতে পারেন ফ্যাফ ডু প্লেসি (Faf Du Plessis)৷ সূত্রের খবর টিম ম্যানেজমেন্ট বিদেশি এই তারকা খেলোয়াড়কে বাজি করেই আইপিএলে ভাগ্য বদলাতে চাইছে৷