Mother keeps puja oil in Vodka bottle: ভদকার বোতলে রাখা পুজোর তেল! সবার সামনে ছেলেকে ‘ফাঁসিয়ে’ দিলেন মা

#কলকাতা: বাড়িতে পড়ে থাকা যে কোনও অপ্রয়োজনীয় জিনিসকেও কীভাবে কাজে লাগাতে হয়, ভারতীয়দের থেকে তা শিক্ষণীয়৷ বিশেষত ভারতীয় পরিবারের গৃহকর্ত্রীদের কাছে তো কিছুই ফেলনা নয়৷ এমন কি মদের বোতলকেও (Wine Bottle) অভিনব উপায়ে কাজে লাগিয়ে ফেলেন অনেকে৷

মদের বোতলে আলো লাগিয়ে অনেকেই তা বাড়ি সাজানোর কাজে লাগান, কেউ আবার তা দিয়ে শো পিস তৈরি করে ফেলেন৷ কিন্তু পুজোর আয়োজনেও যে মদের বোতল লাগতে পারে, তা কি কেউ কখনও কল্পনাও করতে পেরেছে? যদিও একটি ছবির সৌজন্যে সম্প্রতি নেট ব্যবহারকারীদের সেরকমই অভিজ্ঞতা হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, পুজোর বিভিন্ন উপকরণের মধ্যে একটি ভদকার (Vodka) বোতলও দেখা যাচ্ছে৷ কারণ ভদকার খালি বোতলের মধ্যেই পুজোর জন্য প্রয়োজনীয় তেল ঢেলে রাখা হয়েছে!

আরও পড়ুন: ভাঙল পুরনো সব রেকর্ড, দোলের উইকেন্ডে রাজ্যে মদ বিক্রি ২০০ কোটির

সম্প্রতি সাগর নামে এক ব্যক্তি ট্যুইটারে এই ছবি পোস্ট করেন৷ ওই ব্যক্তির কথায়, ভদকার ফাঁকা বোতলে পুজোর তেল ঢেলে রেখেছেন তাঁর মা৷

ট্যুইটারে সেই ছবি পোস্ট করে ছেলে মজাচ্ছলেই লিখেছেন, ‘পরিবারের কয়েক ডজন সদস্য এই পুজোয় অংশ নিয়েছিলেন, তাঁদের সামনে আমি যাতে যারপরনাই বিড়ম্বনায় পড়ি, আমার মা তা নিশ্চিত করেছেন!’ ছবিতে দেখা যাচ্ছে প্রদীপ, ঘণ্টা, পলতের মতো পুজোর বিভিন্ন উপকরণের সঙ্গে ভদকার বোতল ভর্তি তেল রাখা রয়েছে৷

আরও পড়ুন: বেআইনি মদ বিক্রির অভিযোগে মদ বিক্রেতার উপর চড়াও গ্রামবাসী !

সাগরের পোস্ট করা ছবি দেখে হাসিতে ফেটে পড়েছেন অনেকেই৷ সাগর অবশ্য একজনের কমেন্টের জবাবে জানিয়েছেন, তিনি যে মদ্যপান করেন সে বিষয়ে তাঁর মা অবগত৷ আর সেই কারণেই ইচ্ছাকৃত ভাবে সবার সামনে তাঁকে অস্বস্তিতে ফেলতেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি!

তবে মায়েরা যে সহজে কোনও ধরনের বোতল বা শিশিই ফেলে না দিয়ে সেগুলি ফের কাজে লাগানোর উপরে জোর দেন, এ বিষয়ে সহমত পোষণ করেছেন অনেকেই৷ এক ট্যুইটার ব্যবহারকারী আবার জানিয়েছেন, তাঁর মাও একবার একটি রামের বোতল ফেলে না দিয়ে সেটিকে ফুলদানি হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন!