China Air Crash: যাত্রী সহ ১৩৩ জনকে নিয়ে চিনে ভেঙে পড়ল বিমান, তার পরেই আগুন, দেখুন ভিডিও

 

#গুয়াংঝৌউ: যাত্রী এবং বিমানকর্মী সহ মোট ১৩৩ জনকে নিয়ে চিনে ভেঙে পড়ল একটি বোয়িং ৭৩৭ বিমান (China Air Crash)৷ চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের (China Eastern Airlines) বিমানটি কুনমিং থেকে গুয়াংঝৌউতে যাচ্ছিল৷ গুয়াংসি অঞ্চলে পাহাড়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে৷

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার পর পরই পাহাড়ি ওই বনাঞ্চলে আগুন ধরে যায়৷ ছড়িয়ে পড়ে দাবানল৷ তবে যেভাবে দুর্গম এলাকায় বিমান ভেঙে পড়ার পর আগুন ছড়িয়ে পড়েছে, তাতে যাত্রী এবং বিমানকর্মীদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আশঙ্কা বাড়ছে৷

যদিও বিমান যাত্রী এবং কর্মীদের কী অবস্থা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ দুর্ঘটনার পরই দুর্গম ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে৷ দক্ষিণ চিনের টেং কাউন্টি এলাকায় এলাকায় বিমানটি ভেঙে পড়ে বলে চিনের সরকারি সংবাদমাধ্যমে সিসিটিভি-তে জানানো হয়েছে৷

আরও পড়ুন: ‘বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট?’, কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

বিমানের গতিবিধির উপরে নজর রাখা ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪-এও দেখা গিয়েছে, হঠাৎ করেই বিমানটির উচ্চতা এবং গতি কমতে থাকে৷ যার জেরে বোয়িং বিমানটি ওয়েবসাইটের নজরদারি ব্যবস্থা থেকে হারিয়ে যায়৷

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এমইউ ৫৭৩৫ নম্বরের বিমানটি কুনমিং শহর থেকে বেলা একটা নাগাদ রওনা দিয়েছিল৷ কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও সেটি গুয়াংঝৌউতে পৌঁছয়নি৷