Bangladesh Loss: ৮০ রানে প্যাকআপ বাংলাদেশ, ৩৩২ রান ও সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

#কলকাতা: কেশব মহারাজ এবং সাইমন হার্পার দুজনে মিলে বাংলাদেশকে ৮০ রানে অলআউট করে দিল দক্ষিণ আফ্রিকা  (South Africa) ৩৩২ রানের অন্তরে বড় জয় পাইয়ে দেয়৷ এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচের সিরিজ ২-০ ক্লিন স্যুইপ করে নিল৷ প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৫৩ রান করে৷ জবাবে বাংলাদেশ (Bangladesh) প্রথম ইনিংসে ২১৭ রানে থমকে যায়৷

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (bangladesh vs south africa)  দক্ষিণ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান ডিক্লেয়ার দেয়৷ বাংলাদেশ তাড়া করতে নেমেছিল ৪১৩  রানের বিশাল লক্ষ্য৷ জবাবে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৮০ রানে চিৎপাত হয়ে গিয়েছিল৷ স্পিনার কেশব মহারাজ এবং সাইমন হার্পার দ্বিতীয় ইনিংসে আগুনে বোলিংয়ে ১০ উইকেট নেয়৷ এর আগে প্রথম টেস্টেও দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জিতেছিল সেখানেও এরা আগুনে বোলিং করেছিলেন৷

১৪ ওভারে পরে গিয়েছিল বাকি উইকেট

আরও পড়ুন –Digha Hotel: সমুদ্র ও হোটেলের মধ্যে বস্তি, মার খাচ্ছে হোটেল ব্যবসা, তারপর…

কেশব মহারাজ ৪০ রান দিয়ে ৭ আর হার্পার ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন৷ বাংলাদেশ ৩ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে শুরু করেছিল৷ কিন্তু মাত্র ১৪ ওভারেই তাদের বাকি উইকেট পড়ে যায়৷ বাংলাদেশ টেস্ট সিরিজে দুটি টেস্টেই হেরে গেলেও একদিনের সিরিজ ২-১ এ সিরিজ জিতেছিল৷

এটা প্রথম সুযোগ নয় যখন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও সিরিজ জিতেছিল৷ বাংলাদেশের জন্য দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান করেন লিটন দাস৷ লিটন ২৭ রান করেন৷ এছাড়া মেহেদি হাসান ২০ রান এবং তামিম ইকবাল ১৩ রান করেন৷ এই তিনজন ছাড়া কোনও বাংলাদেশি ক্রিকেটার ২ অঙ্কের রান পার করতে পারেননি৷ ৪ ক্রিকেটার খাতাই খুলতে পারেননি৷ এই সুযোগ প্রথম আসে যখন দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ কোনও সিরিজ জিতেছিল৷

কিন্তু একদিনের সিরিজের ঔজ্জ্বল্য তারা টেস্টে জারি রাখতে পারল না৷ এবং চার ব্যাটসম্যান দু অঙ্কের রান কোনওরকমে পেরোলেও বাকিদের শুধুই ফ্লপ শো৷