Tag Archives: South Africa

SA in T20 WC Final: আফগানিস্তানের স্বপ্নভঙ্গ, ইতিহাস দক্ষিণ আফ্রিকার, ফাইনালে প্রোটিয়া বাহিনী, কে হবে প্রতিপক্ষ, অপেক্ষা

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েটদের ছিটকে দিয়ে সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছিল আফগানিস্তান৷ কিন্তু সেমিফাইনালে চোকার্স তকমা থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইতে তারা একেবারে খাপই খুলতে পারল না৷ প্রোটিয়া ব্রিগেডকে ফাইনালের টিকিটের জন্য করতে হত মাত্র ৫৭ রান, আর সেই লক্ষ্যে একেবারে শান্তভাবে পৌঁছে গেল আইডেন মার্করমের ছেলেরা৷ Photo- AP 
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েটদের ছিটকে দিয়ে সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছিল আফগানিস্তান৷ কিন্তু সেমিফাইনালে চোকার্স তকমা থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইতে তারা একেবারে খাপই খুলতে পারল না৷ প্রোটিয়া ব্রিগেডকে ফাইনালের টিকিটের জন্য করতে হত মাত্র ৫৭ রান, আর সেই লক্ষ্যে একেবারে শান্তভাবে পৌঁছে গেল আইডেন মার্করমের ছেলেরা৷ Photo- AP
এদিন শুরুতেই  মাত্র ৫ রানে কুইন্টন ডি কক প্যাভিলিয়নে ফিরে যান৷ কিন্তু প্রাথমিক সেই ধাক্কাকে খুব বেশি কাজে লাগাতে পারেননি রশিদ খানরা৷ Photo- AP 
এদিন শুরুতেই  মাত্র ৫ রানে কুইন্টন ডি কক প্যাভিলিয়নে ফিরে যান৷ কিন্তু প্রাথমিক সেই ধাক্কাকে খুব বেশি কাজে লাগাতে পারেননি রশিদ খানরা৷ Photo- AP
মাত্র ৯ ওভারের মধ্যেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা৷ ২৫ বলে হেনডিরক্স  ২৯ রান এবং ২১ বলে ২৩ করেন মার্করম৷ এর সুবাদেই ইতিহাস তৈরি দক্ষিণ আফ্রিকার৷ প্রথমবার তারা পৌঁছে গেল কোনও ফাইনালে৷ Photo- AP 
মাত্র ৯ ওভারের মধ্যেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা৷ ২৫ বলে হেনডিরক্স  ২৯ রান এবং ২১ বলে ২৩ করেন মার্করম৷ এর সুবাদেই ইতিহাস তৈরি দক্ষিণ আফ্রিকার৷ প্রথমবার তারা পৌঁছে গেল কোনও ফাইনালে৷ Photo- AP
 : বাউন্সি পিচ এবং প্রথম আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচে কুঁকড়ে শেষ হয়ে গেল আফগানরা৷ বৃহস্পতিবার প্রথম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান৷ কিন্তু মাত্র ১১.৫ ওভারে ৫৬ রানে অল আউট হয়ে যায় রশিদ খানের ছেলেরা৷ Photo- AP 
: বাউন্সি পিচ এবং প্রথম আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচে কুঁকড়ে শেষ হয়ে গেল আফগানরা৷ বৃহস্পতিবার প্রথম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান৷ কিন্তু মাত্র ১১.৫ ওভারে ৫৬ রানে অল আউট হয়ে যায় রশিদ খানের ছেলেরা৷ Photo- AP
প্রবল বাউন্সি পিচে দক্ষিণ আফ্রিকান বোলিংয়ের বিরুদ্ধে কুঁকড়ে যান আফগান ব্যাটারর৷ দলে একমাত্র আজমাল্লুহা ওমরাজাই দুই অঙ্কের রান ১০ এ পৌঁছন৷ Photo- AP
প্রবল বাউন্সি পিচে দক্ষিণ আফ্রিকান বোলিংয়ের বিরুদ্ধে কুঁকড়ে যান আফগান ব্যাটারর৷ দলে একমাত্র আজমাল্লুহা ওমরাজাই দুই অঙ্কের রান ১০ এ পৌঁছন৷ Photo- AP
অন্যদিনের সফল ব্যাটার গুরবাজ এদিন ০ রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন৷ অন্যদিকে গুলাবদিনেরও রান মাত্র ৯৷ ফলে মাত্র ৫৬ রানেই প্যাকআপ হয়ে যায়৷ Photo- AP
অন্যদিনের সফল ব্যাটার গুরবাজ এদিন ০ রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন৷ অন্যদিকে গুলাবদিনেরও রান মাত্র ৯৷ ফলে মাত্র ৫৬ রানেই প্যাকআপ হয়ে যায়৷ Photo- AP
এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সফলতম বোলার মার্কো জেনসেন এবং তাবরিজ শামসি৷ দুই বোলারই ৩ টি করে উইকেট নেন৷ Photo- AP
এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সফলতম বোলার মার্কো জেনসেন এবং তাবরিজ শামসি৷ দুই বোলারই ৩ টি করে উইকেট নেন৷ Photo- AP
এছাড়া রাবাদা ও নর্ৎজে ২ টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে ছিটকে দেওয়া আফগানিস্তানকে জাস্ট বোতলবন্দি করে ফেলেন৷ Photo- AP
এছাড়া রাবাদা ও নর্ৎজে ২ টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে ছিটকে দেওয়া আফগানিস্তানকে জাস্ট বোতলবন্দি করে ফেলেন৷ Photo- AP

T20 World 2024 Semifinal: বদলে গেল সব হিসেব! টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল খেলবে কাদের বিরুদ্ধে? জেনে নিন

গ্রুপ পর্বের পর শেষ হল টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইট রাউন্ড। দুটি গ্রুপের আটটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে এবারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করল ৪টি দল।
গ্রুপ পর্বের পর শেষ হল টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইট রাউন্ড। দুটি গ্রুপের আটটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে এবারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করল ৪টি দল।
গ্রুপ টু থেক আগেই দুটি দল শেষ চারের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। গ্রুপ টু থেকে ৩টি ম্যাচের মধ্যে ৩টি জিতে টপার হয়ে সেমিফাইনালে পৌছেছে দক্ষিণ আফ্রিকা। আর ৩টির মধ্যে ২টি জিতে দ্বিতীয় হিসেবে সেমিতে পৌছেছে ইংল্যান্ড।
গ্রুপ টু থেক আগেই দুটি দল শেষ চারের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। গ্রুপ টু থেকে ৩টি ম্যাচের মধ্যে ৩টি জিতে টপার হয়ে সেমিফাইনালে পৌছেছে দক্ষিণ আফ্রিকা। আর ৩টির মধ্যে ২টি জিতে দ্বিতীয় হিসেবে সেমিতে পৌছেছে ইংল্যান্ড।
বাকি ছিল গ্রুপ ওয়ানের। এই গ্রুপ থেকে অপরাজেয় থেকে পরের রাউন্ডের টিকিট পাকা করেছে ভারত। আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া।
বাকি ছিল গ্রুপ ওয়ানের। এই গ্রুপ থেকে অপরাজেয় থেকে পরের রাউন্ডের টিকিট পাকা করেছে ভারত। আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া।
তবে এই গ্রুপ জমিয়ে দিয়েছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারিয়ে সব হিসেবে ওলট-পালট করে দেয় আফগানরা। শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিতে পৌছে নতুন ইতিহাস রচনা করব রাশিদ খান, মহম্মদ নবিরা।
তবে এই গ্রুপ জমিয়ে দিয়েছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারিয়ে সব হিসেবে ওলট-পালট করে দেয় আফগানরা। শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিতে পৌছে নতুন ইতিহাস রচনা করব রাশিদ খান, মহম্মদ নবিরা।
সুপার এইট পর্ব শেষ হতেই পরিষ্কার হয়ে গিয়েছে সেমিফাইনালের সূচি। ২৭ জুন ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টার ম্য়াচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।  ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল।
সুপার এইট পর্ব শেষ হতেই পরিষ্কার হয়ে গিয়েছে সেমিফাইনালের সূচি। ২৭ জুন ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টার ম্য়াচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল।
২৭ জুন ভারতীয় সময় রাত ৮টায় মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। গায়ানায় খেলা হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ২৯ জুন হবে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর মেগা ফাইনাল।
২৭ জুন ভারতীয় সময় রাত ৮টায় মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। গায়ানায় খেলা হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ২৯ জুন হবে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর মেগা ফাইনাল।

T20 World Cup 2024 Semifinal: সেমিফাইনালে কোন দেশের বিরুদ্ধে খেলবে ভারত? কবে-কখন হবে ম্যাচ? জেনে নিন বিস্তারিত

সুপার এইটের গ্রুপ টু থেকে সেমিফাইনালে পৌছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। গ্রুপ ওয়ান থেকে দুই দল এখনও নিশ্চিত নয়। তবে খুব বড় অঘটন না ঘটলে গ্রুপ ওয়ান থেকে সেমিতে যাওয়া পাকা টিম ইন্ডিয়া।
সুপার এইটের গ্রুপ টু থেকে সেমিফাইনালে পৌছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। গ্রুপ ওয়ান থেকে দুই দল এখনও নিশ্চিত নয়। তবে খুব বড় অঘটন না ঘটলে গ্রুপ ওয়ান থেকে সেমিতে যাওয়া পাকা টিম ইন্ডিয়া।
সুপার এইটের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়াকে হারায় তাহলে গ্রুপ ওয়ানের চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে যাবে ভারত। তবে ভারতকে যদি অস্ট্রেলিয়া ৪১ বা তার বেশি রানে হারায় তাহলে রানরেটে ভারতকে টপকে শীর্ষে উঠে যাবে অজিরা।
সুপার এইটের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়াকে হারায় তাহলে গ্রুপ ওয়ানের চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে যাবে ভারত। তবে ভারতকে যদি অস্ট্রেলিয়া ৪১ বা তার বেশি রানে হারায় তাহলে রানরেটে ভারতকে টপকে শীর্ষে উঠে যাবে অজিরা।
এরপরও সেমিতে যাবে ভারত তবে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের দিকে। আফগানিস্তান যদি ৮১ রান বা তার বেশি রানে বাংলাদেশকে হারাতে পারলে ছিটকে যেতে পারে ভারত। কবে ভারতে রানরেট ভাল থাকায় সেমিতে যাওয়া কার্যত পাকা।
এরপরও সেমিতে যাবে ভারত তবে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের দিকে। আফগানিস্তান যদি ৮১ রান বা তার বেশি রানে বাংলাদেশকে হারাতে
পারলে ছিটকে যেতে পারে ভারত। কবে ভারতে রানরেট ভাল থাকায় সেমিতে যাওয়া কার্যত পাকা।
টি-২০ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ-ওয়ানের ১ নম্বর দল গ্রুপ-টুয়ের ২ নম্বর দলের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলবে। গ্রুপ-ওয়ানের ২ নম্বর দল গ্রুপ-টুয়ের ১ নম্বর দলের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে।
টি-২০ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ-ওয়ানের ১ নম্বর দল গ্রুপ-টুয়ের ২ নম্বর দলের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলবে। গ্রুপ-ওয়ানের ২ নম্বর দল গ্রুপ-টুয়ের ১ নম্বর দলের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে।
ভারতীয় সময় অনুযায়ী ২৭ জুন সকাল ৬টায় ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। একই দিনে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে গায়ানায় খেলা হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল।
ভারতীয় সময় অনুযায়ী ২৭ জুন সকাল ৬টায় ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। একই দিনে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে গায়ানায় খেলা হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল।
গ্রুপ টু-এ এক ও দুই নম্বর দল হিসেবে সেমিফাইনালে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ভারত যদি গ্রুপ ওয়ান থেকে এক নম্বর হিসেবে সেমিতে ওঠে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত ২ নম্বর হিসেবে সেমিতে গেলে খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
গ্রুপ টু-এ এক ও দুই নম্বর দল হিসেবে সেমিফাইনালে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ভারত যদি গ্রুপ ওয়ান থেকে এক নম্বর হিসেবে সেমিতে ওঠে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত ২ নম্বর হিসেবে সেমিতে গেলে খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

শততম টেস্টে ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার, মেলবোর্নে চালকের আসনে অজিরা

#মেলবোর্ন: মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখলেন অস্ট্রেলিয়ার তারকা অপেনার ডেভিড ওয়ার্নার। শুধু ব্যাট হাতে নিজের রানের খরার অবসান ঘটালেন তাই না, শতরান ও দ্বিশতরানও করলেন তিনি। ওয়ার্নারের ডবল টনের উপর ভর করেই সিরিজের দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ব্যাগি গ্রিনরা।

প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল অজিরা। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৮৯ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার। ৩ বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন। ডবল সেঞ্চুির পূরণ করার পর জাম্প দিতে গিয়ে পায়ে চোট লাগে তার। রিটায়ার্ড হার্ট হয়েমাঠ ছাড়তে হয়।

দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর ৩ উইকেটে ৩৮৬। ওয়ার্নার ছাড়া ৮৫ করেন স্টিভ স্মিথ ও ৪৮ রান করেন ট্রেভিস হেড। এদিন ওয়ার্নারের ২০০ রানের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা মারেন। শততম টেস্টে দ্বিশতরান করে একাধিক রেকর্ড গড়লেনওয়ার্নার। এক ঝলকে দেখে নিন কোন কোন রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার।

১. ক্রিকেট ইতিহাসে জো রুটের পর ডেভিড ওয়ার্নাপ প্রথম ব্যাটার যিনি শততম টেস্টে দ্বিশতরান করলেন।

২. রিকি পন্টিংয়ের পরে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ার্নার তাঁর ১০০তম টেস্টে শতরান করলেন

৩. গর্ডন গ্রিনিজের পর ১০০তম ওডিআই এবং ১০০তম টেস্ট উভয় ক্ষেত্রেই সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার।

৪. অষ্টম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে আট হাজার রান সম্পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার।

৫. বিশ্ব ক্রিকেটে দশম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে শতরান করলেন ডেভিড ওয়ার্নার।

ব্যাটে, বলে অনবদ্য শাদাব খান! প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপে ভেসে রইল পাকিস্তান

পাকিস্তান জয়ী ৩৩ রানে
ডাকওয়ার্থ লুইস নিয়মে

#সিডনি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৮৫ রান করেছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। তার পরেই বৃষ্টির জেরে খেলা বন্ধ হয়ে যায়।ডাকওয়ার্থ লুইসের নিয়মে ১৫ রান পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। নিয়ম অনুযায়ী ঠিক হয় খেলা হবে ১৪ ওভারের। লক্ষ্য মাত্রা দাঁড়ায় ১৪২। মানে ৩০ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৭৩ রান।

রান তাড়া করতে নেমে শাহিন আফ্রিদির প্রথম ওভারেই ফিরে যান কুইন্টন ডি কক। বাভুমা অবশ্য ৩৬ করেন। তাকে ফিরিয়ে দেন শাদাব খান। ওই ওভারেই মার্করামকে বোল্ড করলেন শাদাব। রুসোকে ফিরিয়ে দেন শাহিন। আজ বাঁচা মরার লড়াইয়ে পাকিস্তান নিজেদের উজাড় করে দিয়েছে সেটা বলতেই হবে।

শুধু বৃষ্টির কারণে এগিয়ে থাকা নয়, গোটা ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার তুলনায় পাকিস্তানের কর্তৃত্ব ছিল বেশি। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার সময় উইকেটে ছিলেন ক্লাসেন এবং স্টাবস। কিন্তু চ্যালেঞ্জটা ছিল শক্ত। ক্লাসেন (১৫) ফিরে গেলেন শাহিনের বলে ওয়াসিমের হাতে ধরা পড়ে।

এরপর ম্যাচটা আর জেতা সম্ভব ছিল না আফ্রিকান সিংহদের। ওয়াসিম, নাসিমদের টাইট বোলিং এর সামনে অসহায় আত্মসমর্পণ ছাড়া উপায় ছিল না দক্ষিণ আফ্রিকার। অঙ্কের বিচারে এখনও কিছুটা আশা বেঁচে রইল পাকিস্তানের। বাংলাদেশকে হারাতেই হবে তাদের। তারপর নির্ভর করতে হবে অন্য দলের ওপর।

তবে পাকিস্তান বিশ্বকাপে থাকুক বা ছিটকে যাক, আজ টুর্নামেন্টে নিজেদের সেরা ম্যাচ খেলল তারা। পাওয়ার প্লে তে পাকিস্তানের রান ছিল ৪২/৩। শান মাসুদ ২ করে আউট হলেন নোখিয়ার বলে। এরপর অবশ্য ইফতিকার এবং নওয়াজ মিলে কিছুটা লড়াই করলেন। ৫০ রানের জুটি তৈরি হল।

নওয়াজ তব্রেজ শামসির বলে আউট হলেন ২৮ করে। এলেন শাদাব খান। কয়েকটা দেখার মত বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারলেন তিনি। বেশ কয়েকটা ডবল নিলেন দৌড়ে। শেষ পর্যন্ত এই দুজনে পাকিস্তানের স্কোরবোর্ডে কিছুটা লড়াই করার মত রান তুললেন।

তবে প্রথম দিকে ধাক্কা খাওয়ার পর যেভাবে শেষ দিকে পাকিস্তান পাল্টা কাউন্টার অ্যাটাক করল দক্ষিণ আফ্রিকান বোলারদের তার প্রশংসা করতেই হয়। ব্যাটে এবং বলে পাকিস্তানের হয়ে এদিন অনবদ্য শাদাব খান।

Bangladesh Loss: ৮০ রানে প্যাকআপ বাংলাদেশ, ৩৩২ রান ও সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

#কলকাতা: কেশব মহারাজ এবং সাইমন হার্পার দুজনে মিলে বাংলাদেশকে ৮০ রানে অলআউট করে দিল দক্ষিণ আফ্রিকা  (South Africa) ৩৩২ রানের অন্তরে বড় জয় পাইয়ে দেয়৷ এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচের সিরিজ ২-০ ক্লিন স্যুইপ করে নিল৷ প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৫৩ রান করে৷ জবাবে বাংলাদেশ (Bangladesh) প্রথম ইনিংসে ২১৭ রানে থমকে যায়৷

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (bangladesh vs south africa)  দক্ষিণ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান ডিক্লেয়ার দেয়৷ বাংলাদেশ তাড়া করতে নেমেছিল ৪১৩  রানের বিশাল লক্ষ্য৷ জবাবে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৮০ রানে চিৎপাত হয়ে গিয়েছিল৷ স্পিনার কেশব মহারাজ এবং সাইমন হার্পার দ্বিতীয় ইনিংসে আগুনে বোলিংয়ে ১০ উইকেট নেয়৷ এর আগে প্রথম টেস্টেও দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জিতেছিল সেখানেও এরা আগুনে বোলিং করেছিলেন৷

১৪ ওভারে পরে গিয়েছিল বাকি উইকেট

আরও পড়ুন –Digha Hotel: সমুদ্র ও হোটেলের মধ্যে বস্তি, মার খাচ্ছে হোটেল ব্যবসা, তারপর…

কেশব মহারাজ ৪০ রান দিয়ে ৭ আর হার্পার ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন৷ বাংলাদেশ ৩ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে শুরু করেছিল৷ কিন্তু মাত্র ১৪ ওভারেই তাদের বাকি উইকেট পড়ে যায়৷ বাংলাদেশ টেস্ট সিরিজে দুটি টেস্টেই হেরে গেলেও একদিনের সিরিজ ২-১ এ সিরিজ জিতেছিল৷

এটা প্রথম সুযোগ নয় যখন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও সিরিজ জিতেছিল৷ বাংলাদেশের জন্য দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান করেন লিটন দাস৷ লিটন ২৭ রান করেন৷ এছাড়া মেহেদি হাসান ২০ রান এবং তামিম ইকবাল ১৩ রান করেন৷ এই তিনজন ছাড়া কোনও বাংলাদেশি ক্রিকেটার ২ অঙ্কের রান পার করতে পারেননি৷ ৪ ক্রিকেটার খাতাই খুলতে পারেননি৷ এই সুযোগ প্রথম আসে যখন দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ কোনও সিরিজ জিতেছিল৷

কিন্তু একদিনের সিরিজের ঔজ্জ্বল্য তারা টেস্টে জারি রাখতে পারল না৷ এবং চার ব্যাটসম্যান দু অঙ্কের রান কোনওরকমে পেরোলেও বাকিদের শুধুই ফ্লপ শো৷

India vs South Africa, 1st ODI: টস হারলেন কে এল রাহুল, পার্লে প্রথমে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা

পার্ল: টেস্ট সিরিজের হার এখন অতীত ৷ এবার শুরু ওয়ান ডে-র লড়াই ৷ বুধবার পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে খেলতে নেমেছে ভারত ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা (India vs South Africa, 1st ODI) ৷

South Africa: 1. Quinton de Kock (wk) 2. Janneman Malan 3. Aiden Markram 4. Rassie van der Dussen 5. Temba Bavuma (capt) 6. David Miller 7. Andile Phehlukwayo 8. Marco Jansen 9. Keshav Maharaj 10. Tabraiz Shamsi 11. Lungi Ngidi

India: 1. KL Rahul (capt), 2. Shikhar Dhawan, 3. Virat Kohli, 4. Shreyas Iyer, 5. Rishabh Pant (wk), 6. Venkatesh Iyer, 7. R Ashwin, 8. Shardul Thakur, 9. Bhuvneshwar Kumar, 10. Jasprit Bumrah, 11 Yuzvendra Chahal

গত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারের পর ওয়ান ডে সিরিজ জিতেছিল ভারত ৷ এবারও তার পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া টিম ইন্ডিয়া ৷ টেস্ট সিরিজে কোহলির ভারতের উপর এবার প্রত্যাশা অনেকটাই বেশি হলেও, সমর্থকদের হতাশই করেছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ তৃতীয় টেস্টে আগাগোড়া দাপট দেখিয়েই ম্যাচ ও সিরিজ জিততে সফল দক্ষিণ আফ্রিকা ৷ কিন্তু এবার সাদা বলের ক্রিকেটের লড়াই ৷ ৫০ ওভারের ম্যাচে অনেকদিন পরেই দু’দল খেলতে নেমেছে ৷ পার্লে টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে বেশি সময় নেননি প্রোটিয়া অধিনায়ক ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন ব্যাটিং ওপেন করতে নামেন জানেমান মালান এবং কুইন্টন ডি কক ৷

Rishabh Pant: ঋষভের সেঞ্চুরি অসাধারণ… পন্থের খেলায় মুগ্ধ গাভাসকর

কেপটাউন: ঋষভ পন্থের (Rishabh Pant) জায়গায় ঋদ্ধিকে প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিৎ ৷ এই দাবি মাঝেমধ্যেই ওঠে ৷ ঋষভের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব অনেকসময়েই লক্ষ্য করা গিয়েছে ৷ উইকেটকিপিংয়ের দিক থেকেও তাঁর চেয়ে ঋদ্ধিমান ঢের বেশি এগিয়ে ৷ এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ কিন্তু বৃহস্পতিবার যে ইনিংসটা তিনি খেললেন, তাতে আরও বেশিদিন ঋদ্ধির রিজার্ভে বসে থাকার সম্ভাবনাই বেশি ৷

আরও পড়ুন-দুর্গন্ধ পেয়েও বেঁচে ওঠার আশায় দম্পতি দু’মাস আটকে রেখেছিলেন মেয়ের লাশ!

জোহানেসবার্গের টেস্টের পরেই তাঁকে সরানোর দাবি উঠলেও টিম ম্যানেজমেন্ট তাঁকে আরও একটা সুযোগ দিয়ে যে কোনও ভুল করেনি, বৃহস্পতিবার কেপটাউনেই তা প্রমাণ হল ৷ ১৩৯ বলে ঋষভের অপরাজিত ১০০ রানের সৌজন্যেই এই টেস্টে এখনও লড়াইয়ে রয়েছে ভারত ৷

টিমের গোটা টপ অর্ডার ব্যর্থ ৷ দক্ষিণ আফ্রিকার পেসারদের আগুনে বোলিংয়ের সামনে কোনও জবাবই ছিল ভারতীয় ব্যাটসম্যানদের ৷ ব্যাট করতে নেমে একে একে প্যাভিলিয়ানে ফিরলেও বৃহস্পতিবার নিজের জীবনের অন্যতম সেরা ইনিংসটা খেলে ফেললেন ঋষভ পন্থ ৷

টেস্ট ক্রিকেটে ঋষভের এই সেঞ্চুরি দেখার পরে প্রশংসা ভেসে আসছে বিশ্বের সব জায়গা থেকেই ৷ মুগ্ধ সুনীল গাভাসকর ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন, ‘‘আমার দেখা ভারতীয় ব্যাটসম্যানদের খেলা অন্যতম সেরা ইনিংস। কী অসাধারণ ব্যাটিং করল ঋষভ। অবিশ্বাস্য। শট খেলার এত সময় পেয়ে যাচ্ছিল ও।’’

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার চাই আর ১১১ রান, বিরাটরা কি আজ পারবেন কেপটাউনের মাঠে ইতিহাস সৃষ্টি করতে ?

বিদেশের মাঠে ঋষভ পন্থের পারফরম্যান্স বেশ ভালোই ৷ ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও টেস্টে সেঞ্চুরি করা হয়ে গেল দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যানের ৷ এর আগে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় উইকেটকিপারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে ৷ ৯০ রান করেছিলেন তিনি ৷

India vs South Africa: দক্ষিণ আফ্রিকার চাই আর ১১১ রান, বিরাটরা কি আজ পারবেন কেপটাউনের মাঠে ইতিহাস সৃষ্টি করতে ?

ভারত: ২২৩ ও ১৯৮

দক্ষিণ আফ্রিকা: ২১০ ও ১০১/২

জয়ের জন্য ১১১ রান আরও প্রয়োজন দক্ষিণ আফ্রিকার

কেপটাউন: দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন মাত্র ১১১ রান ৷  ভারতের দরকার বিপক্ষের ৮টা উইকেট ৷ আজ, শুক্রবার কি কেপটাউনের (Capetown Test) মাঠে ইতিহাস সৃষ্টি করতে পারবে কোহলি অ্যান্ড কোম্পানি ? রানের বিচারে এখনও ম্যাচ হেলে রয়েছে প্রোটিয়াদের দিকেই ৷ তবে টেস্ট ক্রিকেটে সব কিছুই ঘটা সম্ভব ৷ হাতে আরও দু’দিন রয়েছে ৷ ফলে বৃষ্টি ছাড়া এই টেস্টের ফয়সালা হচ্ছেই ৷ এই টেস্ট জিতলেই ভারতের প্রথম অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুযোগ বিরাট কোহলির সামনে (India vs South Africa 3rd Test)।

আরও পড়ুন-Psoriasis সারিয়ে নতুন বছরে পান নতুন জীবন, পথ দেখাবে কলকাতা!

বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত শতরান করেন ঋষভ পন্থ ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে শতরান করেন পন্থ ৷ ১৩৯ বল খেলে ১০০ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷  এদিনও ব্যর্থ পূজারা (৯) এবং রাহানে (১) ৷

দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বল করেন রাবাডা, জানসেনরা। তিনটি করে উইকেট নিয়েছেন রাবাডা এবং এনগিডি। ৪টি উইকেট নেন জানসেন। প্রোটিয়া পেসারদের দাপটে পন্থ বাদে বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৷ ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অধিনায়ক বিরাট কোহলির ৷ ২৯ রান করে এনগিডির শিকার হন তিনি ৷  দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ১১১ রান ৷ ক্রিজে রয়েছেন পিটারসেন ৷ ৪৮ রানে ব্যাট করছেন তিনি ৷ মারক্রাম, এলগারকে ফেরালেও খুব একটা স্বস্তিতে নেই ভারতীয় বোলাররা ৷

IND vs SA: ২৬৬ রানে থামল ভারতের দ্বিতীয় ইনিংস, দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট ২৪০ রান

ভারত- ২০২ ও ২৬৬
দক্ষিণ আফ্রিকা- ২২৯

জোহানেসবার্গ: রাহানে-পূজারা জুটি ভারতকে দ্বিতীয় ইনিংসে যে মজবুত জায়গায় নিয়ে গিয়েছিল, তাতে আরও বেশি রানই আশা করা হয়েছিল টিম ইন্ডিয়ার কাছে ৷ কিন্তু শেষপর্যন্ত ২৬৬ রানেই থামল ভারতের দ্বিতীয় ইনিংস ৷ দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২৪০ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত (IND vs SA) ৷

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত ৭ ওভারে ৩৪ রান তুলে ফেলল দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি।

আরও পড়ুন-মুম্বই থেকে ফিরেই করোনায় আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায় !

দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান অজিঙ্কা রাহানের ৷ ৫৮ রান করেন তিনি ৷ মেরেছেন ৮টি বাউন্ডারি এবং ১টি ছক্কা ৷ পাশাপাশি চেতেশ্বর পূজারা করেন ৫৩ রান ৷ মেরেছেন ১০টি বাউন্ডারি ৷ ভারতীয় টেস্ট দলে টিকে থাকতে চলতি সিরিজে রান পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহানে এবং পূজারা দু’জনের জন্যই ৷ এদিনের ইনিংস তাই কিছুটা স্বস্তি দেবে তাঁদের ৷ হনুমা বিহারি ৪০ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৷ শার্দুল ঠাকুর শেষ দিকে চালিয়ে খেলে ভারতের রানকে ২৬০-এর উপরে নিয়ে যেতে সফল ৷ ২৪ বলে ২৮ রান করেন তিনি ৷ মেরেছেন ৫টি চার এবং ১টি ছক্কা ৷

আরও পড়ুন-ডেট করতে আসা মহিলাকে ফেলে পালিয়ে গেলেন প্রেমিক, কারণ জানাজানি হতেই হতবাক সকলে!

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিতে সফল কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি এবং মার্কো জ্যানসেন ৷ ১টি উইকেট নেন দুয়ানে অলিভার ৷