Cristiano Ronaldo’s Child Death: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সন্তানের মৃত্যু, লিভারপুলের মাঠে যা করলেন ফ্যানরা, রইল ভিডিও

#লিভারপুল: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমবেদানা উপুড় করে দিচ্ছেন৷ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল ম্যাচে গ্যালারির দর্শকরাও তাঁর পরিস্থিতিতে তাঁর পাশে আছেন বার্তা দিলেন৷ সোমবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রডরিগেজের যমজ সন্তানের জন্ম হওয়ার কথা ছিল৷ সেখানেই ঘটে যায় ট্র্যাজেডি৷ যমজ ছেলে -মেয়ের মধ্যে পুত্র সন্তানটি মারা যায়৷ তবে কন্যা সন্তান সুস্থ ছিল৷ মঙ্গলবারের প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল লিভারপুল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড৷ কিন্তু এই ম্যাচে খেলা হবে না আগেই জানিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর পার্টনার জর্জিনা রডরিগেজ দুজনে মিলে নিজেদের পুত্র সন্তানের মৃত্যুর খবর ঘোষণা করেন৷ সদ্যোজাত এই যমজের একজন মারা যাওয়ার ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের সিআর সেভেন জার্সি নিয়ে গ্যালারিতে হাজির হন লিভারপুলের ফ্যান৷ ম্যাচের সাত মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে থাকার সমর্থনে এই কাজ করেন ফ্যান৷ লিভারপুলের হোমগ্রাউন্ড অ্যানফিল্ডে এই ম্যাচ ছিল৷ সেখানেই এই ভাবে ম্যান ইউয়ের তারকা স্ট্রাইকারের সমর্থণে এই কাজ করে৷

আরও পড়ুন – Glowing Skin Tips: কড়া তাপে কাহিল, গ্রীষ্মে ‘ত্বকের যত্ন নিন’ এই সহজ নিয়মগুলিতেই কামাল

দেখে নিন সমবেদনার সেই ভিডিও

গ্যালারিতে তখন শব্দ উঠছে ‘ভিভা রোনাল্ডো’ – ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা এই গান গাইছিলেন৷ তাঁর সঙ্গে লিভারপুল ফ্যানরা নিজেদের ক্লাবের অ্যান্থম গাইছিলেন যাও রোনাল্ডোকে বার্তা দিয়ে বলে, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ -অর্থাৎ তুমি কোনওদিন একা হাঁটবে না৷ গোটা স্টেডিয়াম হাততালি দেয়৷

এরপর লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ জানান যে ‘‘এরকমই হওয়া উচিত ফুটবলের৷ সমস্ত প্রতিদ্বন্দ্বিতা একদিকে সরিয়ে রাখা৷’’  তিনি আরও বলেন একটাই জিনিস হওয়া উচিত যা হল ,‘‘একটাই জিনিস গুরুত্বপূর্ণ এটা ক্লাসের বিষয়’’

আরও পড়ুন – কোটি কোটি টাকার মালিক -মালকিন, কিন্তু বিরাট কোহলির বউ এখন কি খাচ্ছেন, জানেন

 ‘‘এটা এমন যা সবচেয়ে খারাপ যা কারোর জীবনে ঘটতে পারে৷’’- এমনটা বলেন ম্যানচেস্টার ইউনাইডেটের অন্তবর্তীকালীন ম্যানেজার রাঙ্গনিক৷ তিনি আরও বলেন, ‘‘আমরা ওঁর পিছনে , ওঁর সঙ্গে রয়েছি৷ আমরা আশা করি ও আর ওঁর পরিবার একসঙ্গে থেকে এই কঠিন সময় পার করবে৷’’

এদিনের ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে লিভারপুলের কাছে হারে৷ রোনাল্ডো সকলকে ধন্যবাদ জানান৷ চিকিৎসক ও নার্সরা যে প্রচুর চেষ্টা করেছেন তাও বলেন৷

সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও বলেন, ‘‘আমাদের কন্যা সন্তানের জন্ম আমাদের শক্তি দিয়েছে৷ সামান্য আশা ও আনন্দ বাঁচিয়ে রেখেছে৷ ’’