Prithvi Shaw house : তরুণ তারকা পৃথ্বীর নতুন বাড়ির দাম শুনলে ঘুম উড়ে যাবে! জানেন কত?

#মুম্বই: তার ক্রিকেট প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না। অনেকেই তাঁকে ভবিষ্যতের সচিন তেন্ডুলকর হিসেবে বর্ণনা করেছিলেন। অদ্ভুত কারণে যে জায়গায় পৌছাল উচিত ছিল তার, সেটা পারেনি পৃথ্বী। কিন্তু অর্থের দিক থেকে এই বয়সে তার উত্থান চমকপ্রদক। নিজের স্বপ্নের বাড়ি কিনে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ভারতীয় তারকা পৃথ্বি শ।

আরও পড়ুন – KKR vs LSG : গান গেয়ে, পার্টি করে বিন্দাস মুডে সময় কাটছে নাইট রাইডার্স ক্রিকেটারদের !

মুম্বইয়ের পশ্চিম বান্দ্রায় বাড়িটি কিনতে সাড়ে ১০ কোটি টাকা দিতে হয়েছে পৃথ্বিকে, যা তার আইপিএলের প্রায় পাঁচ বছরের পারিশ্রমিকের সমান। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা যায়, পৃথ্বির নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি রেসিডেন্সিয়াল টাওয়ার ৮১ অরেটের নবম তলায় অবস্থিত। এটি ২২০৯ স্কয়ার ফিট। যার ছাদ ১৬৫৪ স্কয়ার ফিট, সঙ্গে তিনটি গাড়ি পার্কিং করার ব্যবস্থাও রয়েছে।

জানা গেছে, গত ৩১ মার্চ বাড়িটি কিনতে ৫২ লাখ ৫০ হাজার টাকা বায়না দিয়েছিলেন পৃথ্বী। পরে গত ২৮ এপ্রিল বাকি অর্থ চুকিয়ে বাড়িটি নিজের নামে করে নেন এ তরুণ তারকা ব্যাটার। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পৃথ্বির অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর থেকে ছুটছেন পৃথ্বী। সে বছর নিলামে তাকে ১ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান দিল্লি ক্যাপিট্যালস)। এরপর থেকে দিল্লির হয়েই খেলছেন তিনি।

চলতি আইপিএলের মেগা নিলামের আগেই পৃথ্বীকে সাড়ে ৭ কোটি টাকার বিনিময়ে রিটেইন করে রাখে দিল্লি। সব মিলিয়ে এই পাঁচ আসরে দিল্লি থেকে ১২ কোটি ৩০ লাখ রুপি আয় করেছেন পৃথ্বি। যার মধ্যে সাড়ে ১০ কোটি রুপি দিয়ে নিজের স্বপ্নের বাড়ি কিনে নিয়েছেন তিনি। তবে পৃথ্বীকে নিয়ে ভবিষ্যতে ভারতীয় দল সমৃদ্ধ হতে পারে সেই গ্যারেন্টি ইতিমধ্যেই দিয়ে রেখেছেন রিকি পন্টিং।

কিংবদন্তি অস্ট্রেলিয়ান তারকা মনে করেন শুধু ভারত নয়, আগামী দিনে বিশ্বের প্রথম তিনজন ব্যাটসম্যানের মধ্যে থাকবেন পৃথ্বী। এত কম বয়সে এত সম্পত্তি করলেও পৃথ্বী মাথা ঘুরে যাওয়ার ছেলে নন, সেটা পরিষ্কার। তার একমাত্র লক্ষ্য সিনিয়র ভারতীয় দলে জায়গা করে নেওয়া। দিল্লির জার্সিতে বাকি যে কটা ম্যাচ আছে, তাতে ভাল প্রদর্শন করা।