Roy Krishna, ATKMB : মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর! পুরোদমে অনুশীলন শুরু গোল মেশিন রয় কৃষ্ণর

#কলকাতা: শেষ কয়েকটা দিন সময়টা ভাল যায়নি রয় কৃষ্ণর। সবুজ মেরুন তারকা ফুটবলার প্রথমে হারিয়েছিলেন শাশুড়িকে। কয়েকদিনের ব্যবধানে পরলোক গমন করেন তার বাবা। ফিজি থেকে পরিবারের সঙ্গে কয়েকটা দিন সময় কাটিয়ে অবশেষে ফিরে এসেছেন কলকাতায়। যোগ দিয়েছেন এটিকে মোহনবাগান প্রাক্টিসে। আগামী তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কলকাতায়। গোকুলাম কেরালা, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া।

আরও পড়ুন – KKR vs LSG : গান গেয়ে, পার্টি করে বিন্দাস মুডে সময় কাটছে নাইট রাইডার্স ক্রিকেটারদের !

কোয়ালিফাইং রাউন্ডে ব্লুস্টার এবং আবাহনীর বিরুদ্ধে সহজ জয় পেলেও, এবার এটিকে মোহনবাগানের পরীক্ষা বেশি কঠিন। তাই দলের সেরা স্ট্রাইকারকে হাতে পেয়ে আত্মবিশ্বাস বাড়তে বাধ্য সবুজ মেরুন কোচের। রয় কৃষ্ণ অবশ্য আলাদা প্র্যাকটিস করেছেন। আপাতত ফিটনেস বাড়ানোর ওপর জোর দেবেন। তারপর মূল দলের সঙ্গে অনুশীলন করবেন।

রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস জুটি কেমন পারফর্ম করছে, তার ওপর নির্ভর করছে এটিকে মোহনবাগানের এএফসি কাপের ভাগ্য। এদিকে এটিকে মোহনবাগানকে হারাল বাংলার সন্তোষ ট্রফি দল। অবাক লাগলেও এটাই সত্যি। সন্তোষ ট্রফির ফাইনালে দুরন্ত খেলেও টাইব্রেকারে কেরালার কাছে হারতে হয়েছিল কোচ রঞ্জন ভট্টাচার্যের বাংলা দলকে।

১১৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ট্রফি না জেতার আক্ষেপ এখনও রয়ে গিয়েছে ফুটবলারদের মধ্যে। এই পরিস্থিতিতে রাজ্যে ফেরার দুদিনের মধ্যেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে অনুশীলন ম্য়াচ খেলতে নেমেছিল বাংলার ছেলেরা। ফাইনাল হারের ক্ষত এখনও দগদগে থাকলেও এটিকে মোহনবাগানের মত শক্তিশালী দলের বিরুদ্ধে আরও একবার নিজেদের সেরাটা উজার করে দিল।

যুবভারতীর প্র্যাকটিস মাঠে বাংলার কাছে ১-০ গোলে হেরে গেল এটিকে মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলটি করেন তুহিন দাস। ফাইনাল হারের পর দলের ছেলেদের এমন ফুটবল দেখে খুশি বাংলা কোচও। অপরদিকে সামনেই রয়েছে এএফসি কাপের ম্য়াচ। তার আগে দুটি প্র্যাকটিস ম্য়াচ চেয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।

তারমধ্যে নিজেই সন্তোষ ট্রফি খেলা বাংলা দলের বিরুদ্ধে খেলার প্রস্তাব রেখেছিলেন। রাজি হয়ে যায় আইএফএও। আর সেই ম্য়াচেই জনি কাউকো, হুগো বুমোস, লিস্টন কোলাসো সমৃদ্ধি সবুজ-মেরুণ ব্রিগেডকে হারিয়ে চমক দিল বাংলা দল।

বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলের অবস্থা বুঝে নিতে চেয়েছিলেন স্প্যানিশ কোচ ৷ সেই লক্ষ্যে দলগঠন থেকে ফুটবলার পরিবর্তন সবেতেই ছিল পরীক্ষা নিরীক্ষার ছাপ ৷ তবে এই হার গুরুত্ব দিতেই রাজি নন মোহনবাগানের স্প্যানিশ কোচ। সর্মথকরা মাঠ ভরিয়ে দেবেন আশাবাদী তিনি।