PBKS vs RCB: দুর্ভাগ্যই সঙ্গী বিরাটের, পঞ্জাবের কাছে হেরে প্লে অফের রাস্তা কঠিন হল আরসিবির

পঞ্জাব কিংস- ২০৯/৯ (২০ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ১৫৫/৯ (২০ ওভার)

৫৪ রানে জয়ী পঞ্জাব কিংস

মুম্বই: আর একটা ম্যাচ জিতলেই প্লে অফের খুব কাছে চলে আসতেন বিরাটরা ৷ কিন্তু শনিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সেটা সম্ভব হল না ৷ ২১০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শেষপর্যন্ত ১৫৫ রানে থামল আরসিবি ৷ অথচ উইকেটে যখন গ্লেন ম্যাক্সওয়েল ছিলেন, তখন মনে হচ্ছিল হয়তো আরসিবির ব্যাটসম্যানরা এই কঠিন টাস্কও অনায়াসে করে ফেলবেন ৷  শেষপর্যন্ত অবশ্য তা হয়নি ৷ ম্যাক্সওয়েল (৩৫), রজত পাটিদার (২৬)-রা আউট হওয়ার পরেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায় ৷ ৫৪ রানে ম্যাচ জিতে নিল পঞ্জাব কিংস ৷

এদিকে বিরাটের অফ ফর্ম এদিনও অব্যাহত ৷ এবারের আইপিএলে যেন দুর্ভাগ্যই সঙ্গী কোহলির ৷ কখনও শুরুতেই উইকেট দিচ্ছেন, কখনও বা অনেক কষ্টে কিছুটা রান করার চেষ্টা করছেন। এ বারের আইপিএলে বিরাটের ছন্দ দেখে আঁতকে উঠছেন সকলে। এদিন শুরুটা ভাল করেছিলেন ৷ কিন্তু খুব বেশি সময় ক্রিজে টিকতে পারলেন না ৷ ১৪ বলে ২০ রান করে রাবাদার শিকার হলেন তিনি ৷ মেরেছেন ২টি চার এবং ১টি ছক্কা ৷ রাবাদার বল বিরাটের গ্লাভস ছুঁয়ে থাই প্যাডে লেগে চলে যায় রাহুল চাহারের হাতে ৷ আউট হওয়ার পর প্রবল হতাশায় মাঠ ছাড়েন বিরাট ৷

আরও পড়ুন-এয়ার কন্ডিশনার নয়, গরমে স্বস্তি দিতে কনেপক্ষ কাজে লাগাল ফসল তোলার থ্রেশার; হতভম্ব বরপক্ষ!

শনিবারের ম্যাচ জিতলেই প্লে অফে ওঠার দৌড়ে আরও একধাপ এগিয়ে যেত আরসিবি ৷ কিন্তু জনি বেয়ারস্টো (৬৬) এবং লিভিংস্টোন (৭০)-দের দাপটে প্রথমে ব্যাট করে ২০৯ রানের বিশাল স্কোর খাঁড়া করে পঞ্জাব ৷ কাজটা কঠিন হলেও ব্র্যাবোর্নের ব্যাটিং সহায়ক উইকেটে বিরাটরা হয়তো এই টার্গেটে পৌঁছতে পারবেন, এমনটাই আশা রেখেছিলেন আরসিবির সমর্থকরা ৷ কিন্তু শেষপর্যন্ত তা হয়নি ৷ রাবাদা, ঋষি ধাওয়ান এবং রাহুল চাহারদের দুরন্ত বোলিংয়ের সামনে কোনও ম্যাজিক দেখাতে ব্যর্থ আরসিবির ব্যাটসম্যানরা ৷