Bangladesh News: হচ্ছে টা কী? শাকিব সহ সিনিয়ররা খেলবেন না জিম্বাবোয়ের বিরুদ্ধে, তামিমের খোঁজ নেই!

#কলকাতা: শাকিব আল হাসান বাংলাদেশ বনাম জিম্বাবোয়ের টেস্ট সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন৷ বিসিবি-র ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন৷ শাকিব আল হাসান সামনের সপ্তাহের ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও খেলবেন না৷

তামিম ইকবাল, মহমদুল্লাহ এবং মুশফিকুর রহিম এই তিন সিনিয়র ক্রিকেটাররা খেলবেন না৷ বাংলাদেশ তিনটি টি টোয়েন্টি  এবং ৩ টি একদিনের ম্যাচ খেলবেন ২ সপ্তাহের ট্রিপে৷ বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে সিরিজ শুরু হবে ৩০ জুলাই থেকে৷ সূত্রের খবর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় সারির দল এই সফরে পাঠাচ্ছে ৷ আসলে সামনে ঠাসা ক্রীড়াসূচি বাংলাদেশ ক্রিকেট দলের৷ ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ নয় একদিনের ক্রিকেট গুলি৷ কিন্তু ইউনিস সেটাই বলেছেন৷

 

 

‘‘বেশির ভাগ সিনিয়র ক্রিকেটাররা খেলবেন৷’’ ইউনুস বলেছেন৷ ‘‘ওঁরা সকলেই খেলতে চান (জিম্বাবোয়েতে)৷ শাকিব জানিয়েছে ও যাচ্ছে না৷ আমরা নির্বাচকদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করে নিয়েছি৷ একেবার পূর্ণশক্তির দল যাচ্ছে জিম্বাবোয়েতে৷ এটা একটা গুরুত্বপূর্ণ সিরিজ যদিও (দ্য ওয়ার্ল্ড কাপ সুপার লিগ) পয়েন্ট মান্য হবে না৷ তবে আমরা ওখানে ভাল করতে চাই৷ অনেকেই বলছেন দ্বিতীয় সারির দল , কিন্তু আমরা শক্তিশালী দল পাঠাতে চাই৷ ’’

 

আরও পড়ুন –Astrology Tips: ‘‘আমি কি বড়লোক হব?’’ জ্যোতিষ শাস্ত্র মতে মা লক্ষ্মী নিজেই দেন ইঙ্গিত

 

তামিম এই মুহূর্তে টি টোয়েন্টি সিরিজের অংশ হচ্ছেন না৷ তিনি আগেই জানিয়েছিলেন একটা ৬ মাসের বিরতি নিয়েছেন এই ফর্ম্যাট থেকে৷ ইউনুস জানিয়েছেন বোর্ড অপেক্ষা করছে তামিম পরবর্তী কি আপডেট দেন৷

‘‘তামিম আমাদের জানাবেন হয়ত এই সিরিজের শেষে জুলাই মাসে৷ ’’ ইউনুস আরও বলেছেন , ‘‘তিনি আমাদের জুলাই অবধি সময় চেয়েছেন৷ ও আমাদের অগাস্ট মাসে খবর দেবে৷ হয়ত জুলাইয়ের শেষে নয় অগাস্টের শুরুতে৷ ও জানাবে৷ ওকে মনে করানোর দরকার নেই৷ আমরা ওঁর সঙ্গে অনেক মিটিং করেছি , ওঁকে মনে করানোর দরকার নেই৷ ’’

‘‘ও আমাদের এও জানায়নি যে ও (টি টোয়েন্টি) বিশ্বকাপের জন্যেও খেলবে কিনা৷ বিশ্বকাপ ভুলে যান, ও আদৌ টি টোয়েন্টি খেলবে কিনা, এটা গুরুত্বপূর্ণ৷ আমরা সবসময়েই আশাবাদী, ওকে চাই৷ সিদ্ধান্ত ওঁর , আমাদের নয়৷ ’’