Tag Archives: Shakib Al Hasan

এই কাণ্ডও কেউ করতে পারে নাকি! ম্যাচের আগে মেগা ঘুম, ভারত বনাম বাংলাদেশ ম্যাচে বাসেই উঠতে পারলেন না এই ক্রিকেটার, পেলেন চরম শাস্তি

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল। সুপার এইটে ভারত মুখোমুখি হয়েছিল আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের। তিনটি ম্যাচই জিতেছিল টিম ইন্ডিয়া।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল। সুপার এইটে ভারত মুখোমুখি হয়েছিল আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের। তিনটি ম্যাচই জিতেছিল টিম ইন্ডিয়া।
সুপার এইটে প্লেয়িং ইলেভেনে ছিলেন না বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ।তাঁকে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছিল কারণ জানলে অবাক হওয়ার সীমা থাকবে না৷  তিনি দীর্ঘ সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলেন এবং টিম বাসে উঠতে পারেননি৷
সুপার এইটে প্লেয়িং ইলেভেনে ছিলেন না বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ।তাঁকে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছিল কারণ জানলে অবাক হওয়ার সীমা থাকবে না৷  তিনি দীর্ঘ সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলেন এবং টিম বাসে উঠতে পারেননি৷
তবে, এই ফাস্ট বোলার এই দাবি অস্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি দলের কোঅর্ডিনেশনের অভাবের কারণে। ২২ জুন অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে  হারতে হয়েছিল। ভারত বনাম বাংলাদেশ দলে একটি পরিবর্ত  এসেছিল৷  তাসকিনের জায়গায় খেললেন জাকির আলী।
তবে, এই ফাস্ট বোলার এই দাবি অস্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি দলের কোঅর্ডিনেশনের অভাবের কারণে। ২২ জুন অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে  হারতে হয়েছিল। ভারত বনাম বাংলাদেশ দলে একটি পরিবর্ত  এসেছিল৷  তাসকিনের জায়গায় খেললেন জাকির আলী।
'ইএসপিএনক্রিকইনফো' ঢাকা ভিত্তিক সংবাদপত্র আজকের পত্রিকা থেকে তাসকিনকে উদ্ধৃত করে বলেছে, "আমি একটু দেরিতে পৌঁছেছিলাম কিন্তু টসের আগে আমি মাঠে পৌঁছেছিলাম।"
‘ইএসপিএনক্রিকইনফো’ ঢাকা ভিত্তিক সংবাদপত্র আজকের পত্রিকা থেকে তাসকিনকে উদ্ধৃত করে বলেছে, “আমি একটু দেরিতে পৌঁছেছিলাম কিন্তু টসের আগে আমি মাঠে পৌঁছেছিলাম।”
তাসকিন বলেন, “আমি টসের প্রায় ৩০ থেকে ৪০ মিনিট আগে মাঠে পৌঁছেছিলাম। আমি টিম বাসে উঠতে পারিনি। সকাল সাড়ে ৮টায় বাসটি হোটেল থেকে ছাড়ে। আমি ৮:৪৩ এ মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের সঙ্গে সঙ্গেই প্রায় মাঠে পৌঁছে গেলাম। এমন নয় যে আমি দেরিতে এসেছি বলে তারা আমাকে বেছে নেয়নি। আমি কোনওভাবেই খেলছিলাম না৷’’
তাসকিন বলেন, “আমি টসের প্রায় ৩০ থেকে ৪০ মিনিট আগে মাঠে পৌঁছেছিলাম। আমি টিম বাসে উঠতে পারিনি। সকাল সাড়ে ৮টায় বাসটি হোটেল থেকে ছাড়ে। আমি ৮:৪৩ এ মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের সঙ্গে সঙ্গেই প্রায় মাঠে পৌঁছে গেলাম। এমন নয় যে আমি দেরিতে এসেছি বলে তারা আমাকে বেছে নেয়নি। আমি কোনওভাবেই খেলছিলাম না৷’’
২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচে তাসকিন প্লেয়িং ইলেভেনে ফিরে আসেন। তাসকিন এর জন্য ক্ষমা চাইলেও অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শাকিব আল হাসান বলেন যে ফাস্ট বোলার দেরিতে আসার কারণে তাঁর নির্বাচন 'কঠিন' হয়ে গিয়েছিল৷
২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচে তাসকিন প্লেয়িং ইলেভেনে ফিরে আসেন। তাসকিন এর জন্য ক্ষমা চাইলেও অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শাকিব আল হাসান বলেন যে ফাস্ট বোলার দেরিতে আসার কারণে তাঁর নির্বাচন ‘কঠিন’ হয়ে গিয়েছিল৷

Bangladesh cricket Shakib Al Hasan: সেলফি তুলতে চাওয়ার শাস্তি, ঘাড় ধরে মারতে গেলেন শাকিব, রইল ভিডিও

বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক লেগেই থাকে। অতীতেও বহু বার ঝামেলায় জড়িয়েছেন, কখনও আম্পায়ারের সঙ্গে তর্ক হোক, তো কখনও খেলা চলাকালীন উইকেট ফেলে দিয়ে। তাতেও শাকিবের ঔদ্ধত্য কমেনি।

আইপিএল শেষ হলেই বিশ্বকাপ। ২০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন শাকিব আল হাসান। সেই আইপিএলের মাঝেই বিতর্কে জড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। কী করেছেন শাকিব?

আরও পড়ুন: ১১ রকম হর্ন রয়েছে ভারতীয় রেলে, কোনটির কী অর্থ জানলে অবাক হবেন

ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডি সঙ্গে খেলা ছিল প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের। ম্যাচ শুরুর আগে দুই দলের কোচ মহম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। সেই সময় শাকিবের কাছে যান এক ভক্ত। শাকিবকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং শাকিবের সঙ্গে সেলফি তুলতে চান। তখনই ঘটে যায় ‘অপ্রীতিকর ঘটনা’। সেই ভক্তকে দেখে রেগে যান শাকিব আল হাসান। তাঁর ঘাড় ধরে মারতে যান শাকিব। তার পর ছেলেটিকে সেখান থেকে তাড়িয়ে দেন। এই ঘটনা নেটিজেনদের নজর এড়াইনি। ভাইরাল হয়ে যায় শাকিবের সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা।

আরও পড়ুন: ১৭৪ বলে ৩৬ রান করে নটআউট! বিরাটের স্ট্রাইক রেট নিয়ে তরজার মধ্যেই ভাইরাল গাভাসকরের ইনিংস, গোহারা হারে ভারত

প্রসঙ্গত, শাকিবকে ছাড়াই জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে বাংলাদেশ ৯ রানে হারিয়েছে জিম্বাবোয়েকে। ৫ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ক্রিকেটার শাকিব এখন নেতা! রাজনীতিতে নেমেই চড় কষালেন ভক্তকে, শুরুতেই বিতর্ক!

শেখ হাসিনার দল আওয়ামি লিগের প্রার্থী হয়েছিলেন শাকিব আল হাসান৷ বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশের ক্যাপ্টেন এবার নেতা।
শেখ হাসিনার দল আওয়ামি লিগের প্রার্থী হয়েছিলেন শাকিব আল হাসান৷ বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশের ক্যাপ্টেন এবার নেতা।
শাকিব বলেই দিয়েছিলেন, তিনি জিতছেন! কত ভোটে জিতছেন তা নিয়েই চিন্তা ছিল তাঁর। শাকিব জিতলেন বিপুল ভোটে।  সাকিব মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে জিতলেন তিনি।
শাকিব বলেই দিয়েছিলেন, তিনি জিতছেন! কত ভোটে জিতছেন তা নিয়েই চিন্তা ছিল তাঁর। শাকিব জিতলেন বিপুল ভোটে। সাকিব মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে জিতলেন তিনি।
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাংসদ হলেন তিনি। এর আগে নৈমুর এহসান দুর্জয় এবং মাশরফি মোর্তাজা সাংসদ হয়েছিলেন।
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাংসদ হলেন তিনি। এর আগে নৈমুর এহসান দুর্জয় এবং মাশরফি মোর্তাজা সাংসদ হয়েছিলেন।
শাকিব কিন্তু ক্রিকেট খেলা ছাড়ছেন না এখনই। তিনি রাজনীতি ও ক্রিকেট একসঙ্গে সামলাবেন। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়র লিগ। সেখানে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে তাঁকে।
শাকিব কিন্তু ক্রিকেট খেলা ছাড়ছেন না এখনই। তিনি রাজনীতি ও ক্রিকেট একসঙ্গে সামলাবেন। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়র লিগ। সেখানে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে তাঁকে।
মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়েছেন শাকিব। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন। বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়েছেন শাকিব। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন। বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
১,৮৫,৩৮৮টি ভোট পেয়েছেন শাকিব। ৫,৯৯৪ ভোট পেয়েছেন কাজী রেজাউল হোসেন। অর্থাৎ শাকিব জিতেছেন বিপুল ভোটে।
১,৮৫,৩৮৮টি ভোট পেয়েছেন শাকিব। ৫,৯৯৪ ভোট পেয়েছেন কাজী রেজাউল হোসেন। অর্থাৎ শাকিব জিতেছেন বিপুল ভোটে।
তবে জয়ের পরও বিতর্কে জড়ালেন শাকিব। রাজনীতির মাঠে নেমে মানুষের ধাক্কাধাক্কি সামলাতে হচ্ছে শাকিবকে। মানুষের ভিড় সব সময় ঘিরে থাকছে তাঁকে। কিছু সময়ে তিনি বিরক্ত হচ্ছেন। এদিন যেমন মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চড় মারেন শাকিব।
তবে জয়ের পরও বিতর্কে জড়ালেন শাকিব। রাজনীতির মাঠে নেমে মানুষের ধাক্কাধাক্কি সামলাতে হচ্ছে শাকিবকে। মানুষের ভিড় সব সময় ঘিরে থাকছে তাঁকে। কিছু সময়ে তিনি বিরক্ত হচ্ছেন। এদিন যেমন মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চড় মারেন শাকিব।

Shakib Al Hasan Casts Vote: ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিলেন শাকিব, রইল ভিডিও

: নিজে ভোটে দাঁড়িয়েছেন পাশাপাশি নিজের ভোট দিয়ে গণতন্ত্রের পূর্ণ দায়িত্ব পালন করলেন শাকিব আল হাসান৷ তিনি এবার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হাসিনার দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন৷ যেখানে ভোটের হার অত্যন্ত কম বাংলাদেশে, সেখানে দাঁড়িয়ে এই ধরণের তারকাদের ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

দেখে নিন শাকিব আল হাসানের ভোট দেওয়ার ভিডিও৷

 

বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান এবার নতুন খেলার মাঠে নেমেছেন৷ শেখ হাসিনার দল আওয়ামি লিগের হয়ে বাংলাদেশের ভোটে প্রার্থী হয়েছেন শাকিব আল হাসান৷ তাঁর প্রচারে তাই ক্রিকেটারদের ছড়াছড়ি৷ তাঁর সাম্প্রতিক ভোটের প্রচারে দেখা গেল মশরফি বিন মোর্তাজা এবং সৌম্য সরকারকে৷

আরও পড়ুন – Lifestyle Tips: ‘এভাবে’ ফোন চার্জ করেন, নিজে হাতে বাজাচ্ছেন বারোটা, ফোনের আয়ু বাড়বে হু হু করে

এদিকে মশরফি মোর্তাজা প্রাক্তন বাংলাদেশের অধিনায়ক পাঁচ বছর আগেই রাজনীতির মঞ্চে এসেছেন৷ তিনি শাসকদল আওয়ামি লিগের হয়ে নড়াইল ২ আসন থেকে জিতেছিলেন৷

এদিকে এবারের ভোটে মাগুরা ১ আসন থেকে নির্বাচনে লড়ছেন শাকিব আল হাসান৷ ভোটারদের কাছে শাকিব যেমন নিজের জন্য ভোটভিক্ষা করছেন, ঠিক তেমনিই তাঁর প্রাক্তন সতীর্থরাও তাঁর হয়ে জমিয়ে প্রচার করছেন৷ একঝাঁক বাংলাদেশি ক্রিকেট তারকাদের সামনে থেকে দেখতে মাগুরায় ভিড় উপচে পড়েছিল৷এদিকে এক সময়ের আইসিসি ক্রমতালিকার এক নম্বর অলরাউন্ডারকে ভোটের মাঠেও ছক্কা হাঁকাতে বলেছেন৷এদিকে ভোটে জিতে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলে কি আর আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবেও কেরিয়ার রাখবেন প্রশ্নের উত্তরে শাকিব সরাসরি জানিয়েছেন, তিনি ক্রিকেট থেকে অবসর এখনও নেননি, তাহলে ক্রিকেট না খেলার কথা কেন ভাবনা হচ্ছে৷

Viral Video: ভোটের প্রচার চলাকালীন স্টেজে মহিলা ভক্তদের সেলফির দাবি, তার মধ্যে এ কী করলেন শাকিব, ভাইরাল ভিডিও

Viral Video:  বাংলাদেশের ভোটে যে কজন তারকা প্রার্থী রয়েছেন তাঁদের মধ্যে শাকিব আল হাসান অন্যতম৷ বাংলাদেশ ক্রিকেটের  অন্যতম সেরা তারকা তিনি৷ তাই তিনি যখনই ভোট প্রার্থণা করতে যাচ্ছেন তখনই তাঁকে ঘিরে উপচে পড়ছে ভিড়৷ এই ভিড়ে মহিলা ফ্যানদের আধিক্যও চোখে পড়ার মতো৷

বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের হয়ে নির্বাচনে লড়ছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী৷ ৩৬ বছরেরে তারকা অলরাউন্ডারকে শেখ হাসিনা নতুন ফিল্ডেও ছক্কা হাঁকাতে বলেছেন৷ এ বছরেই আওয়ামি লিগের হয়ে রাজনীতির আঙিনায় এসেছেন শাকিব৷

শাকিব নিয়মিতই প্রচারের কাজে বেরিয়েছিলেন৷ তারমধ্যেই একটি প্রচার মঞ্চের ভিডিও ভাইরাল হয়েছে৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা ফ্যানরা চারদিক থেকে শাকিবকে ঘিরে ধরেছেন এবং বিভিন্ন অ্যাঙ্গেলে সেলফি নিচ্ছেন৷ এর মধ্যেই সেই কাণ্ড করে ফেলেন শাকিব৷

দেখে নিন ভাইরাল ভিডিও

 

আরও পড়ুন – Shakib Al Hasan: “আপনাদের কাছে এসেছি, আমার জন্য দোয়া চাইতে” ভোটের মঞ্চে শাকিবের ছক্কা

আসলে শাকিবের মুখ দেখে মনে হচ্ছে তিনি গোটা পরিস্থিতিতে বেশ বিরক্ত৷ তাই বেজার মুখ করে বসে আসেন চারদিক থেকে মহিলা ফ্যানরা তাঁকে ঘিরে ধরেছেন৷ আর তিনি হাই তুলছেন৷ এই ভিডিও সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগুন ধরিয়েছে এই ভিডিও৷

শাকিব আল হাসান জানিয়েছেন রাজনীতি একটু অন্যরকমের হার্ডল এবং পরিণতির জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন৷ তিনি বলেছেন, ‘‘কম্পিটিশন ও চ্যালেঞ্জ সব সময়েই থাকবে তা সে বড় টিমের খেলা হোক বা ছোট টিমের৷ ’’ নিজের হোমটাউন মাগুরায় এই কথা জানিয়েছেন শাকিব৷ তাঁর নির্বাচনের কেন্দ্রও এটিই৷ ঘরের ছেলেকেই ঘরের কেন্দ্রে প্রার্থী করে হাসিনার দল বড় তাস খেলতে চেয়েছে৷

Bangladesh Election 2024: প্রতিপক্ষ মাঠে নেই, ভোটারদেরও দেখা নেই! শাকিবের সাংসদ হওয়া সময়ের অপেক্ষা

ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা জিতেছেন৷ প্রথমবার নির্বাচনে নেমেও জয় প্রায় নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের৷ একসময়ের সতীর্থ মাশরাফি মোর্তাজার মতোই সাংসদ হওয়ার পথে শাকিব৷

আজ, রবিবার বাংলাদেশে নির্বাচন৷ ক্ষমতাসীন দল শেখ হাসিনার আওয়ামি লিগের হয়ে মগুরা-১ কেন্দ্র থেকে সাংসদ পদপ্রার্থী শাকিব৷ এ দিন সকালে সপরিবারে ভোটও দিয়ে দিয়েছেন তারকা এই অলরাউন্ডার৷ ক্রিকেট মাঠে ব্যাটে-বলে কঠিন প্রতিদ্বন্দ্বীদের সামলাতে হলেও ভোটের ময়দানে শাকিবের বিরুদ্ধে সেরকম শক্ত প্রার্থী কেউ নেই৷ বলা ভাল, শাকিবের সাংসদ হওয়া এখন সময়ের অপেক্ষা৷ বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, শাকিব কত ভোটে জেতেন, সেটাই একমাত্র কৌতূহলের বিষয়৷ কারণ সকাল থেকে শাকিবের কেন্দ্রেও সেভাবে ভোটারদের উৎসাহ চোখে পড়েনি৷ শাকিবের অবশ্য আশা, বেলা বাড়লে ভোটগ্রহণ কেন্দ্রে ভিড় বাড়বে৷

আরও পড়ুন: বাংলাদেশে আজ ভোট, কত আসনে? সরকার গঠনেই বা কত সিট প্রয়োজন? হাসিনার বড় চ্যালেঞ্জ

সদর উপজেলার একাংশ এবং শ্রীপুর এলাকা নিয়ে গঠিত বাংলাদেশের মগুরা-১ সংসদ এলাকাটি৷ এই কেন্দ্রে শাকিবের বিপক্ষে মোট চারজন প্রার্থী রয়েছেন৷ তাঁরা হলেন বাংলাদেশ কংগ্রেসের কাজি রেজাউল হোসেন, জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা এবং তৃণমূল বিএনপি-র সঞ্জয় কুমার সাহা৷

এই চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী প্রচারেই নামেননি৷ কংগ্রেস প্রার্থী নামমাত্র প্রচার চালিয়েছেন৷ ফলে শাকিবের জয় নিয়ে কোনও সংশয় নেই আওয়ামি লিগের কর্মী, সমর্থকদের৷

রাজনীতিতে যোগ দিয়ে বাংলাদেশের বহু ক্রিকেটপ্রেমীর বিরাগভাজন হয়েছেন শাকিব৷ ভোটে শেষ পর্যন্ত সাংসদ হিসেবে তিনি মানুষের মন জয় করতে পারেন কি না, তা অবশ্য সময় বলবে৷

Shakib Al Hasan: “আপনাদের কাছে এসেছি, আমার জন্য দোয়া চাইতে” ভোটের মঞ্চে শাকিবের ছক্কা

বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান এবার নতুন খেলার মাঠে নেমেছেন৷ শেখ হাসিনার দল আওয়ামি লিগের হয়ে বাংলাদেশের ভোটে প্রার্থী হয়েছেন শাকিব আল হাসান৷ তাঁর প্রচারে তাই ক্রিকেটারদের ছড়াছড়ি৷ তাঁর সাম্প্রতিক ভোটের প্রচারে দেখা গেল মশরফি বিন মোর্তাজা এবং সৌম্য সরকারকে৷
বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান এবার নতুন খেলার মাঠে নেমেছেন৷ শেখ হাসিনার দল আওয়ামি লিগের হয়ে বাংলাদেশের ভোটে প্রার্থী হয়েছেন শাকিব আল হাসান৷ তাঁর প্রচারে তাই ক্রিকেটারদের ছড়াছড়ি৷ তাঁর সাম্প্রতিক ভোটের প্রচারে দেখা গেল মশরফি বিন মোর্তাজা এবং সৌম্য সরকারকে৷
এদিকে মশরফি মোর্তাজা প্রাক্তন বাংলাদেশের অধিনায়ক পাঁচ বছর আগেই রাজনীতির মঞ্চে এসেছেন৷ তিনি শাসকদল আওয়ামি লিগের হয়ে নড়াইল ২ আসন থেকে জিতেছিলেন৷
এদিকে মশরফি মোর্তাজা প্রাক্তন বাংলাদেশের অধিনায়ক পাঁচ বছর আগেই রাজনীতির মঞ্চে এসেছেন৷ তিনি শাসকদল আওয়ামি লিগের হয়ে নড়াইল ২ আসন থেকে জিতেছিলেন৷
এদিকে এবারের ভোটে মাগুরা ১ আসন থেকে নির্বাচনে লড়ছেন শাকিব আল হাসান৷ ভোটারদের কাছে শাকিব যেমন নিজের জন্য ভোটভিক্ষা করছেন, ঠিক তেমনিই তাঁর প্রাক্তন সতীর্থরাও তাঁর হয়ে জমিয়ে প্রচার করছেন৷ একঝাঁক বাংলাদেশি ক্রিকেট তারকাদের সামনে থেকে দেখতে মাগুরায় ভিড় উপচে পড়েছিল৷
এদিকে এবারের ভোটে মাগুরা ১ আসন থেকে নির্বাচনে লড়ছেন শাকিব আল হাসান৷ ভোটারদের কাছে শাকিব যেমন নিজের জন্য ভোটভিক্ষা করছেন, ঠিক তেমনিই তাঁর প্রাক্তন সতীর্থরাও তাঁর হয়ে জমিয়ে প্রচার করছেন৷ একঝাঁক বাংলাদেশি ক্রিকেট তারকাদের সামনে থেকে দেখতে মাগুরায় ভিড় উপচে পড়েছিল৷
এদিকে এক সময়ের আইসিসি ক্রমতালিকার এক নম্বর অলরাউন্ডারকে ভোটের মাঠেও ছক্কা হাঁকাতে বলেছেন৷
এদিকে এক সময়ের আইসিসি ক্রমতালিকার এক নম্বর অলরাউন্ডারকে ভোটের মাঠেও ছক্কা হাঁকাতে বলেছেন৷
এদিকে ভোটে জিতে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলে কি আর আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবেও কেরিয়ার রাখবেন প্রশ্নের উত্তরে শাকিব সরাসরি জানিয়েছেন, তিনি ক্রিকেট থেকে অবসর এখনও নেননি, তাহলে ক্রিকেট না খেলার কথা কেন ভাবনা হচ্ছে৷
এদিকে ভোটে জিতে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলে কি আর আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবেও কেরিয়ার রাখবেন প্রশ্নের উত্তরে শাকিব সরাসরি জানিয়েছেন, তিনি ক্রিকেট থেকে অবসর এখনও নেননি, তাহলে ক্রিকেট না খেলার কথা কেন ভাবনা হচ্ছে৷

বাংলাদেশে গ্রামের বাড়িতে ইদ পালন শাকিবের, শিকড় না ভোলার পরামর্শ দিলেন তারকা

ঢাকা: কেউ বলেন তিনি অহংকারী, কেউ বলেন তিনি অসভ্য, কেউ বলেন তিনি স্বার্থপর। তবে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের অনেক অবদান আছে সে দেশের তরুণ ক্রিকেটারদের জন্য। বিশ্ব ক্রিকেটে বিশাল সাফল্য অর্জন করলেও মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সব ক্রিকেটারেরই খেলার সাথে পরিচয় হয় এভাবে।

একটু ফাঁকা জায়গা পেলেই ব্যাট-বল হাতে নেমে যাওয়া। মাগুরায় যাওয়ার পর সাকিব তারকাখ্যাতি পেছনে ফেলে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের বেড়ানোর ছবিও পাওয়া যাচ্ছে সোশ্যাল সাইটে। এবার ক্রিকেট খেলার ছবি শেয়ার করে ক্যাপশনে সাকিব লিখলেন, কখনও নিজের শেকড়কে ভুলে যেও না।

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব তার শেকড়কে ভুলে যাননি। কিন্তু বিখ্যাত হওয়ার পর সবাই কি তার অতীতকে মনে রাখে? বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও এবার মাগুরায় নিজের বাড়িকে ঈদ পালন করছেন। সেটাও দীর্ঘ ৭ বছর পর। সর্বশেষ ২০১৭ সালে মাগুরায় ঈদ করেছিলেন সাকিব।

সোশ্যাল সাইটের কল্যাণে সাকিবের ঈদ পালনের দৃশ্য দেখতে পারছেন ভক্তরা। আজ ঈদের দিন সন্ধ্যায় সাকিব নিজেই একটা ছবি পোস্ট করেছেন ফেসবুকে। যাতে দেখা যাচ্ছে, মাগুরায় গ্রামীণ পরিবেশে বন্ধুদের সঙ্গে তিনি ক্রিকেট খেলছেন। শাকিবের গ্রামের বাড়িতে ইদ পালন এবং ক্রিকেট খেলার ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

Litton Das: কেকেআর খেলার সুযোগ দিলে লিটন পুরো চমকে দেবে! জানিয়ে দিলেন সাকিব

ঢাকা: মাঠ এবং মাঠের বাইরে লিটন দাসের গুরু তিনি। আজকের লিটন দাস হয়ে ওঠার পেছনে শাকিব আল হাসানের অবদান অনেকটা। গত এক বছরে লিটন যে আত্মবিশ্বাস নিয়ে ক্রিকেট খেলছেন তার পেছনে শাকিবের অবদান আছে। তিনি এবার আইপিএলে নেই। থাকলে লিটন দাসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসাথে খেলতেন। হয়ত একরুম শেয়ার করতেন। টিম বাসে একসাথে যেতেন। একত্রে লাঞ্চ-ডিনার সারতেন।

দেশের বাইরে আইপিএলকে ঘিরে একটা অন্যরকম রোমাঞ্চকর সময় কাটাতেন সকিব আর লিটন।সাকিব নেই। কেকেআর শিবিরে একা লিটন। শুধু তার ভক্ত ও সমর্থকরা নন। গোটা বাংলাদেশ তাকিয়ে আছে এ স্টাইলিশ ব্যাটারের দিকে। অনেকেরই প্রত্যাশা সুযোগ পেলে লিটন ভাল করবেন। সফল হবেন। রান পাবেন।

আরও পড়ুন – Mumbai Indians: ‘ছ’মাসের মধ্যে ভারতের জার্সিতে না খেললে অবাক হব’! কাকে নিয়ে বড় বয়ান শাস্ত্রীর ?

এর পক্ষে যুক্তি, লিটনের স্কিল, ব্যাটিং টেকনিক, উইকেটের চারিদিকে শটস খেলার দক্ষতা ও ক্ষমতা প্রচুর। লিটনকে নিয়ে অনেক আশা সাকিবের। তিনি বিশ্বাস করেন, আইপিএলে সফল হওয়ার পর্যাপ্ত সামর্থ্য আছে লিটনের। শুধু জায়গামত নিজের সামর্থ্যের প্রয়োগ ঘটাতে পারলেই তার ব্যাট কথা বলবে।

সাকিবকে প্রশ্ন করা হয়, আপনি কি লিটনকে কোন পরামর্শ বা টিপস দিয়েছেন? সাকিবের জবাব, কোনও পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।

Shakib KKR : সাকিবের অভাব পূর্ণ করতে পারবেন না জেসন রয়! বোমা ফাটালেন প্রাক্তন নাইট

কলকাতা: কেকেআর দলের জার্সিতে তিনি দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। তবে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন রাজস্থান রয়্যালসের জার্সিতে। ইউসুফ পাঠান পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসানের পরিবর্ত হিসেবে জেসন রয় একার হাতে বিরাট পার্থক্য তৈরি করতে পারবেন না। ইউসুফের মনে হচ্ছে রয় প্রথম ছয় ওভার বিপক্ষ বোলারদের শাসন করতে পারেন।

কিন্তু ম্যাচের মাঝখানে খেই হারিয়ে ফেলবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু দেশের খেলা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরটি থেকে বেরিয়ে এসেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আরও পড়ুন – LSG vs SRH : আইপিএলে আজ নবাব বনাম নিজামের লড়াই! রাহুলদের সামনে মায়াঙ্কদের সানরাইজার্স

বিশ্বসেরা অলরাউন্ডারকে না পেয়ে ইংলিশ তারকা জেসন রয়কে দলে ভিড়িয়েছে ফ্রেঞ্চাইজিটি। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান মনে করেন সাকিবের অভাব পূরণ হওয়ার নয়। ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইম আউট অনুষ্ঠানে ইউসুফ বলেন, সাকিব অনেক বড় মাপের ক্রিকেটার। তিন-চার নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি চার ওভার বোলিংও করতে পারে সে।

কলকাতার যে ব্যাটিং লাইন আপ, তারা আয়ার ও সাকিবের অভাবটা টের পাবে। কলকাতায় লম্বা সময় ধরে সাকিবের সতীর্থ ছিলেন ইউসুফ। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলেছেন তিনি। তবে ইউসুফ আশাবাদী মিডল অর্ডারে রিঙ্কু সিং এবং শার্দুল এবার ভরসা দেবেন দুবারের চ্যাম্পিয়ন দলকে। রিঙ্কু সত্যিই অনেক উন্নতি করেছেন জানিয়েছেন ইউসুফ।