Viral : লন্ডনে সেতুর উপর রেললাইন জ্বলছে দাউ দাউ করে! অতিরিক্ত তাপমাত্রাই কারণ?

লন্ডন : বলা নেই, কওয়া নেই আমচকাই আগুন ধরে গেল রেললাইনের ট্র্যাকে৷ লন্ডনের এক সেতুতে এই দৃশ্য ভাইরাল হয়েছে সম্প্রতি৷ গত ১১ জুলাই এই অত্যাশ্চর্য ঘটনা ঘটে সেখানে ৷ জানা গিয়েছে ওয়ান্ডসওয়ার্থ এবং লন্ডন ভিক্টোরিয়া স্টেশনের মাঝে এই ‘অগ্নিকাণ্ড’ ঘটে ৷ লন্ডনের সাউথ ইস্টার্ন রেলওয়ের ম্যানেজিং ডিরেক্টর স্টিভ হোয়াইট এই ছবি শেয়ার করেছেন ট্যুইটারে ৷ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন রেল কোম্পানি এবং লন্ডনের দমকলবাহিনীকে ৷

কী করে ঘটল এই ঘটনা? জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷ তাদের ব্যাখ্যা, অত্যধিক গরমে সেতুর উপর হুইল টিম্বার শুকনো হয়ে গিয়েছিল৷ তার উপর একটি অগ্নিস্ফুলিঙ্গ এসে পড়ায় হয়তো আগুন ধরে যায় ৷ সঙ্গে তাদের আশ্বাস, পরীক্ষা করে দেখা হয়েছে৷ ট্রেনলাইন সম্পূর্ণ ঠিক আছে রেল চলাচলের জন্য ৷ এর পরও পরীক্ষা চলবে ৷ দেখা হবে রেলওয়ে ট্র্যাকের কোনও অংশ পরিবর্তন করা দরকার কিনা৷

আরও পড়ুন : ‘দাদুর কাঁধে বসে মহাকাশচারীদের অবতরণ দেখা’, সৃষ্টির প্রথম আলোতে স্মৃতিমেদুর বারাক ওবামা

 

 

 

আরও পড়ুন : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে জমিয়ে রান্না প্রতিবাদীদের, সঙ্গে তাস-ক্যারম

যখন এই ঘটনা ঘটল, তখন ইংল্যান্ড জুড়ে চলছে চড়া তাপমাত্রা ৷ বিবিসি সূত্রে খবর, ইংল্যান্ডের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছতে পারে ৷ আবহাওয়া দফতর থেকে দেশের জনগণের জন্য সতর্কতা জারি করা হয়েছে ৷ যাতে জনস্বাস্থ্য ও গণপরিবহণ সংক্রান্ত সব বিষয় সুষ্ঠুভাবে বজায় থাকে দেশ জুড়ে ৷