ওয়াসিম আক্রমের প্রশংসা বাড়িয়েছে সাহস! মাটিতেই পা তরুণ অর্শদীপের

#তিরুবন্তপুরম: জাহির খান, ইরফান পাঠানের পরে সেভাবে ভারতীয় ক্রিকেটে বাহাতি ফাস্ট বোলার উঠে আসেনি। মাঝে খলিল আহমেদ কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ তিনি। নটরাজন প্রতিভা থাকা সত্ত্বেও হারিয়ে গেলেন। তাই একজন বাঁহাতি পেসারের প্রয়োজনীয়তা অনুভব করেন নির্বাচকরা।

আরও পড়ুন – সূর্য কুমারের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কেকেআরের অবদান সবচেয়ে বেশি ! বার্তা পন্টিংয়ের

পঞ্জাবের অর্শদীপ সিং সেই জায়গা ভরাট করতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল আইপিএলে। ছোট থেকেই অর্শদীপের আদর্শ ওয়াসিম আক্রম। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে দেখেই তাঁর বাঁহাতি জোরে বোলার হয়ে ওঠা। সেই আক্রমকে হাতের কাছে পান দুবাইয়ে। এশিয়া কাপ খেলার ফাঁকেই অর্শদীপ ছুটে যান পরামর্শের জন্য।

এশিয়া কাপের সময় আক্রমের গলায় একাধিক বার অর্শদীপের প্রশংসা শোনা গিয়েছে। সুপার ফোর পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফেলে সমালোচিত অর্শদীপের পাশেও দাঁড়ান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। আক্রম বলেছিলেন, আমি হলেও শেষ ওভারটা অর্শদীপকেই দিতাম। ও তরুণ বোলার।

যথেষ্ট প্রতিভা রয়েছে। চাপের মুখে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে বল করেছে। হ্যাঁ, একটা ক্যাচ ফেলেছে। নক আউট পর্বে এরকম উত্তেজনার ম্যাচে আমরা সকলেই ক্যাচ ফেলেছি। এটাই পৃথিবীর শেষ খেলা নয়। নেটমাধ্যমে ওকে যেভাবে আক্রমণ, সমালোচনা করা হচ্ছে সেটা ঠিক নয়। আমাদের সকলের উচিত ওর পাশে থাকা।

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অর্শদীপ। আক্রম যে সঠিক কথা বলেছিলেন সেটা দেখা যাচ্ছে এখন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিরুবন্তপুরমে যেভাবে তিনটি উইকেট তুলে নিলেন অর্শদীপ, তাতে বিশ্বকাপে তার ওপর বাজি ধরতেই পারেন ভারতীয় সমর্থকরা। গতি মাঝামাঝি হলেও, নতুন বল যেভাবে সুইং করাচ্ছেন, তাতে অনেক ব্যাটসম্যানকে চ্যালেঞ্জের মুখে ফেলবেন তরুণ ভারতীয় পেসার।