Tag Archives: Wasim Akram

‘বিশ্বের সেরা বোলার কে? আপনি নাকি বুমরাহ?’ ওয়াসিম আক্রম এমন নাম নিলেন, সবাই অবাক

নয়াদিল্লি:  পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রমকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা বোলার কে! আপনি নাকি জসপ্রিত বুমরাহ! তিনি এমন একজনের নাম বললেন, যা শুনে সবাই অবাক।

বর্তমান ক্রিকেটে ওয়াসিম আক্রিম কিন্তু জসপ্রিত বুমরাহকে বিশ্বের সেরা বোলার বলে মনে করেন। কিন্তু যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বোলারের কথা ওঠে, আক্রম ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শালকে তাঁর প্রিয় বলে জানান।

ওয়াসিম একটি সাক্ষাত্কারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বোলার সম্পর্কে কথা বলেছেন। তিনি ম্যালকম মার্শালকে সর্বকালের সেরা বোলার বলেছেন। উল্লেখ্য, ম্যালকম মার্শালকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোলার হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন- আবার হারল পাকিস্তান! পিছিয়ে পড়েও হকির বড় মঞ্চে দুরমুশ করল ভারত

ম্যালকম মার্শাল ৮১টি টেস্ট খেলে ৩৭৬ টি উইকেট নিয়েছেন। ম্যালকম মার্শাল ১৩৬টি ওয়ানডেতে ১৫৭টি উইকেট নিয়েছেন। ম্যালকম মার্শাল বার্বাডোসের ব্রিজটাউন থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একজন নিয়মিত সদস্য হয়ে ওঠেন।

মার্শালের বাবা ছিলেন পুলিশকর্মী। তিনি মার্শালের ছোটবেলায় মারা যান। ক্রিকেটের সাথে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন দাদু। মার্শাল ১৯৭৭-৭৮ সালে বার্বাডোজের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। তার প্রথম ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ৭৭ রানে ৬ উইকেট নিতে সফল হন। এই পারফরম্যান্স দেখে তাকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন- KKR News: প্রবল চাপে কেকেআর অধিনায়ক! এবার কী করবেন শ্রেয়স আইয়ার

১৯৭৮-৭৯ ভারত সফরে তাঁর পারফরম্যান্স বিশেষ ভাল ছিল না। কিন্তু পরের ২ বছরে তিনি দলের অধিনায়ক ক্লাইভ লয়েডের নজরে আসেন। ম্যালকম মার্শাল একজন ভয়ঙ্কর ফাস্ট বোলারে পরিণত হন। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পেস অ্যাটাকের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন।

৫ ফুট ৯ ইঞ্চি লম্বা মার্শাল আবার জোয়েল গার্নার, কোর্টনি ওয়ালশ এবং কার্টলি অ্যামব্রোসের মতো অন্যান্য বোলারদের তুলনায় অনেক খাটো ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের ১৯৮৩ সালের ভারত সফরের সময় মার্শাল তাঁর কেরিয়ারের শীর্ষে ছিলেন। সেবার ৩৩ উইকেট নিয়েছিলেন। মার্শালও একজন ভাল ব্যাটার ছিলেন। টেস্টে ১০টি হাফ সেঞ্চুরি করেছিলেন।

তিনি ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের কোচ নিযুক্ত হন। ১৯৯৯ বিশ্বকাপের সময় তিনি ক্যান্সারে আক্রান্ত হন, ৬ মাসের মধ্যে তিনি মারা যান।

ওয়াসিম আক্রম বলে দিলেন, বিশ্বের সর্বকালের সেরা ব্যাটার কে? সচিন, বিরাট, লারা নয়!

কলকাতা: পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম জানিয়ে দিলেন, ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ব্যাটার কে! যখনই তিনি ক্রিকেট নিয়ে কোনও বক্তব্য রাখেন, তখনই তিনি বেশ স্টেপ আউট করে খেলেন।

এবার AmeriCricketTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম ঘোষণা করলেন বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের নাম। সাক্ষাৎকারে ওয়াসিম কিন্তু সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, ব্রায়ান লালা, জাভেদ মিয়াঁদাদ এবং ভিভিয়ান রিচার্ডস সম্পর্কে কথা বলেছেন।

আরও পড়ুন- কেন ওজন বেড়েছিল? জানালেন ভিনেশ ফোগট, আজ রাতে রুপো জয়ের সম্ভাবনা!

সাক্ষাত্কারে, ওয়াসিমকে সর্বকালের সেরা ব্যাটসম্যান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি বলেন, “আমার কাছে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান হলেন ভিভিয়ান রিচার্ডস।”

সুইংয়ের সুলতান ওয়াসিম আরও বলেন, “আটের দশকে ভিভিয়ান বিস্ময়কর কাজ করেছিল। যদিও ক্রিকেটে অনেক গ্রেট আছে, কিন্তু আমার কাছে ব্যক্তিগত সেরা ভিভিয়ান রিচার্ডস।”

আরও পড়ুন- নীরজ চোপড়ার বাড়ি এত সুন্দর! দেখুন এই ভিডিও, অলিম্পিক্সে পদকজয়ীর অন্দরমহল

আরও বলেন, “আমি ৮০-৯০-এর দশকে আমার কেরিয়ার শুরু করি। ৮৫-৮৬ সালে আমার বয়স ছিল ১৭ বছর, তখন আমি পাকিস্তানের হয়ে খেলছি। আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে ক্রিকেট খেলেছি। সুনীল গাভাসকর, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, আমি তাদের সবার বিরুদ্ধে ক্রিকেট খেলেছি। কিন্তু আমার মাথায় শুধু একটি নাম আসে, ভিভ আমার কাছে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান।

এছাড়া নব্বই দশকের ক্রিকেটারদের নিয়েও কথা বলেছেন ওয়াসিম। তিনি বলেছেন, “আমি সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে ক্রিকেট খেলেছি। ওয়াহ ভাইদের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার বিপক্ষে খেলেছি। এই মুহূর্তে আমি আরও কিছু খেলোয়াড়ের নাম ভুলে যাচ্ছি কিন্তু তারাও দুর্দান্ত ছিল।

ওয়াসিম আক্রম আরও বলেন, যদি পাকিস্তানের কথা বলি, জাভেদ মিয়াঁদাদ আমার কাছে সর্বকালের সেরা ব্যাটসম্যান। এই ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটা আমার জন্য স্বপ্নপূরণের চেয়ে কম ছিল না।

ওয়াসিম আক্রমের বড় ভবিষ্যদ্বাণী, যে দুটি দল খেলবে এবার আইপিএল ফাইনাল…

কলকাতা: পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রণ বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন। জানালেন, আইপিএল ২০২৪-এর ফাইনালিস্ট কোন দুটি দল!

একটি সাক্ষাত্কারে ওয়াসিম আক্রণ দুটি দল সম্পর্কে বলেছেন। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল প্লে অফে পৌঁছেছে।

এখন এই চারটির মধ্যে যে কোনো দুটি দলই ফাইনালে উঠবে। এমন পরিস্থিতিতে ওয়াসিম আক্রম ফাইনালিস্ট ২টি দলের নাম জানিয়েছেন।

—- Polls module would be displayed here —-

সাক্ষাত্কারে ওয়াসিম সরাসরি স্বীকার করেছেন যে আইপিএল ফাইনালে ওঠার প্রথম দল সম্ভবত কেকেআর হতে পারে। তিনি বলেছেন, “কেকেআর এক নম্বরে রয়েছে। আসল কারণ ওদের বোলিং। বোলাররাই ম্যাচ জেতাবে। কেকেআর-এর উইকেট নেওয়ার মতো বোলার রয়েছে।

আরও পড়ুন- কেকেআর-হায়দরাবাদ প্লেঅফ ম্যাচে হবে বৃষ্টি? খেলা বাতিল হলে ফাইনালে যাবে কোন দল

বরুণ চক্রবর্তীর ১৮টি, হর্ষিত রানার ১৬টি, স্টার্কের ১২টি এবং নারিনের ১৫টি উইকেট রয়েছে। কেকেআরের হয়ে এককভাবে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে স্টার্কের। আমি আত্মবিশ্বাসী যে কেকেআর স্বাচ্ছন্দ্যে ফাইনালে উঠবে।”

এছাড়া আক্রম বলেছেন, আরসিবি বিপজ্জনক দল। বেঙ্গালুরু ফাইনালে উঠতে পারে। ওয়াসিম বলেছেন, “ম্যাক্সওয়েল সঠিক সময়ে ফর্মে ফিরে এসেছে। ফলে আরসিবি অন্য দলের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। আরসিবি এখন আমার নতুন ফেভারিট। আরসিবিকে ফাইনালে পৌঁছতে এখনও তিনটি ম্যাচ খেলতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওরা এবার অল আউট খেলবে।

আরও পড়ুন- KKR News: সল্টের পর কেকেআর ছাড়ছেন রাসেল সহ আরও এক তারকা? প্লেঅফের আগে বড় খবর

তিনি আরও বলেন, ম্যাক্সওয়েল বড় ম্যাচ খেলার খেলোয়াড়। সব ম্যাচ উইনাররা বড় ম্যাচে এসে দলকে জয়ী করে। আমি আশা করছি, আরসিবি ফাইনালে উঠবে।

আরসিবি প্রথম ৭টি ম্যাচে মাত্র একটি জিতেছিল। কিন্তু এর পর টানা ৬টি ম্যাচ জিতে ফাফ ডু প্লেসিসের বেঙ্গালুরু প্রত্যাবর্তন করে। তারা প্লে অফে জায়গা করে নেয়। ফলে রাজস্থান ও বেঙ্গালুরুর মধ্যে এলিমিনেটর ম্যাচটি খুবই আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে।

Arjun Tendulkar: সচিনের ছেলের গুরু কিন্তু একজন পাকিস্তানি! নামটা শুনলে চমকে উঠবেন

হায়দরাবাদ: সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে অভিষেক ঘটিয়েছেন নাইট রাইডার্স দলের বিপক্ষে। কেমন পারফর্ম করেছেন সেটা সকলে দেখেছেন টিভিতে। কিন্তু এই অর্জুন তেন্ডুলকরের গুরু কে জানেন? কার কাছে ছোটবেলায় বাঁহাতি পেসার হয়ে ওঠার তালিম পেয়েছিলেন তিনি। ওয়াসিম আক্রম। চমকে যাবেন না।

কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আক্রমকে সচিন ব্যক্তিগতভাবে অনুরোধ করে অর্জুনের বাঁহাতি পেসার হয়ে ওঠার রাস্তা তৈরি করে দেন। অতীতে মুম্বইতে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আক্রম অর্জুনকে একবার কয়েক ঘণ্টার ট্রেনিং দিয়েছিলেন। এছাড়াও বিদেশে যখন আক্রম এবং সচিনের দেখা হয়েছে এরপর অর্জুনকে ততবার সাহায্য করেছেন আক্রম।

আরও পড়ুন – Hasin Jahan: স্নানের পোশাকে পুল ডান্স হাসিন জাহানের! হট অবতারে ফের ভাইরাল শামির বউ

তার বোলিং অ্যাকশন কেমন হওয়া উচিত তাই নিয়েও পরামর্শ দিয়েছেন পাকিস্তানি তারকা। নিজামের শহরে আজ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান। অনেকটা আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচ খেলতে নামবে মুম্বই সেটা বলা যায়। সূর্য কুমার যাদবের ফর্মে ফেরা কিছুটা হলেও চিন্তা দূর করেছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। আইপিএলে চলছে সাপ-লুডোর খেলা।

শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ দু’টি ম্যাচ জিতেছে তারা। এই আবহেই মঙ্গলবার ঘরের মাঠ উপ্পলে রোহিত শর্মাদের মুখোমুখি এডেন মার্করামের হায়দরাবাদ। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। নেতৃত্বের গুরুদায়িত্ব সামলে সূর্যকুমার যাদবের রানে ফেরা স্বস্তি দিয়েছে মুম্বইকে।

মিডল অর্ডারে তাদের বড় ভরসা তিলক ভার্মা, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন। কলকাতার বিরুদ্ধে অভিষেক হওয়া শচীন-পুত্র অর্জুন তেন্ডুলকরই সম্ভবত এই নতুন বলে আক্রমণ শুরু করবেন। পেস আক্রমণে আছেন গ্রিন, ডুয়ান জানসেন, রিলে মেরিডিথও। অর্জুন আগের দিন দুটো ওভার বল করেছিলেন।

তার ওপর বেশি চাপ দিতে রাজি ছিলেন না সূর্য কুমার যাদব। আজ যদি অর্জুন আবার সুযোগ পান তাহলে নিজের পারফরমেন্সে উন্নতি ঘটানোর চেষ্টা করবেন মাস্টারের ছেলে সেটা নিশ্চিত সকলেই। শুধু বোলিং নয়, অর্জুনকে ব্যাট হাতেও দেখতে চাইবেন সকলে।

সচিনের থেকেও এগিয়ে বিরাট! `এলিয়েন’ হিসেবে দেখছেন ওয়াসিম আক্রম

#লাহোর: শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। একথা বহুবার বলেছেন তিনি। ওয়াসিম আক্রম মনে করেন শুধু ক্রিকেটার হিসেবে নয়, মানুষ হিসেবেও বিরাট হৃদয়ের মানুষ কোহলি। তার থেকে দেখে শেখা উচিত পাকিস্তানি ক্রিকেটারদের। এমনকি ওয়াসিম আক্রম কিংবদন্তি সচিন তেন্ডুলকরের থেকেও কয়েকটি জায়গায় এগিয়ে রাখতে চান বিরাট কোহলিকে। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে সচিনের থেকে এগিয়ে বিরাট।

আরও পড়ুন – সিং ইজ কিং! জাহির, ইরফানের পর অর্শদীপকে পরবর্তী রত্ন সার্টিফিকেট কুম্বলের

যদিও হাতে বেশি শট ছিল সচিনের, কিন্তু বিরাটের ম্যাচ ফিনিশিংয়ের দক্ষতা বেশি। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত যিনি ৭০টি সেঞ্চুরির মালিক ছিলেন, তাকে নিয়ে গত আড়াই বছরের বেশি সময় ধরে কত সমালোচনাই না হলো। অনেকেই বললেন, বিরাট কোহলি আর কখনো ফর্মে ফিরতে পারবেন না। তাকে দল থেকে বাদ দেওয়া হোক। সেই কোহলি গত এশিয়া কাপে বিধ্বংসী সেঞ্চুরি করে প্রত্যাবর্তন ঘটালেন। সবাইকে জানিয়ে দিলেন, রাজা রাজাই থাকে।

তারপর বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে জেতালেন। ৩১ রানে ৪ উইকেট হারানো দলকে জয়ের পথে ফিরিয়েছেন কোহলি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। প্রথম ২৫ বলে ১৩ রান করা কোহলি অপরাজি থাকেন ৫৩ বলে ৮২* রানে। ম্যাচের পর ঘোষণা করেন, এটাই তার ক্যারিয়ারের সেরা ইনিংস।

বিরাট কোহলির বন্দনায় মেতেছে পুরো ক্রিকেটবিশ্ব। পাকিস্তানের ক্রিকেটাঙ্গনও তার বাইরে নয়। দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম যেমন কোহলিকে ‘এলিয়েন’ বলে ঘোষণা করলেন! সুলতান অব সুইং খ্যত ওয়াসিম আকরাম বলেছেন, সে (কোহলি) আমাদের মাঝেই ঘুরে বেড়ানো একজন এলিয়েন।

সাম্প্রতিক কালে কিংবা আধুনিক গ্রেটদের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আমি তাকে দেখি। ১৫ বছর ধরে সে রান করেই যাচ্ছে। আর রান তাড়ায় কোহলির গড় সবার সেরা। ওয়াসিম মনে করেন তাদের জেনারেশনে বিরাট কোহলি খেললেও সফল হতেন। গ্রেট ক্রিকেটাররা সব জেনারেশনেই মানিয়ে নিতে পারেন। বিরাট সেই ক্যাটাগরিতে পড়েন।

ওয়াসিম আক্রমের প্রশংসা বাড়িয়েছে সাহস! মাটিতেই পা তরুণ অর্শদীপের

#তিরুবন্তপুরম: জাহির খান, ইরফান পাঠানের পরে সেভাবে ভারতীয় ক্রিকেটে বাহাতি ফাস্ট বোলার উঠে আসেনি। মাঝে খলিল আহমেদ কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ তিনি। নটরাজন প্রতিভা থাকা সত্ত্বেও হারিয়ে গেলেন। তাই একজন বাঁহাতি পেসারের প্রয়োজনীয়তা অনুভব করেন নির্বাচকরা।

আরও পড়ুন – সূর্য কুমারের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কেকেআরের অবদান সবচেয়ে বেশি ! বার্তা পন্টিংয়ের

পঞ্জাবের অর্শদীপ সিং সেই জায়গা ভরাট করতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল আইপিএলে। ছোট থেকেই অর্শদীপের আদর্শ ওয়াসিম আক্রম। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে দেখেই তাঁর বাঁহাতি জোরে বোলার হয়ে ওঠা। সেই আক্রমকে হাতের কাছে পান দুবাইয়ে। এশিয়া কাপ খেলার ফাঁকেই অর্শদীপ ছুটে যান পরামর্শের জন্য।

এশিয়া কাপের সময় আক্রমের গলায় একাধিক বার অর্শদীপের প্রশংসা শোনা গিয়েছে। সুপার ফোর পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফেলে সমালোচিত অর্শদীপের পাশেও দাঁড়ান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। আক্রম বলেছিলেন, আমি হলেও শেষ ওভারটা অর্শদীপকেই দিতাম। ও তরুণ বোলার।

যথেষ্ট প্রতিভা রয়েছে। চাপের মুখে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে বল করেছে। হ্যাঁ, একটা ক্যাচ ফেলেছে। নক আউট পর্বে এরকম উত্তেজনার ম্যাচে আমরা সকলেই ক্যাচ ফেলেছি। এটাই পৃথিবীর শেষ খেলা নয়। নেটমাধ্যমে ওকে যেভাবে আক্রমণ, সমালোচনা করা হচ্ছে সেটা ঠিক নয়। আমাদের সকলের উচিত ওর পাশে থাকা।

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অর্শদীপ। আক্রম যে সঠিক কথা বলেছিলেন সেটা দেখা যাচ্ছে এখন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিরুবন্তপুরমে যেভাবে তিনটি উইকেট তুলে নিলেন অর্শদীপ, তাতে বিশ্বকাপে তার ওপর বাজি ধরতেই পারেন ভারতীয় সমর্থকরা। গতি মাঝামাঝি হলেও, নতুন বল যেভাবে সুইং করাচ্ছেন, তাতে অনেক ব্যাটসম্যানকে চ্যালেঞ্জের মুখে ফেলবেন তরুণ ভারতীয় পেসার।

Wasim Akram: ১২ দিন কোয়ারেন্টাইনে থাকার পর এ কী অবস্থা ওয়াসিম আক্রমের ! দেখে চমকে উঠলেন ফ্যানরা

লাহোর: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের (Wasim Akram) এ কী অবস্থা ! তাঁর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ যা দেখে চমকেই উঠতে হয় ৷ বাঁ হাতি কিংবদন্তি পাক পেসারের বোলিংয়ের পাশাপাশি তাঁর হেয়ারস্টাইলও চিরকাল নজর কেড়েছে ৷ সেখানে আক্রমকে এরকম বিনা চুলে দেখে চমকে ওঠাটাই স্বাভাবিক ৷ এই ছবিতে স্বভাবতই লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে !

আরও পড়ুন- অবনী, সুমিতদের দারুণ উপহার ইন্ডিগোর! সোনাজয়ী দুই অ্যাথলিটকে এক বছরের জন্য বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ

এই ছবি শেয়ার করে ওয়াসিম আক্রম লেখেন, ‘‘ কোয়ারেন্টাইনে ১২ দিন থাকার পর অবশেষে আমি আমার রেজার (Razor) পেয়েই গিয়েছি ৷ এখন খুশি তো ? #QuarantineLife ’’ এইভাবেই ফ্যানদের বোকা বানিয়েছেন আক্রম ৷ কারণ ছবিটা ভালো করে দেখলেই বোঝা যাবে, যে আক্রম মাথায় ‘পরচুলা’ বা ‘উইগ’ পরেছেন ৷ তাঁর হেয়ারস্টাইল এমনিতেই সবার পছন্দ ৷ সেখানে হঠাৎ মাথায় চুলহীন আক্রমকে দেখে অনেকে চমকেই উঠেছেন ৷ অনেকেই কমেন্টে লিখেছেন, এভাবে রাত-বিরেতে এই সব কাজ করার মানে কী !

বলিউডের অভিনেতা গুলশন দেবাইয়া ‘শয়তান’, ‘পেডলার্স’, ‘দ্য গার্ল ইন ইয়েলো বুট’, ‘রামলীলা’, ‘হেট স্টোরি’-র মতো অনেক ছবিতে কাজ করেছেন ৷ ওঁর ছবি ‘মর্দ কো দর্দ নহি হোতা’ বা নেটফ্লিক্সে ‘ঘোস্ট স্টোরিজ’-এর প্রশংসাও অনেক হয়েছে ৷ আক্রমের ছবিতে তিনিও লাইক দিয়েছেন ৷ আক্রমকে দেখতেও এই ছবিতে অনেকটা তাঁর মতোই লাগছে বলে মত নেটিজেনদের ৷