Mohammad Shami: আর রিজার্ভে নয়, টি টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহের বদলে দলে শামি

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে নেওয়া হল মহম্মদ শামিকে। চোট পেয়ে ছিটকে যাওয়া জসপ্রীত বুমরাহের পরিবর্তে দলে সুযোগ পেলেন শামি। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছে ভারতীয় দল। এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যখন ভারতীয় দল ঘোষণা হয়, তখন রিজার্ভে ছিলেন মহম্মদ শামি ৷

মঙ্গলবারই ফিটনেস টেস্টে পাশ করেছিলেন মহম্মদ শামি। বুধবার সন্ধ্যায় ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার অস্ট্রেলিয়া উড়ে যান ৷

আরও পড়ুন– সৌরভকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসতে চলা রজার বিনিকে নিয়ে কী বললেন দাদা?

India squad for ICC T20 World Cup: Rohit Sharma (Captain), KL Rahul (vice-captain), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, Rishabh Pant (wicket-keeper), Dinesh Karthik (wicket-keeper), Hardik Pandya, R. Ashwin, Yuzvendra Chahal, Axar Patel, Bhuvneshwar Kumar, Harshal Patel, Arshdeep Singh, Mohammed Shami.

জসপ্রীত বুমরাহ চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েন। তার পরেই মহম্মদ সিরাজকে রিজার্ভ দলে ডাকা হয়। এর পর দীপক চাহার চোটের জন্য ছিটকে গেলে শার্দুল ঠাকুরকেও রিজার্ভ দলে নেওয়া হয়। তবে বুমরাহের পরিবর্ত কে হবে, সেই বিষয়ে এত দিন কিছু বিসিসিআই জানায়নি। অবশেষে বুমরাহের পরিবর্ত হিসেবে শামিকেই বেছে নেওয়া হল ৷

আরও পড়ুন– সুখবর ! ইডেনে মেগা ম্যাচ, নৈশালোকে ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি ভারত-পাকিস্তান! কবে হবে এই খেলা?

এদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, সর্বভারতীয় নির্বাচন কমিটি টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জসপ্রীত বুমরাহের পরিবর্ত হিসেবে মহম্মদ শামিকে নিয়েছে ৷ শামি অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন, প্রস্তুতি ম্যাচের আগে ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন ৷