`বাবা তোমাদের দেখছেন’! মেসির আর্জেন্টিনাকে কাপ নিয়ে ফেরার আর্জি মারাদোনার মেয়ের

#বুয়েনস আয়রস: তাকে ছাড়া প্রথম বিশ্বকাপ। এটাই বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে বড় আঘাত। দিয়েগো মারাদোনা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন দেড় বছর হয়ে গেল। বেঁচে থাকলে নিশ্চিত কাতারে বিশ্বকাপ দেখতে যেতেন। লিওনেল মেসির কাছে বিশেষ আবেদন রাখলেন মারাদোনার কন্যা দালমা।

একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, মেসিকে বলছি – আমার বাবা তোমারদের সঙ্গে রয়েছেন সর্বক্ষণ। তিনি আর্জেন্টিনার দ্বাদশ ব্যক্তি। আমার বাবার জন্যই চেষ্টা কর বিশ্বকাপ জিতে দেশে ফেরার। বাবার আশীর্বাদ তোমাদের সঙ্গে রয়েছে। এদিকে আর্জেন্টিনা দল আগেই জানিয়েছিল কিংবদন্তি মারাদোনার কথা মাথায় রেখেই বিশ্বকাপে নামবে তারা।

আরও পড়ুন – মৃত সন্তান এবং বাবার চিতাভস্ম বাড়িতে রেখেছেন রোনাল্ডো! বিশ্বকাপে নতুন প্রতিজ্ঞা মহাতারকার

নিজের ঘোষণা অনুযায়ী কাতারেই শেষবারের মতো ফুটবল বিশ্বকাপে নামছেন দলটির সেরা তারকা লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে তিনি তার বিদায় স্মরণীয় করে রাখতে চাইছেন। সেই সঙ্গে মেসির সামনে রয়েছে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো মারাদোনাকে টপকে যাওয়ার সুযোগ।

এখনও পর্যন্ত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন হিসেবে সব থেকে বেশি ম্যাচ খেলেছেন দিয়েগো মারাদোনা। চারটি বিশ্বকাপ মিলিয়ে মোট ২১ ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে মেসি চারটি বিশ্বকাপে খেলেছেন ১৯ ম্যাচ। অর্থাৎ এই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচে খেললেই দিয়েগোর এই নজির ভেঙে ফেলবেন মেসি।

বিশ্বকাপে মারাদোনার গোলের সংখ্যাকেও টপকে যেতে পারেননি মেসি। বিশ্বকাপে ২১ ম্যাচ খেলে ৮টি গোল করেছেন মারাদোনা। তার মধ্যে ১৯৮২ সালের বিশ্বকাপে ৫ ম্যাচে ২ গোল করেছিলেন তিনি। ১৯৮৬ সালের বিশ্বকাপে ৭ ম্যাচে করেছিলেন ৫ গোল। সেবার মারাদোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

১৯৯০ সালের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে একটিও গোল দিতে পারেননি দিয়াগো। ১৯৯৪ সালের বিশ্বকাপে ২ ম্যাচ খেলে এক গোল করেছিলেন তিনি। বিশ্বকাপের মাঝেই ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে আর খেলতে পারেননি দিয়েগো। অন্যদিকে মেসি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬টি গোল করেছেন।

তার মধ্যে ২০০৬ সালের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ১টি গোল করেছেন তিনি। ২০১০ সালে ৫ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি মেসি। ২০১৪ সালের বিশ্বকাপে ৭ ম্যাচে ৪টি গোল করেছিলেন তিনি। ২০১৮ সালে ৪ ম্যাচে ১টি গোল করেছেন মেসি। অর্থাৎ, এ বারের বিশ্বকাপে ৩টি গোল করলেই মারাদোনাকে টপকে যাবেন মেসি। হবেন বিশ্বকাপে সব থেকে বেশি গোল করা আর্জেন্টাইন।

বিশ্বকাপে আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে গোলের ক্ষেত্রে অ্যাসিস্টের দিক দিয়ে শীর্ষে রয়েছেন দিয়েগো। ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। তার মধ্যে ৫টি অ্যাসিস্ট করেছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপে। মেসি এখনও পর্যন্ত বিশ্বকাপে ৫টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ, এবারের বিশ্বকাপে চারটি অ্যাসিস্ট করলেই ম্যারাডোনাকে টপকে যাবেন মেসি।