#কলকাতা: বছর তিনেক আগে যখন বাবা মারা গিয়েছিলেন তখন বাংলার জার্সিতে সবে নাম ডাক শুরু হয়েছে তার। কিন্তু এত বেশি প্রতিপত্তি ছিল না। মুকেশ কুমার তখন জানতেন না কয়েক বছর পর কোটিপতি হয়ে যাবেন তিনি। এই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো আইপিএলেও দল পেয়ে গেলেন মুকেশ কুমার। শুধু দল পাওয়াই নয়, দামও অনেক পেয়েছেন। পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে দিল্লি ক্যাপিটালস তাঁকে সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছে।
২৯ বছর বয়সে এসে প্রথমবার দল পাওয়াই যেখানে বড় ব্যাপার, সেখানে বড় দাম পেয়ে যাওয়া মুকেশের জন্য সীমাহীন আনন্দের। এই টাকা দিয়ে কী করবেন, সেটি এখনই ঠিক করে নিয়েছেন ডানহাতি এ পেসার। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য জমিয়ে রাখতে চান টাকা, আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসার জন্য জমা থাকবে।
আরও পড়ুন – নিজের গ্রামের বাড়িতে সাকিবের পিকনিক! নিজের হাতে কী রাঁধলেন শিশির ভাবি?
মায়ের ফুসফুসে সংক্রমণ। এখন ভালো আছেন। তবে জরুরি অস্ত্রোপচারের দরকার হলে তখন টাকা কাজে লাগাব। বাবাকে সেরা চিকিৎসা দিতে পারেনি তখন অর্থ না থাকায়। মায়ের বেলায় ফাঁক রাখতে চান না মুকেশ। জীবনে হয়তো আরো অনেক টাকা রোজগার করবেন। কিন্তু মায়ের মত সম্পদ জীবনে বারবার আসে না সেটা বিলক্ষণ জানেন তিনি।
? IPL AUCTION ? : Mukesh Kumar sold to @DelhiCapitals#IPL2023Auction #mukeshkumar #DelhiCapitals pic.twitter.com/vlUf1nyjlD
— Sports Yaari (@YaariSports) December 23, 2022
তবে আপাতত তার একমাত্র লক্ষ্য দিল্লি দলের জার্সিতে দলে সুযোগ পাওয়া এবং নিজের সেরাটা তুলে ধরা। আপাতত বেশিদূর ভাবতে চান না তিনি। মুকেশ শিখেছেন জীবনে বড় হতে গেলে যেমন ধৈর্য দরকার, তেমনই একটা করে লক্ষ্য রেখে এগোনো উচিত। এখনই জাতীয় দল নিয়ে ভেবে মাথা খারাপ করতে চান না। আইপিএলের কঠিন পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে মরিয়া বাংলার পেসার।