‘Get Well Soon’ পন্থকে রিয়েল ফাইটার বলে লড়াইতে উদ্ধুদ্ধ করার চেষ্টা বোর্ডের, রইল ভিডিও

#নয়াদিল্লি:  ভারতীয় দলের অত্যন্ত নির্ভরযোগ্য ক্রিকেটার তিনি, উইকেটকিপার -ব্যাটসম্যান ঋষভ পন্থ হাসপাতালে রয়েছেন৷ একাধিক আঘাতের ট্রিটমেন্ট হচ্ছে ম্যাক্স হাসপাতালে৷

দিন কয়েক আগেই বিসিসিআই নিজেদের জারি করা বিবৃতিতে জানিয়েছিল ঋষভ পন্থের কপালে দুটি কাটা , ডান হাঁটুর লিগামেন্ট ছেঁড়া, ডান হাতের কব্জিতে চোট, গোড়ালি এবং বুড়ো আঙুলে চোট হয়েছে৷ পাশাপাশি পুড়ে যাওয়ার সমস্যা রয়েছে পিঠে৷

৩০ ডিসেম্বর সকালে গোটা দেশ চমকে উঠেছিল ঋষভ পন্থের অ্যাক্সিডেন্টের খবর শুনে৷ রুরকিতে নিজের বাড়ি যাওয়ার সময় মারাত্মক পথ দুর্ঘটনার শিকার হন ভারতীয় দলের তরুণ তুর্কি ক্রিকেটার৷ এই মুহূর্তে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ যেহেতু ঋষভ পন্থের পুড়ে যাওয়ার সমস্যা রয়েছে তাই ইনফেকশন বা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে৷ তাই সোমবারই তাঁকে আইসিইউ থেকে প্রাইভেট কেবিনে স্থানান্তরিত করা হয়েছে৷

এদিকে বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরাও নিয়মিত ঋষভ পন্থের শরীরের আপডেট নিচ্ছেন৷ প্রয়োজন হলে ঋষভ পন্থকে বিদেশে চিকিৎসার জন্যে পাঠানো হতে পারে৷

এদিকে দলের অবিচ্ছেদ্য অঙ্গ ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করলেন দলের কোচ রাহুল দ্রাবিড় এবং হার্দিক পান্ডিয়া৷ ভারতীয় বোর্ড তাঁদের এই বার্তা সহ আবেগপ্রবণ ভিডিও পোস্ট করেছে৷

রইল সেই ভিডিও, শুনে নিন কী বলেছেন …

 

 

 

ঋষভ পন্থকে দেখতে এই কয়েকদিন ধরেই প্রচুর মানুষ আছেন৷ রাজনৈতিক নেতা, থেকে সেলিব্রিটি সকলেই আসছেন৷ এদিন রজত ও নীশু আসেন৷ মঙ্গলবার হাসপাতালে ঋষভ পন্থের সঙ্গে দেখা করতে যান রজত ও নীশু ৷ দুর্ঘটনার দিনে এই দুজনেই দেবদূতের মতো তাঁকে অ্যাক্সিডেন্ট স্থল থেকে উদ্ধার করে এনে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছিলেন৷