Tag Archives: Accident

Accident: ভয়ঙ্কর! সরকারি বাসে ধাক্কা ট্রাকের, মুহূর্তে মৃত্যুমিছিল! দুমড়ে-মুচড়ে যাওয়া বাসে শুধুই হাহাকার-কান্না

নাসিক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সরকারি বাস ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। মুম্বই-আগ্রা জাতীয় সড়কের রাহুদ-ঘাট এলাকায় ঘটা এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে।

ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল মুম্বই-আগ্রা হাইওয়েতে ৷ দুর্ঘাটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ ৷ প্রসঙ্গত, মুম্বই-আগ্রা হাইওয়ের চান্দওয়াড়ের কাছে রাহুদ ঘাট এলাকাটি খুবই বিপজ্জনক এলাকা বলে পরিচিত। এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে তাই এই স্থানটিকে ‘দুর্ঘটনা প্রবণ’ (ব্ল্যাক-স্পট) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: বাঁক নিতে গিয়েই খাদে পড়ল বাস, ভয়ঙ্কর ঘটনা! একের পর এক মৃত্যু, চারিদিকে কেবল রক্ত

প্রসঙ্গত, মুম্বই-আগ্রা হাইওয়ের চান্দওয়াড়ের কাছে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবারও সরকারি বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে প্রায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবারের দুর্ঘটনার পরেই এলাকাবাসীরা ভিড় জমান৷ দুর্ঘটনা এড়াতে তারা সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার আরজি জানান প্রশাসনের কাছে৷

Accident: চলন্ত গাড়িতেই আগুনে জ্বলে-পুড়ে সব শেষ! পুড়ে ছাই জীবন্ত মানুষ, ভোররাতে বর্ধমানে ভয়ঙ্কর ঘটনা

কাঁকসা: ভোররাতের রাস্তা তখন লরি, ডাম্পার আর ভারী পণ্যবাহী গাড়ি চালকদের দখলে। নিজের তালেই আসছিল একটি ডাম্পার। কিন্তু হঠাৎ যে এমন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে, তা কেউ জানতেন না। ছোট্ট একটা দুর্ঘটনা। আর তাতে গাড়ির কেবিনে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন গাড়ির সহকারী। যে ঘটনা দেখে সেখানে উপস্থিত অন্যান্যরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন।

কীহয়েছিল? স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি ডাম্পার বীরভূমের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। সেই ডাম্পারটি কাঁকসার হাসপাতাল মোড়ের কাছে অন্য একটি গাড়ির পিছনে ধাক্কা মারে। তার ফলে সঙ্গে সঙ্গে ওই ডাম্পারটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। যার খেসারত দিতে হয়েছে গাড়ির খালাসীকে। প্রাণ বাঁচানোর বিন্দুমাত্র সুযোগ তিনি পাননি।

আরও পড়ুন: কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখবেন? মার্কশিট হাতে পাবেন কখন? এক ক্লিকে জানুন

স্থানীয়রা বলছেন, ওই ডাম্পারটি সামনের গাড়িতে ধাক্কা মারা মাত্রই, গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। আর মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে নেয় চালকের সমগ্র কেবিনটিকে। ভোররাতের রাস্তায় দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আর সেই আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে গাড়ির খালাসির। যদিও কোনওক্রমে চালক গাড়ি থেকে নামতে পেরেছিলেন। যার ফলে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

আরও পড়ুন: এই গরমে ডাল-ভাতই সেরা, মুগ-মুসুর ডাল মিশিয়ে খেলে কী হয়? কাদের জন্য ‘মহৌষধ’ হতে পারে জানুন

ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনা হয়। দমকলের দু’টি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় গাড়ি আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনায় ওই ডাম্পার চালকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, রাতের রাস্তায় খালাসীর অপরিপক্ক হাতে এইভাবে গাড়ি ছেড়ে দেওয়ার কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। যার ফলে এমনভাবে দিতে হচ্ছে প্রাণের খেসারত।

নয়ন ঘোষ

Accident: বাঁক নিতে গিয়েই খাদে পড়ল বাস, ভয়ঙ্কর ঘটনা! একের পর এক মৃত্যু, চারিদিকে কেবল রক্ত

তামিলনাড়ু:‌ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুতে। বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের, গুরুতর আহত আরও ৪৫ জন। মঙ্গলবার সন্ধেয় পাহাড়ি রাস্তা দিয়ে অন্তত ৫৬ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস সালেম থেকে ইয়েরকৌড়ের দিকে যাচ্ছিল।

জানা গিয়েছে, বাঁক নিতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় বাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। বাসের যাত্রীদের উদ্ধার করা হয়।

আরও পড়ুন: টিকিট না কেটেই ট্রেনে উঠেছেন? কোনও শাস্তিই পাবেন না! শুধু এই একটি কাজ করলেই নিশ্চিন্ত

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। ৪৫ জন গুরুতর আহত হয়েছেন। তার মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আহত যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাস চালক নিয়ন্ত্রণ হারাতেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Road Accident: প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম ২ তৃণমূল কর্মী, হাসপাতালে ছুটে এলেন প্রার্থী

দক্ষিণ ২৪ পরগনা: সাগরে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্বাচনী সভার সমর্থনে ছিল প্রচার অভিযান। সেই প্রচারে অংশ নিয়ে ফেরার পথে অটো উল্টে আহত হলেন দুই তৃণমূল কর্মী‌। ফরিদ সাহা ও ফরিদা বিবি নামে ওই দুই তৃণমূল কর্মী গুরুতর যখন। স্থানীয়রা ও দলীয় সহকর্মীরা মিলে তাঁদের হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদার।

আহত দুই তৃণমূল কর্মীকে দেখার জন্য দলীয় প্রার্থীর পাশাপাশি হাসপাতালে আসেন তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। ফলে সেখানে বেশ ভাল ভিড় জমে যায়। এদিকে আহত দুই দলীয় কর্মীর পাশে থাকার আশ্বাস দেন বাপী হালদার। দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাপী হালদারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন আহতদের পরিজনরা।

আর‌ও পড়ুন: গরমে মাথা ঘুরে রাস্তায় পড়ে ভবঘুরে, পুলিশ দেখেই…

উল্লেখ্য মঙ্গলবার পাথরপ্রতিমায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানে দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়তে পারে। সকাল থেকেই ওই সভায় হাজির থাকার জন্য রওনা দিয়েছেন বহু মানুষ।

নবাব মল্লিক

Accident: মুহূর্তেই গাড়িটার উপর এসে পড়ল আস্ত ট্রাক! রক্তগঙ্গা, ৬ জীবন শেষ! রাতে ঘটল ভয়ঙ্কর ঘটনা

ভাগলপুর: সড়ক দুর্ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্করপিও গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুঙ্গের থেকে পিরপাইন্টি যাচ্ছিলেন সবাই। এ সময় আমাপুরের কাছে ওই স্করপিও গাড়ির উপর বালিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। ঘটনাটি বিহারের ভাগলপুর জেলার ঘোঘা থানা এলাকায় অবস্থিত আমাপুর গ্রামের কাছে NH 80-এর।

বালিবাহী ট্রাকটি উল্টে যাওয়ার পর স্করপিও গাড়িটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের ভাগলপুরের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং সবার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: গরমে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে! ধরা পড়ল ইসরোর ক্যামেরায়, ভারতে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত

বারাণসীতে, ২৭ এপ্রিল, এক ই-রিকশা চালক হঠাৎ রাস্তায় ইউ-টার্ন নেওয়ার পরে এক যুবকের মৃত্যু হয়েছিল। এই ঘটনার সিসিটিভি ভিডিওও প্রকাশ পেয়েছে। ই-রিক্সা চালক হঠাৎ ব্রিজের উপর রিকশা ঘুরিয়ে দেয়, ফলে সামনে থেকে আসা বাইক আরোহী আকাশ সিংয়ের বাইকটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে যায়।

আরও পড়ুন: ফ্যানের হাওয়া গায়েই লাগছে না? গতি কমে ঠান্ডা হাওয়া উধাও? এই এক টিপসে আবার ফুল স্পিডে ঘুরবে পাখা

ঘটনার পর আকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি মারা যান। শুধু তাই নয়, ঘটনার পর ই-রিকশা চালক রিকশাসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর নিহতের বাবার অভিযোগে কিদগঞ্জ থানার পুলিশ মামলা করেছে। এখন পর্যন্ত রিকশাচালক পলাতক রয়েছে বলে জানা গিয়েছে।

Accident: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তে উধাও! নতুন গাড়িতেই শেষ ৩ বন্ধু, ভয়ঙ্কর ঘটনা হাইওয়েতে

পুনে: নতুন গাড়ি কেনার আনন্দ দ্রুত বদলে গেল কান্না, মৃত্যুতে। শিকরাপুরের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন৷ রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। ওয়াঘোলির কাছে অষ্টবিনায়ক হাইওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

এই দুর্ভাগ্যজনক ঘটনায় শিকরাপুরের সাত যুবক ছিলেন। যাদের মধ্যে তিনজন ছিল যারা একটি নতুন কেনা গাড়িতে চড়েছিলেন। তাঁরা থেউরের দিকে যাচ্ছিল, কিন্তু হাইওয়ের বাকোরি-থেউরের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি কন্টেইনার ওই একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিও সম্পূর্ণভাবে ভেঙে যায়।

আরও পড়ুন: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

ভয়ঙ্কর দুর্ঘটনা

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের আধিকারিক রাহুল কোলপে এবং লনিকান্দ থানার অন্যান্য অফিসাররা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তারা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করতে সক্ষম হন এবং তাদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

আহত যুবকদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। মৃতদের নাম গণেশ যাদব (৩২), বিনোদ ভোজনে (৩৬) এবং বিঠল জোগদন্ড (৩৬)। তাঁরা সকলেই শিকরাপুরের বাসিন্দা।

Accident: নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে রক্তগঙ্গা! মহিলা-শিশুদের মৃতদেহের সারি, ভয়ঙ্কর ঘটনা

রায়পুর: মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে। পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার পথেই গোটা পরিবারের মর্মান্তিক পরিণতি। ছত্তিশগড়ে ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে সকলেই মহিলা এবং শিশু। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২৩ জনকে। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বেমেতারা জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে একটি বড় গাড়ি করে ফিরছিলেন পাথরা গ্রামের বাসিন্দারা। বেমেতারা জেলার কাঠিয়া গ্রামের কাছে পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে অনুষ্ঠান ফেরত ওই গাড়িটির। নিয়ন্ত্রণ হারিয়ে ওই পণ্যবাহী ট্রাকটি গিয়ে রাস্তার পাশে দাঁড় করানো একটি মিনি ট্রাকে ধাক্কা মারে। আর এর ফলেই মিনি ট্রাকের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

দুর্ঘটনার পরপরই যাত্রিবাহী গাড়িটি উল্টে যাওয়ায় গাড়ির মধ্যে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনা বুঝেই সেখানে চলে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দলও। আহত সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু ঘটে। বাকি আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রায়পুর এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Bridge Collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, গুরুতর জখম চালক, চরম বিপাকে হাজার হাজার মানুষ

উত্তর ২৪ পরগনা: ব্রিজের উপর দিয়ে পাথর বোঝায় ডাম্পার নিয়ে পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। আহত চালককে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে সে সময় ব্রিজে কেউ না থাকায়, আর হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার পর থেকে বন্ধ কয়েক হাজার মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ ব্রিজ।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বাগদা থানা বাঁশঘাটা ও সুটিয়ার মধ্যবর্তী স্থানে। স্থানীয়রা জানান, ব্রিজের উপর থেকে পাথর বোঝাই ডাম্পার যাওয়ার সময় ব্রিজটিতে প্রথমে ঝাঁকুনি শুরু হয়। তারপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে ব্রিজের কোনও মেরামতের কাজ করা হয় নি, যার কারণে এই অবস্থা বলে দাবি।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

স্থানীয়রা আরও জানান, এই ব্রিজ ব্যবহার করে ৮ থেকে ৯ টি গ্রামের কয়েক হাজার মানুষ ও বিএসএফ যাতায়াত করেন। ব্রিজটির দ্রুত সংস্কার না হলে চরম সমস্যায় পড়তে হবে সীমান্ত এলাকার মানুষদের।

এ বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরূপ বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে মেনটেনেন্স হয় না। যে রাস্তা হাজার হাজার মানুষ, বিএসএফ ব্যবহার করে প্রতিদিন। বহুবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ আধিকারিকরা। এখন কত দ্রুত এই ব্রিজ সংস্কার হয় সেদিকেই তাকিয়ে সকলে।

Rudra Narayan Roy

Accident: ছুটির দিন ঘুরতে বেরিয়ে মুহূর্তেই সব শেষ! ভয়ঙ্কর মৃত্যু স্বামীর, আশঙ্কাজনক স্ত্রী-পুত্রও

আলিপুরদুয়ার: মর্মান্তিক পথ দুর্ঘঘটনার ঘটনা ঘটল ভুটান সীমান্ত জয়গাঁ এলাকায়। রবিবার দুফুরে মাদাররিহাটের বাসিন্দা হাবিবুর রহমান তাঁর স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে বাইকে করে জয়গাঁতে এসেছিল।

জয়ঁগা প্রধান সড়কে এক ট্রাকের ধাক্কায় তিনজন গুরুতর ভাবে আহত হয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে। সেখানে হাবিবুর রহমানের মৃত্যু হয়। তাঁর পুত্র সন্তান ও স্ত্রী অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: হঠাৎ বিকট আওয়াজ, কেঁপে উঠল বাড়ি সহ গোটা এলাকা! মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা

তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।

Accident: গাছের উপরে আটকে গাড়ি, ৩ গুজরাতি মহিলার ভয়ঙ্কর পরিণতি! মুহূর্তে সব শেষ

নয়াদিল্লি: আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় এক ভয়াবহ দুর্ঘটনায় তিন ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে। তিনজনই গুজরাতের আনন্দের বাসিন্দা। তাঁদের নাম, রেখাবেন প্যাটেল, সঙ্গীতাবেন প্যাটেল ও মনীষাবেন প্যাটেল। মারাত্মক গতিতে থাকা এসইউভিটি দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভিল কাউন্টিতে দুর্ঘটনার কবলে পরে।

বেপরোয়া গতিতে হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ে সেটি রাস্তার সব লেন পেরিয়ে একটি বাঁধের গায়ে ধাক্কা মারে বলে খবর। এরপর শূন্যে কমপক্ষে ২০ ফুট লাফিয়ে সেটি সেতুর বিপরীত দিকের একটি গাছের উপরে গিয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।

আরও পড়ুন: কারেন্ট ছিল না বাগুইআটিতে, রাত বাড়তেই মিলল তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! যা ঘটল, ভয়াবহ

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। চিফ ডেপুটি করোনার মাইক এলিস একটি নিউজ চ্যানেলকে জানিয়েছেন, ‘এটা স্পষ্ট, গাড়িটির গতি ছিল নির্ধারিত সীমার থেকে অনেক বেশি।’ খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবার দায়িত্বে থাকা দক্ষিণ ক্যারোলিনার হাইওয়ে প্যাট্রোল, গ্রান্ট ফায়ার অ্যান্ড রেসকিউ ও গ্রিনভিল কাউন্টির একাধিক ইএমএস ইউনিট।

দেখা যায়, গাড়িটি একটি গাছের গায়ে আটকে রয়েছে। এলিস জানিয়েছেন, ‘ভেবে দেখুন, কত বেশি গতিতে থাকলে কোনও গাড়ি রাস্তার ৪-৬ লেন টপকে প্রায় ২০ ফুট লাফিয়ে গাছের উপরে গিয়ে পড়তে পারে।’