কনকনে শীতে গৃহহীন পথবাসী মহিলাকে নিষ্ঠুর ব্যক্তি তাড়ালেন হোসপাইপের জলের তোড়ে ভিজিয়ে! সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা

ভাইরাল ভিডিওতে কঠোর নির্মমতা৷ সেখানে দেখা যাচ্ছে সান ফ্রান্সিসকোর এক বাসিন্দা জলের পাইপের সাহায্যে জলবৃষ্টি করছেন গৃহহীন মহিলার গায়ে৷ উদ্দেশ্য, যাতে তিনি তাঁর বাড়ির সামনে থেকে সরে যান৷ ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ছবি ধরা পড়ল স্থানীয় এলাকায়৷

জানা গিয়েছে ওই ব্যক্তির নাম কোলিয়ের গিন৷ তিনি একটি আর্ট গ্যালারির মালিক৷ অপরাধ স্বীকার করলেও তিনি ক্ষমা চাইতে নারাজ৷ সামাজিক মাধ্যম তাঁর দুষ্কর্মকে নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন৷ গৃহহীনার গায়ে হোসপাইপে জলবৃষ্টি করা গিনের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ দাবি করা হয়েছে৷

ভিডিওটি রেকর্ড করেছেন এডসন গার্সিয়া৷ তিনি স্থানীয় একটি ক্যাফের মালিক৷ তিনি জানিয়েছেন কনকনে ঠান্ডা আর বৃষ্টির মধ্যে জলে ভিজতে ভিজতে ওই মহিলা বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে আমি সরে যাচ্ছি৷’

 

আরও পড়ুন : তেলাপিয়া ভালবাসেন? আস্তাকুঁড়ের এই মাছ কতটা স্বাস্থ্যকর জেনে নিন আগে!

অভিযুক্ত গ্যালারি মালিকের দাবি, গত দু সপ্তাহ ধরে তাঁর গ্যালারির সামনে বসে আছেন ওই আশ্রয়হীনা৷ তিনি বহু বার পুলিশকে বলেও সুরাহা হয়নি বলেই দাবি৷ তাছাড়া সকালে ফুটপাত ধোয়া হচ্ছিল বলে তিনি জানান৷ সে সময় ওই মহিলাকে জানানো হলেও তিনি রাস্তা থেকে সরে যাননি বলেই অভিযোগ৷

 

সান ফ্রান্সিসকো পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছিলেন তাঁরা৷ কিন্তু অভিযুক্ত বা গৃহহীন মহিলা, দু’জনের কেউই পুলিশি পদক্ষেপ চাননি৷ কিন্তু নেটিজেনরা কড়া শাস্তি দাবি করেছেন অভিযুক্ত বৃদ্ধের৷