U19 Women T20 World Cup: ২৫ রানেই অলআউট! অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপে এ কী কাণ্ড

#নয়াদিল্লি: আইসিসি অনুর্ধ্ব ১৯ মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (U19 Women T20 World Cup) ইংল্যান্ড বনাম জিম্বাবোয়ে (England vs Zimbabwe) ১৭৪ রানে জয় পেল৷ ইংল্যান্ড বড় জয় দেওয়াতে বোলাররা বড় ভূমিকা নিল৷ দক্ষিণ আফ্রিকা পোচেস্ট্রুমে খেলা মোকাবিলায় প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড ৪ উইকেটে ১৯৯ রান করে৷ জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারে ২৫ রানে অল আউট হয়ে যায়৷

ইংল্যান্ডের পক্ষে নিয়ামাহ হল্যান্ড সবচেয়ে বেশি ৫৯ রানের ইনিংস খেলেন৷ ওপেনার গ্রেস ৪৫ রান দিয়েছে৷ চারিস পাবলেও ৪৫ রান করেন৷ ইংল্যান্ড দলের বড় স্কোর তাড়া করতে নেমে জিম্বাবোয়ের মহিলা দল কোনও লড়াই করতেই পারেননি৷ শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন৷ দলের কোনও ব্যাটারই দুই অঙ্কের রান পেরোতে পারেনি৷ ৪ জন শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন৷ জিম্বাবোয়ের পক্ষে সবচেয়ে বেশি ৫ রান করেন এডিল জিমুন্থে আর ওপেনার নাতালি ৪ রান করেছিলেন৷

 

আরও পড়ুন –  Weather Update: ফের নামছে তাপমাত্রা, একাধিক জায়গায় ফিরবে ভীষণ ঠান্ডা, রইল কলকাতার ওয়েদার আপডেট

 

গ্রেস কে -র অলরাউন্ড পারফরম্যান্সে জেতে ইংল্যান্ড

 

 

 

ইংল্যান্ডের পক্ষ থেকে গ্রেস স্রীবেন্স ব্যাট হাতে রান করার পর বল হাতেও কামাল করেন৷ গ্রেস নিজের ৪ ওভারের কোটায় ২ ওভার মেডেন দিয়ে ২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নেন৷ সোফিয়া এবং জোসি ২ টি করে উইকেট নেন৷ এলি অ্যান্ডারসন এক উইকেট নেন৷

 

আরও পড়ুন –   মিড ডে মিলের চালে মরা ইঁদুর ও টিকটিকি, তারপর যা হওয়ার তাই হল…

ইংল্যান্ড এই জয়ের ফলে পেল ২ পয়েন্ট

ইংল্যান্ড এদিনের জয়ের ফলে প্রথমবার আয়োজিত হওয়া আইসিসি অনুর্ধ্ব ১৯ টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপে জয় দিয়ে খাতা খুলল৷ নিজেদের গ্রুপে ইংল্যান্ড দল ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে প্রথম নম্বরে আসে৷ এই গ্রুপে ২ নম্বর নিয়ে পাকিস্তান দু নম্বরে রয়েছে৷ জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতও৷ শেফালি ভর্মার অধিনায়কত্বে দল গ্রুপ ডি-তে ২ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে এক নম্বর স্থান দখল করে রয়েছে৷