Super Rare: ‘ভিনগ্রহীদের মহাকাশযান’ বা ইউএফও ঘুরে বেড়াচ্ছে আকাশে? রহস্যদৃশ্যে মুগ্ধ নেটিজেনরা

প্রাকৃতিক বিস্ময়ের সাক্ষী তুরস্কের বার্সা শহর। এক সারি পাহাড়ের নীচে ছড়িয়ে রয়েছে এই শহর। সেখানেই আকাশে দেখা গেল ভিনগ্রহীদের মহাকাশযানের মতো মেঘের খণ্ড। এই মেঘের নাম লেন্টিক্যুলার ক্লাউড। ভৌগোলিক কারণেই এরকম মেঘের জন্ম। দেখতে অপূর্ব সুন্দর এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।

এক খণ্ড মেঘটিকে দেখতে অবিকল ভিনগ্রহীদের মহাকাশযান বা ইউএফও-এর মতো। লেন্টিক্যুলার মেঘের খণ্ড যখন ভেসে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন ইউএফও এগিয়ে যাচ্ছে। সূর্যোদয়ের সময় উজ্জ্বল কমলা রঙের ছোঁয়ায় এই মেঘ আরও অপরূপ হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা মুগ্ধ ইউএফও রূপী এই মেঘ দেখে।

আরও পড়ুন :  ৯৩ তম জন্মদিনে চতুর্থবার বিয়ে করলেন দ্বিতীয় মানুষ হিসেবে চাঁদে পা রাখা এডউইন বাজ অলড্রিন

 

আবহবিদদের মতে, পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা বাতাসে জন্ম নেয় লেন্টিক্যুলার ক্লাউড। মাঝে মাঝেই তাদের চেহারা হয় ফ্লাইং সসার বা ইউএফও-র মতো। দুটির আকৃতিতে এত মিল, যে আজ পর্যন্ত অনেকেই এই ধরনের মেঘ দেখে ইউএফও ভেবে ভুল করেছেন। তবে এই প্রথম যে লেন্টিক্যুলার র্লাউড সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দিল, তা নয়। এর আগেও অদ্ভুতদর্শন লেন্টিক্যুলার ক্লাউড দেখে অভিভূত হয়েছেন নেটিজেনরা।