নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আজ নামছে ভারত, কয়েকটি পরিবর্তন হতে পারে দলে

#ইন্দোর: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ৩-০ জিতেছিল ভারত। মঙ্গলবার নিউজিল্যান্ডকেও ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। রোহিত শর্মার দল হায়দরাবাদে প্রথম ওয়ান ডে জিতেছিল ১২ রানে। রায়পুরে দ্বিতীয় ম্যাচে জয় আসে আট উইকেটে। বিশ্বকাপের বছরে যে দাপটের সঙ্গে খেলছে ভারত, তা নিঃসন্দেহে ইতিবাচক।

ঘরের মাঠে মেগা আসরের দিকে তাকিয়েই ইন্দোরেও কিছু পরীক্ষা নিরীক্ষা সেরে নেওয়ার পথে হাঁটতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার স্বস্তির মধ্যেও ভারতীয় শিবিরকে খানিক চিন্তায় রাখছে মিডল অর্ডারদের ফর্ম। ওপেনার শুভমান গিল স্বপ্নের ছন্দে রয়েছেন। এই সিরিজে ২৪৮ গড়ে করেছেন ২৪৮ রান। অধিনায়ক রোহিতের ব্যাট থেকে এসেছে ৮৫ রান।

কিন্তু দুই ওপেনার ছাড়া কেউ পঞ্চাশের গণ্ডিও টপকাতে পারেননি। সূর্যকুমার যাদব (৩১), হার্দিক পান্ডিয়া (২৮), ঈশান কিষান (১৩) ভরসা জোগাতে ব্যর্থ। যদিও সূর্য, হার্দিক মাত্র একবারই ব্যাট হাতে ক্রিজে গিয়েছেন। লোকেশ রাহুল, শ্রেয়স আয়ারের অনুপস্থিতিতে আরও একবার নিজেকে চেনানোর সুযোগ পাচ্ছেন তাঁরা। তবে বিরাট কোহলি কিছুটা হলেও উদ্বেগে রেখেছেন।

চলতি সিরিজে বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনারের বোলিংয়ে দু’বার আউট হয়েছেন তিনি। দুই ইনিংসে ভিকে করেছেন মাত্র ১৯। এই সিরিজের আগে চার ইনিংসে তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মের শিখরে ছিলেন তিনি। কিন্তু স্যান্টনার চোখে আঙুল দিয়ে দেখালেন বিরাটের দুর্বলতা। মঙ্গলবার প্রাক্তন ভারত অধিনায়ক নিশ্চয়ই চাইবেন মেজাজে ফিরতে।

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন চার টেস্টের সিরিজের কথা মাথায় রেখে সিনিয়রদের বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে শিবিরে। মিডল অর্ডারে রজত পাতিদারকে খেলানোর কথা সেজন্যই ঘুরপাক খাচ্ছে। বোলিং বিভাগেও রদবদল ঘটতে পারে। এক্সপ্রেস পেসার উমরান মালিক সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেননি।

লেগস্পিনার যুজবেন্দ্র চাহালও ছিলেন না প্রথম এগারোয়। ইন্দোরে এই দু’জনকে দেখা যেতেই পারে দলে। ছন্দে থাকা দুই পেসার মহম্মদ সামি ও মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে। অধিনায়ক রোহিত তেমন ইঙ্গিতই দিয়েছেন।