বেঙ্গালুরুতে মহিলাকে হেনস্থার অভিযোগ (Representational image via AP)

Doctor Assaulted: চিকিৎসক তরুণীকে অপহরণ করে যৌন হেনস্থার অভিযোগ, শুরু পুলিশি তদন্ত, ফের নারী নিগ্রহ দেশে

চণ্ডীগড়: একের পর এক নারী নির্যাতনের ঘটনা৷ আরজি কর কান্ডে প্রতিবাদের মুখর হয়েছে রাজ্য থেকে দেশ৷ ধর্ষিতা চিকিৎসকের বিচারের দাবিতে এবং সামগ্রিক নারী নিরাপত্তার কারণে আন্দোলনে সামিল হয়েছে আসমুদ্র হিমাচল৷ তারই মধ্যে আরও এক লজ্জার ঘটনা সামনে এল৷

রোহতকের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডেন্টাল বিভাগের ছাত্রী তাঁর উপর যৌন হেনস্থার অভিযোগ এনেছেন৷ তিনি তাঁরই হাসপাতালের অ্যানাটমি বিভাগের এক আবাসিক চিকিৎসকের বিরুদ্ধে এই ন্যাক্কারজনক অপরাধের অভিযোগ আনেন৷

আরও পড়ুন:বেঙ্গালুরুতে ভোর রাতে ধর্ষিতা তরুণী, আরজিকরের ঘটনার মাঝে আরও এক ভয়াবহতার নিদর্শন

তরুণীর অভিযোগ অনুযায়ী, ওই চিকিৎসক তাঁকে হাসপাতাল থেকে অপহরণ করে প্রথমে আম্বালা পরে চণ্ডীগড়ে নিয়ে যায়৷ সেখানেই চিকিৎসক তরুণীকে যৌন হেনস্থা করা হয়৷

আরও পড়ুন: মৃত এইমস-এর চিকিৎসক, বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ, ফোন পেয়ে ঘটনাস্থলে দিল্লি পুলিশ

১৬ অগাস্ট, নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করে৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে৷ ইতিমধ্যেই মূল অভিযুক্তকে আটক করা হয়েছে৷

রোহতকের ডেপুটি সুপারিটেনডেন্ট অফ পুলিশ, বীরেন্দ্র সিং জানিয়েছিলেন, ‘‘এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে৷ নির্যাতিত অভিযোগ করেছেন তাঁকে অপহরণ করে যৌন হেনস্থা করা হয়েছে৷’’

যদিও পুলিশ কর্তার বক্তব্য এখনও পর্যন্ত যৌন হেনস্থার বা ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি৷ তবে তদন্ত চলছে৷

এক্স হ্যান্ডেলে একটা পোস্টে দেখা যায়, নির্যাতিতা রীতিমতো কাঁদছেন৷ তিনি তাঁর দেহে নানা ক্ষতও দেখিয়েছিলেন৷ তিনি আরও ভয়ঙ্কর অভিযোগ করেছেন, তাঁকে রীতিমতো ভয় দেখানো হয়েছে৷