বিনোদন ১০০০ দিন চলেছে হলে, তামিল সিনেমায় এমন ঘটনা এই প্রথম, নায়কের নাম বলতে পারবেন? আপনি যা ভাবছেন তিনি নাও হতে পারেন Gallery October 22, 2024 Bangla Digital Desk অনেক দিন ধরে হলে চলেছে, এমন ভারতীয় ছবির কথা বললেই সবার আগে আমাদের মাথায় হয় শোলে, নয় তো দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে-র নাম আসবে। এই দুই ছবির মতো বিস্তৃত পরিসরে না হলেও ১০০০ দিন ধরে হলে চলে এক তামিল ছবি ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে। ভারতীয় ছবির ইতিহাসে তো বটেই, বিশেষ করে তামিল ছবির ইতিহাসেও ঘটনাটা গুরুত্বপূর্ণ, তামিল ছবির ক্ষেত্রে এই প্রথম এমনটা হয়েছে। ছবির নাম বিন্নইতান্ডি বরুবায়া। অনেকেই খুব সম্ভবত ছবিটা দেখেননি। কিন্তু মর্মস্পর্শী এই প্রেমকাহিনীই ১০০০ দিন ধরে চেন্নাইয়ের পিভিআর থিয়েটারে চলেছে। ২০১০ সালের এই ছবি প্রতি বছর ভ্যালেন্টাইনস ডে-র দিন নতুন করে খবরের শিরোনামে আসে। সেই সঙ্গে তামিল ছবি সগৌরবে নেয় সিম্বুর নাম। দক্ষিণী ছবি কারখানার বিখ্যাত নায়ক বললেই যে মুখগুলো একের পর এক চোখের সামনে ভেসে উঠবে, সিম্বু সেই তালিকায় পড়েন না। কিন্তু তামিল ছবির জগতে তিনি এক সুপরিচিত ব্যক্তিত্ব। পুরো নাম সিলমবরসন তেসিঙ্গু রাজেন্দর। এই পুরো নামের ইংরেজি আদ্যক্ষর STR রূপেও তাঁর পরিচিতি সুবিদিত। সিম্বুর জন্ম চলচ্চিত্রের সঙ্গে যুক্ত পরিবারেই। বাবা বিজয় তেসিঙ্গু রাজেন্দর, সংক্ষেপে যিনি TR রূপে সুপরিচিত, তামিল ছবির জগতে এক কিংবদন্তি বললে অত্যুক্তি হয় না। অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, সুরকার, সিনেম্যাটোগ্রাফার, চলচ্চিত্র পরিবেশক হিসেবে ছবির জগতে যেমন তাঁর কৃতিত্ব অনস্বীকার্য, তেমনই তামিলনাড়ু লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রাক্তন সদস্য হিসেবে রাজনীতির জগতেও তাঁর অবদান রয়েছে। সিম্বু বাবার বিষ্ণুতিলাই ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতের যাত্রা শুরু করেন। বাবার মতো তিনিও একাধিক গুণসম্পন্ন পুরুষ, রীতিমতো হিট ছবি মনমথন-এর কাহিনী এবং চিত্রনাট্য তাঁরই রচনা। ছবিটি বিশাল হিট হয়ে ওঠে এবং সিম্বুকে অপরিসীম এক সাফল্য এনে দেয়। এর পর অনেক হিট ছবি উপহার দেওয়া সত্ত্বেও সিম্বু একপর্যায়ে কিছু ব্যর্থতার সম্মুখীন হন। এরকম পর্যায় সব অভিনেতার জীবনেই আসে। তা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে হয়। সিম্বুও তা-ই করেছেন। বর্তমানে, সিম্বু কমল হাসানের সঙ্গে ঠগ লাইফ ছবিতে অভিনয় শেষ করেছেন। মণি রত্নম পরিচালিত ছবিটি আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।নিঃসন্দেহেই ঠাগ লাইফ সিম্বুর কেরিয়ারে নতুন এক মাইলফলক রচনা করতে চলেছে। মণি রত্নমের মতো কিবংদন্তি পরিচালকের ছবি তৈরির মুন্সিয়ানা এই ব্যাপারে তাঁকে সাহায্য করবে। তবে, বিন্নইতান্ডি বরুবায়া-র জন্যই যে তামিল ছবির জগতে তাঁর আসন পাকা হয়ে থাকবে, তা উল্লেখের প্রয়োজন রাখে না।