অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Breaking Abhijit Ganguly: ‘বিজেপিতে যোগ দিচ্ছি…’! ঘোষণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! ‘প্রার্থী হবেন…?’ উত্তরে যা বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি

কলকাতা: সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, সম্ভবত ৭ মার্চ বিকালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কোথায়, ?ওইদিন একটা আস্থায়ী কর্মসূচি রয়েছে। সেই অনুষ্ঠানেই আমি বিজেপিতে যোগ দেব।?

লোকসভা ভোটে প্রার্থী হওয়া নিয়ে এসএসসি মামলায় অন্যতম উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া সদ্য অবসর গ্রহণ করা বিচারপতির মন্তব্য, ?প্রার্থী হব কিনা তা দল ঠিক করবে।?

আরও পড়ুন: আসছে পশ্চিমী ঝঞ্ঝা?! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি-তুষারপাত-শিলাবৃষ্টি সতর্কতা! টানা দুর্যোগ ১০ রাজ্যে! কী হবে বাংলায়? মেগা আপডেট IMD-র

এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনীতিতে পা দেওয়া নিয়ে জোরালো কটাক্ষ শানিয়েছেন কুণাল ঘোষ। সদ্য অবসর নেওয়া বিচারপতির উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, “দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন আপনিও?”

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলার বিচারে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ার পর থেকেই তাঁর রাজনীতিতে আসা ও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তুমুল গুঞ্জন শুরু হয়েছে বাংলায়। আজ তাঁকে এই নিয়ে তীব্র নিশানা করলেন তৃণমূল সাংসদ। এরপরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।