Abhishek Banerjee

Abhishek Banerjee interview: ‘১৯-এর তুলনায় তৃণমূল অনেক ভাল ফল করবে’, আত্মবিশ্বাসী অভিষেক

কলকাতা: তাঁর কাছে প্রশ্ন ছিল, ‘অমিত শাহ দাবি করছেন এবার তৃণমূলের আসন বাংলায় অনেক কমে যাবে৷ বিজেপির শক্তি বাংলায় বাড়বে৷” তিনি উত্তরে বললেন,” অমিত শাহ ২০২১ সালেও বলেছিলেন বিজেপি ২০০ আসন পাবে৷ আমি অমিত শাহের মতো গণৎকার নই৷ কিন্তু যেটুকু বুঝেছি, ২০১৯-এর তুলনায় আসন সংখ্যা এবং ভোট শতাংশের নিরিখে তৃণমূল অনেক ভাল ফল করবে৷”

তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সোজা-সাপটা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন অভিষেকের কাছে প্রশ্ন ছিল, ” মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল পরিচালনার পদ্ধতি আলাদা৷ অনেকেই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবেগে চলেন, আপনি অঙ্ক কষে সিদ্ধান্ত নেন?” অভিষেকের উত্তর, ”
আবেগ এবং অঙ্কের সংমিশ্রণেই কাজ হয়৷ কোথাও আবেগে কাজ হয়, কোথাও অঙ্কে৷”

তাঁকে বার বার বিভিন্ন মামলায় ডেকে পাঠিয়েছে ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থা৷ তা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির সেটিংয়ের অভিযোগে সরব হয়েছে সিপিএম এবং কংগ্রেসের মতো দলগুলি৷ সেটিং তত্ত্বের পাল্টা অভিষেকের প্রশ্ন, আমার সঙ্গে ইডি, সিবিআই-এর অভিযোগ থাকলে কেন আমাকে ১২ বার ডেকে পাঠাবে? এখানেই না থেমে পাল্টা সিপিএম এবং কংগ্রেস নেতাদেরও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কটাক্ষ, কারা এসব বলছেন, সুজন চক্রবর্তী? যার নাম সারদা কাণ্ডে জড়ানোর পরেও ইডি তলব করেনি৷ অধীর চৌধুরীর নাম তো সারদা কর্তা সুদীপ্ত সেন নিজে চিঠিতে লিখেছিলেন৷ তার পরেও তাঁকে ডাকা হয়নি৷

অভিষেকের দাবি, মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে দুর্বল করতেই বিরোধীরা এই ধরনের রাজনীতি করছে৷ দুর্নীতি ইস্যুতে অবশ্য বিজেপিকেও আক্রমণ করতে ছাড়েননি অভিষেক৷ তাঁর কটাক্ষ, যারা চুরিতে অভিযুক্ত তারাই বিজেপির সম্পদ৷ বাংলায় এসে প্রধানমন্ত্রী বলছেন না খাবো, না খেতে দেবো৷ অথচ মঞ্চে তাঁর পাশে যিনি বসে আছেন তাঁকে টিভিতে হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে৷ প্রসঙ্গত, গত ২০ মার্চই কয়লা মামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ১০ জুলাইয়ের আগে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানো যাবে না৷