অভিষেকের উপর হামলার ছক?

Abhishek Banerjee-Kolkata Police: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক? হয়েছিল রেইকি! মুম্বই থেকে গ্রেফতার এক ব্যক্তি? কে তিনি জানেন?

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির উপর নজর রাখা ও তাঁর বিভিন্ন জায়গায় রেইকি করার অভিযোগ মুম্বই থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা সোমবার সাংবাদিক বৈঠক করে বলেন, ”কিছু মানুষ কিছু পলিটিক্যাল ব্যক্তিত্বদের নামে রেইকি করছিল। আমরা প্রাথমিক নাম জানতে পারি সেই ব্যক্তির নাম রাজা রাম রেগে। ইনি মুম্বই অ্যাটাক যখন হয়েছিল, তার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি তখন পরিচয় দিয়েছিলেন, তিনি পলিটিক্যাল লোকদের সঙ্গে যুক্ত আছেন।”

পুলিশ আধিকারিক আরও জানান, ওই ব্যক্তি শেক্সপিয়ার সরণি থানা এলাকার একটি হোটেলে ছিলেন। তিনি এখানে এসে অভিষেক বন্দোপাধ্যায়ের নম্বর এবং তাঁর আপ্ত সহায়কের মোবাইল নম্বর নিয়েছেন। তিনি তাদের অফিস গেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এই নিয়ে আমাদের শেক্সপিয়র সরণী থানায় অভিযোগ করা হয়।”

আরও পড়ুন: SSC-তে চাকরি গেল ২৫ হাজার ৭৫৩ জনের, কিন্তু বেতন ফেরত দিতে হবে কত জনকে? জানুন আসল তথ্য

মুরলীধর শর্মা আরও বলেন, ”মুম্বই অ্যাটাকের মত কোন পরিকল্পনা রয়েছে কিনা বা তার কোনও যোগসূত্র আছে কিনা বা সেরকম কোনও বিষয় পরিকল্পনা করছে কিনা, আমরা তা খতিয়ে দেখব। মুম্বই থেকে রাজা রাম রেগেকে গ্রেফতার করা হয়েছে। রাজা রাম রেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্ত সহায়কের নম্বর জোগাড় করেছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং অফিসে গিয়েছিলেন তিনি। আমরা জানতে পারছি উনি নিজের মোবাইল নম্বর ব্যবহার করেছেন। আমরা তদন্ত করে দেখব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও মিটিংয়ে তিনি গিয়েছিলেন কিনা।”

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ১৮ তারিখ কলকাতায় আসেন ওই ব্যক্তি, ২০ তারিখ পর্যন্ত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেশ কিছু তিনি ভিডিও করেছেন বলে অনুমান পুলিশের। সিসিটিভি খতিয়ে দেখছেন লালবাজারের আধিকারিকরা।” পুলিশের তরফে এমনও জানানো হয়েছে, ২৬/১১ মুম্বইয়ে যেটা হয়েছিল, তার সঙ্গে একেবারেই এই অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে। সেই কারণেই পুলিশ এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।