অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

Abhishek Banerjee: ‘জনপ্রতিনিধিদের হতে হবে নম্র, সংবেদনশীল!’ দলের নেতাদেরই বার্তা অভিষেকের

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের একটানা কর্মবিরতি চলছে৷ এই পরিস্থিতিতে ছোট বড় অনেক তৃণমূল নেতাই দল এবং সওয়াল করতে গিয়ে পাল্টা চিকিৎসকদেরই আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করে ফেলছেন৷ যা আদতে শাসক দলেরই অস্বস্তি বাড়াচ্ছে৷

এই পরিস্থিতিতে চিকিৎসক এবং নাগরিক সমাজের বিশিষ্ট জনেদের বিরুদ্ধে কোনও কটূ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য দলের জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের কাছে আর্জি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷


আরও পড়ুন: একা সন্দীপ নন, আরজি কর দুর্নীতিতে চারজনকে গ্রেফতার করল সিবিআই! বাকি তিন জন কারা?

এ দিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘দলমত নির্বিশেষে সব জনপ্রতিনিধিদেরই আরও বিনয়ী এবং সংবেদনশীল হওয়া উচিত৷ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে আমার আর্জি, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কেউ অথবা নাগরিক সমাজের কারও বিরুদ্ধে কোনও কটূ মন্তব্য করবেন না৷ প্রত্যেকেরই নিজের মতামত প্রকাশ এবং প্রতিবাদ করার অধিকার রয়েছে৷ এই জায়গাতেই বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ আলাদা৷ বিজেপির বুলডোজার মডেল এবং দমনমূলক রাজনীতির বিরুদ্ধে আমরা সর্বাত্মক ভাবে লড়াই করেছি৷ এই ধরনের ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য এখন গঠনমূলক পদক্ষেপের প্রয়োজন৷ যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে এবং কেন্দ্র এবং রাজ্য উভয়ই দ্রুত শাস্তি হবে এমন ধর্ষণ বিরোধী আইন পাস না করছে, ততক্ষণ বাংলাকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷’

প্রসঙ্গত, আরজি কর কাণ্ড নিয়ে প্রথম দিকে সেভাবে কোনও প্রতিক্রিয়া দেননি অভিষেক৷ এর পর গত ২৮ অগাস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে মুখ খোলেন তিনি৷ আরজি কর কাণ্ডের কড়া নিন্দা করে অভিষেক বলেন, ধর্ষণ বিরোধী কড়া আইন চেয়ে সংসদে দাবি তুলবেন তিনি৷ পাশাপাশি, আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরু হওয়া নাগরিক আন্দোলনকেও সমর্থন করেন তিনি৷