‘‘জাদুকর ছিলেন ব্রায়ান্ট, ওর মৃত্যুর খবরে মানসিকভাবে বিপর্যস্ত’’: কোহলি

#মুম্বই:হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের ৷ মাত্র ৪১ বছর বয়সেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কিংবদন্তী এই এনবিএ খেলোয়াড়ের ৷ রবিবার সকালে লস অ্যাঞ্জেলেসের খুব কাছেই একটি অঞ্চলে ভেঙে পড়ে ব্রায়ান্টের চপার ৷ সঙ্গে ছিল তাঁর ১৩ বছরের মেয়ে জিয়ানাও ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় কোবের পাশাপাশি হেলিকপ্টারের অন্য চার আরোহীরও ৷

কোবে ব্রায়ান্টের মৃত্যুতে ভেঙে পড়েন তাঁর ভক্তরা। তাঁর স্মরণে লস অ্যাঞ্জেলেসে এদিন সভারও আয়োজন করা হয়। কেউ কোবের নাম লেখা গেঞ্জি পরে আসেন। ফুল দিয়ে, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা।কোবে ব্রায়ান্ট যে আর নেই। তা বিশ্বাসই করে উঠতে পারছেন না গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। শুধু নিজের দেশেই নয়, বিশ্বজোড়া খ্যাতি ছিল এই বাস্কেটবল তারকার। ব্রায়ান্টের প্রয়াণে শোকবিহ্বল বিরাট কোহলি থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রত্যেকেই।

কোবে ব্রায়ান্টের মৃত্যুর খবর পেয়ে একেবারেই ভেঙে পড়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কোবের ছবি পোস্ট করে কোহলি লেখেন, ‘’ আজ এই খবর পেয়ে একেবারে ভেঙে পড়েছি। কত ছোটবেলার স্মৃতি ফিরে ফিরে আসছে। কোর্টে এই ম্যাজিশিয়ান যা করতেন, তা দেখতে ভোরবেলায় উঠতাম আর চমকে যেতাম তাঁর খেলা দেখে। জীবন কতটাই অনিশ্চিত ও অস্থির। দুর্ঘটনায় তাঁর মেয়ে জিয়ানারও মৃত্যু হয়েছে। মনটা একেবারে ভেঙে গিয়েছে। রেস্ট ইন পিস। পরিবারের জন্য শক্তি আর সমবেদনা রইল।’’