Acidity Easy Home Remedy: মা-দিদিমার ঘরোয়া ‘বিনাপয়সা’-র টোটকা, গ্যাস-অম্বল-বুক জ্বালায় মুঠো মুঠো ওষুধ না খেয়ে এটা দেখুন, উপকার পাবেন গ্যারান্টি!

ঠান্ডা গরমের আবহাওয়া এখন। আর এই সময় টুক করেই কিছু খেলে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন এমন মানুষ রয়েছে প্রচুর। তবে হুট করেই ওষুধ খেলেই সমাধান মিলছে!তবে এতে বিপদ ডাকছেন আপনার নিজের শরীরের মধ্যেই?
ঠান্ডা গরমের আবহাওয়া এখন। আর এই সময় টুক করেই কিছু খেলে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন এমন মানুষ রয়েছে প্রচুর। তবে হুট করেই ওষুধ খেলেই সমাধান মিলছে!তবে এতে বিপদ ডাকছেন আপনার নিজের শরীরের মধ্যেই?
এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট ডাক্তার সূর্যকান্ত বিশ্বাস।তিনি জানান টুকটাক গ্যাস অম্বলে যে কোন ধরনের ওষুধ খাওয়া শরীরের বিপদ আহ্বান দেওয়ার সমান।
এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট ডাক্তার সূর্যকান্ত বিশ্বাস।তিনি জানান টুকটাক গ্যাস অম্বলে যে কোন ধরনের ওষুধ খাওয়া শরীরের বিপদ আহ্বান দেওয়ার সমান।
তাই বিশেষ করে গ্যাস অম্বল হলে ঝট করে এক গ্লাস উষ্ণ গরম জল পান করে নিন এবং উষ্ণ গরম জল পান করার পর প্রায় ১০ গ্রাম কাঁচা আদা চিবিয়ে খেয়ে ফেলুন। তাহলে মাত্র ৩০ মিনিটের মধ্যে মিলবে সমাধান।
তাই বিশেষ করে গ্যাস অম্বল হলে ঝট করে এক গ্লাস উষ্ণ গরম জল পান করে নিন এবং উষ্ণ গরম জল পান করার পর প্রায় ১০ গ্রাম কাঁচা আদা চিবিয়ে খেয়ে ফেলুন। তাহলে মাত্র ৩০ মিনিটের মধ্যে মিলবে সমাধান।
যদি অতিরিক্ত গ্যাস অম্বল হয়ে থাকে এবং আপনার মনের মধ্যে হয় যে বমি বমি ভাব আসছে তাহলে উষ্ণ গরম জলের সঙ্গে একটি গোটা লেবুর রস মিশিয়ে দিন।আর সেই গরম জল এক ঢোকে পান করে ফেলুন।নিমেষের মধ্যে আপনার গ্যাস অম্বল দূর হয়ে যাবে।
যদি অতিরিক্ত গ্যাস অম্বল হয়ে থাকে এবং আপনার মনের মধ্যে হয় যে বমি বমি ভাব আসছে তাহলে উষ্ণ গরম জলের সঙ্গে একটি গোটা লেবুর রস মিশিয়ে দিন।আর সেই গরম জল এক ঢোকে পান করে ফেলুন।নিমেষের মধ্যে আপনার গ্যাস অম্বল দূর হয়ে যাবে।
শরীরের মধ্যে অতিরিক্ত গ্যাস,অম্বল হয়ে থাকলে উষ্ণ গরম জলে লেবুর রস পান করলে বমির মাধ্যমে সেই সমস্ত গ্যাস অম্বল বেরিয়ে যাবে।তাই হুটহাট করে কোন ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।এই গরম জলে মিলবে হাজার সমস্যার সমাধান।
শরীরের মধ্যে অতিরিক্ত গ্যাস,অম্বল হয়ে থাকলে উষ্ণ গরম জলে লেবুর রস পান করলে বমির মাধ্যমে সেই সমস্ত গ্যাস অম্বল বেরিয়ে যাবে।তাই হুটহাট করে কোন ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।এই গরম জলে মিলবে হাজার সমস্যার সমাধান।