Bollywood Actor Gossip: পুরনো নায়িকার মেয়েকে বিয়ে, নরকযন্ত্রণা! ১৪ বছরের ‘বনবাস’ কাটিয়ে, ভাগ্যের সঙ্গে লড়ে আবার বড়পর্দায় হিরো!

বলিউডের প্রভাবশালী পরিবারের সন্তান৷ সুপুরুষ৷ ফলে সিনেমায় অভিনয় করা একপ্রকার তাঁর জন্য নিশ্চিতই ছিল৷ সেই মতো নায়ক হয়ে নজরও কেড়েছিলেন৷ কিন্তু বেশ কয়েক বছর সিলভার স্ক্রিন থেকে তিনি ছিলেন গায়েব৷ আবার ফিরছেন সর্দপে৷ তাঁকে নিয়ে শুরু হয়েছে মাতামাতি৷
বলিউডের প্রভাবশালী পরিবারের সন্তান৷ সুপুরুষ৷ ফলে সিনেমায় অভিনয় করা একপ্রকার তাঁর জন্য নিশ্চিতই ছিল৷ সেই মতো নায়ক হয়ে নজরও কেড়েছিলেন৷ কিন্তু বেশ কয়েক বছর সিলভার স্ক্রিন থেকে তিনি ছিলেন গায়েব৷ আবার ফিরছেন সর্দপে৷ তাঁকে নিয়ে শুরু হয়েছে মাতামাতি৷
মাঝের কিছু বছর তিনি কাটিয়েছেন নরকযন্ত্রণায়৷ বহু বিচ্ছেদের সাক্ষী হয়েছেন৷ বাবার মৃত্যু হয়েছে৷ যাতে শোকে পাথর হয়েছিলেন তিনি৷ এরপর সন্তান জন্মের সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে৷ এমনকী দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন৷ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়৷ আপাতত মায়ের সঙ্গে তাঁর সংসার৷ এবং ১ ছেলে ও ১ মেয়ে তাঁর চোখের মণি!
মাঝের কিছু বছর তিনি কাটিয়েছেন নরকযন্ত্রণায়৷ বহু বিচ্ছেদের সাক্ষী হয়েছেন৷ বাবার মৃত্যু হয়েছে৷ যাতে শোকে পাথর হয়েছিলেন তিনি৷ এরপর সন্তান জন্মের সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে৷ এমনকী দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন৷ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়৷ আপাতত মায়ের সঙ্গে তাঁর সংসার৷ এবং ১ ছেলে ও ১ মেয়ে তাঁর চোখের মণি!
সিনেমা থেকে সরে গিয়ে ভুগেছেন অবসাদে৷ ফিটনেস ছিলই না৷ চেহারা ফুলে ঢোল হয়ে গিয়েছিল৷ তবে এখন সে সব অতীত৷ দীর্ঘ ১৪ বছর পর তিনি আবার স্বমহিমায়৷ বলিউডে কামব্যাক করেছেন৷
সিনেমা থেকে সরে গিয়ে ভুগেছেন অবসাদে৷ ফিটনেস ছিলই না৷ চেহারা ফুলে ঢোল হয়ে গিয়েছিল৷ তবে এখন সে সব অতীত৷ দীর্ঘ ১৪ বছর পর তিনি আবার স্বমহিমায়৷ বলিউডে কামব্যাক করেছেন৷
সঞ্জয়লীলা বনসালীর ছবি হীরামান্ডিতে তাঁর লুক নজর কেড়েছে৷ পোস্টারে তাঁকে রাজকীয় বেশে দেখা গিয়েছে৷ ওয়ালি মহম্মদের চরিত্রেই ফিরছেন ফরদিন খান।
সঞ্জয়লীলা বনসালীর ছবি হীরামান্ডিতে তাঁর লুক নজর কেড়েছে৷ পোস্টারে তাঁকে রাজকীয় বেশে দেখা গিয়েছে৷ ওয়ালি মহম্মদের চরিত্রেই ফিরছেন ফরদিন খান।
তিনি আর কেউ নন, ফরদিন খান৷ বলিউডের বিখ্যাত পরিচালক এবং অভিনেতা ফিরোজ খানের পুত্র ফারদিন। মাত্র ২৪-এই অভিনয়কে পেশা করে নিয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে 'প্রেম আগন' ছবি দিয়ে বলিউডে তাঁর হাতেখড়ি হয়। সে বছর সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন তিনি।
তিনি আর কেউ নন, ফরদিন খান৷ বলিউডের বিখ্যাত পরিচালক এবং অভিনেতা ফিরোজ খানের পুত্র ফারদিন। মাত্র ২৪-এই অভিনয়কে পেশা করে নিয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে ‘প্রেম আগন’ ছবি দিয়ে বলিউডে তাঁর হাতেখড়ি হয়। সে বছর সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন তিনি।
এর পর আর পিছনে ফিরে তাকাননি ফারদিন। একের পর এক ছবি এসে পড়ে তাঁর ঝুলিতে। 'প্যায়ার তুনে কেয়া কিয়া' ছবিতে তাঁর অভিনয় নিয়ে চর্চা হয়েছিল দর্শকমহলে। তবে ফারদিনের বেশির ভাগ ছবিই মুখ থুবড়ে পড়ছিল বক্স অফিসে। কিছুতেই যেন দর্শকমনে ছাপ ফেলতে পারছিলেন না তিনি।
এর পর আর পিছনে ফিরে তাকাননি ফারদিন। একের পর এক ছবি এসে পড়ে তাঁর ঝুলিতে। ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে চর্চা হয়েছিল দর্শকমহলে। তবে ফারদিনের বেশির ভাগ ছবিই মুখ থুবড়ে পড়ছিল বক্স অফিসে। কিছুতেই যেন দর্শকমনে ছাপ ফেলতে পারছিলেন না তিনি।
একের পর এক ফ্লপ ছবি। ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নিজের জায়গা হারাচ্ছিলেন ফারদিন। ২০১০ সালে 'দুলহা মিল গয়া' ছবিতে শেষ দেখা যায় তাঁকে। এর পর অভিনয় জগতকে বিদায় জানান তিনি।
একের পর এক ফ্লপ ছবি। ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নিজের জায়গা হারাচ্ছিলেন ফারদিন। ২০১০ সালে ‘দুলহা মিল গয়া’ ছবিতে শেষ দেখা যায় তাঁকে। এর পর অভিনয় জগতকে বিদায় জানান তিনি।
২০০৫ সালে অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশার সঙ্গে বিয়ে হয় অভিনেতার। ধুমধাম করেই বিয়ে হয় তাঁদের। দুই সন্তানের বাবা-মা ফরদিন-নাতাশা। তবে তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে৷
২০০৫ সালে অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশার সঙ্গে বিয়ে হয় অভিনেতার। ধুমধাম করেই বিয়ে হয় তাঁদের। দুই সন্তানের বাবা-মা ফরদিন-নাতাশা। তবে তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে৷
গত বছর অ্যানিম্যাল ছবিতে দুর্দান্ত কামব্যাক করেন ববি দেওল৷ এবার ফরদিনের পালা৷ দেখা যাক তাঁর এই অভিনীত চরিত্র তাঁকে কতটা লাইমলাইটে ফেরাতে পারে৷
গত বছর অ্যানিম্যাল ছবিতে দুর্দান্ত কামব্যাক করেন ববি দেওল৷ এবার ফরদিনের পালা৷ দেখা যাক তাঁর এই অভিনীত চরিত্র তাঁকে কতটা লাইমলাইটে ফেরাতে পারে৷